
সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ২
General Knowledge – 2 : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে ।আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন । যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় । স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি ।
এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।
আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।
নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –
Email ID : help.niosnews@gmail.com
Mobile No : 7551067843
Landline No : 03463 – 296 702
Whatsapp Group এ যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন –
সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ২
১. কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহানুপুঞ্জের কক্ষ অবস্থিত?
ক) বুধ এবং শুক্র
খ) পৃথিবী এবং মঙ্গল
গ) মঙ্গল এবং বৃহস্পতি
ঘ) বৃহস্পতি এবং শনি
উঃ- (গ) মঙ্গল এবং বৃহস্পতি
২. বিধবা বিবাহ আইনে সই করেছিলেন কোন ভাইসরয়?
ক) লর্ড ক্যানিং
খ) লর্ড ডাফরিন
গ) লর্ড কার্জন
ঘ) লর্ড রিপন
উঃ (ক) লর্ড ক্যানিং
৩. মেরু অঞ্চলে প্রবাহিত অত্যধিক শক্তিশালী তুষার ঝড় কে কী বলা হয়?
ক) টাইফুন
খ) টর্নেডো
গ) ব্লিজার্ড
ঘ) মেরুবায়ু
উঃ (গ)ব্লিজার্ড
৪.’ অর্থনীতির জনক ‘ কাকে বলে হয়?
ক) নরম্যান বরলপ
খ) অ্যlডাম স্মিথ
গ) অধ্যাপক স্যুম পিটার
ঘ) অধ্যাপক রিকার্ডো
উঃ (খ)অ্যlডাম স্মিথ
৫. ৫. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ হলো—
ক) নবজাগরণ
খ)স্বাধীনতা
গ) ঈশ্বরে বিশ্বাস
ঘ)জন্মভূমি
উঃ (ক) নবজাগরণ
৬. শিক্ষার অগ্রগতি তত্ত্বের প্রবক্তা হলেন…..
ক) মন্তেসরি
খ) প্লেটো
গ) রুশো
ঘ) জন ডিউই
উঃ (খ)প্লেটো
৭. আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ধরনের পাঠ্যসূচি ব্যবহৃত হয়-
ক) শিক্ষার্থী -কেন্দ্রিক
খ) শিক্ষক-কেন্দ্রিক
গ) লক্ষ্যমাত্রা-কেন্দ্রিক
ঘ) বিষয়বস্তু -কেন্দ্রিক
উঃ (গ) লক্ষ্যমাত্রা – কেন্দ্রিক
৮ . কোন সংখ্যার বর্গমূল ৪ -এর বর্গের সমান?
ক) ৪
খ) ১৬
গ) ৬৪
ঘ ২৫৬
উঃ (খ ) ১৬
৯. নিম্নের কোনটি একজন শিক্ষক এর পেশাদারি দক্ষতার সহিত সম্পর্কিত নয়?
ক) ব্যক্তিগত জ্ঞান
খ) আত্মনিয়োগ
গ) পরীক্ষা-নিরীক্ষা করা
ঘ) সামাজিক ঘটনাবলী সম্পর্কে সন্তোষজনক জ্ঞান
উঃ (গ) পরীক্ষা-নিরীক্ষা করা
১০. রক্তে কিসের উপস্থিতিতে বোঝা যায় ম্যালেরিয়া হয়েছে?
ক) রক্তে ফেটে যাওয়া যকৃৎ কোষের উপস্থিতি
খ) রক্তে মশার লার্ভা র উপস্থিতি
গ) লোহিত কণিকা যে মশার ডিমের উপস্থিতি
ঘ) লোহিত কনিকাতে প্লাজমোডিয়াম উপস্থিতি
উঃ। (ঘ)লোহিত কনিকাতে প্লাজমোডিয়াম উপস্থিতি
১১. খসে পড়ে তারা হলো-
ক) উজ্জ্বল বস্তু যেটি বায়ুমন্ডলে একই ধরণের গতি সহ চলাফেরা করে
খ) পিছনে একটি লেজ শ তারা
গ) পৃথিবীর বায়ুমন্ডলে উল্কা ঢোকার ফলে সেটি জ্বলে যায়
ঘ) তারা যেটি একধরনের গতি সহ চলাফেরা করে
উঃ (গ) পৃথিবীর বায়ুমন্ডলে উল্কা ঢোকার ফলে সেটি জ্বলে যায়
১২. জলে লেবু ডুবে যায়, কারণ-
ক) নোনা জলের পরিমান সাধারণ জলের চেয়ে বেশি
খ)সাধারণ জলের পরিমান নোনা জলের চেয়ে বেশি
গ) লেবুর আকার নোনা জলে বৃদ্ধি পায়
ঘ) লেবুর আকার নোনা জলে কমে যায়
উঃ(ঘ) লেবুর আকার নোনা জলে কমে যায়
১৩. যদি কোনোভাবে জালিয়াতি হয়, আমরা কোথায় কেস ফাইল করব?
ক) উপভোক্তা সংরক্ষণ মঞ্চ
খ) জেলা মুখ্যালয়
গ) তহশীল
ঘ) গ্রাম পঞ্চায়েত
উঃ। (ক) উপভোক্তা সংরক্ষণ মঞ্চ
১৪. যে স্থানে পৃথিবীর দুটি প্লেট একটি আর একটির তলায় ঢুকে যায় তাকে কী বলে?
ক) সাবডাকসন
খ) সারকমভালেশান
গ) সারকম ফ্লুয়েন্স
ঘ) কোনোটিই নয়
উঃ( ক )সাবডাকসন
১৫. পোল্ট্রির মাংস আর ডিমে কি ব্যাকটেরিয়া সাধারণত বাসা বাঁধে?
ক) স্যালমোনেল্লা
খ) ভিব্রিও
গ) মাইকো ব্যাকটেরিয়াম
ঘ) ইয়ারসিনিয়া
উঃ (ক) স্যালমোনেল্লা
১৬. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়-
ক) সুন্দরবন
খ) ভিতর কণিকা
গ) মহানদী মোহনা
ঘ)কোনোটিই নয়
উঃ। (ক)সুন্দরবন
১৭. সর্বাপেক্ষা বিষাক্ত , বিনষ্ট হয়না এমন দূষক-
ক) গোবর
খ) প্লাস্টিক
গ) আবর্জনা
ঘ) রেডিও আক্টিভ আবর্জনা
উঃ। (ঘ) রেডিও আক্টিভ আবর্জনা
১৮. কে বিজয় স্তম্ভ তৈরি করেন?
ক) মহারানা কুম্ভ
খ) মহারানা সঙ্গ
গ) মহারানা প্রতাপ
ঘ) মহারানা জয় সিংহ
উঃ। (ক) মহারানা কুম্ভ
১৯. ডগ মাছের থাকার জায়গা–
ক) নদী
খ) পুকুর
গ) হ্রদ
ঘ) সমুদ্র
উঃ( ঘ) সমুদ্র
২০. কাশ্মীরি পোশাক কী নামে পরিচিত?
ক) ফিরান
খ) আংখারী
গ) বুগটারী
ঘ) আচকান
উঃ(ক) ফিরান
২১. পালস পোলিও প্রোগ্রামের উদ্দেশ্যে–
ক) পোলিও র চিকিৎসা
খ) পোলিওর জন্য যে প্যারালাইসিস হয় তা কমানো
গ) পোলিও সম্পূর্ণ দূরীভূত করা
ঘ) ওপরের সবগুলি ঠিক
উঃ (গ) পোলিও সম্পূর্ণ দূরীভূত করা
২২. গাংগাউর উৎসব হয়-
ক) চৈত্র শুক্লা তিথি
খ) শ্রাবণ শুক্লা তিথি
গ) ভাদ্র কৃষ্ণপক্ষ অষ্টমী
ঘ) শ্রাবণ কৃষ্ণ পক্ষ নবমী
উঃ (ক) চৈত্র শুক্লা তিথি
২৩.তামার প্রভাবে মানুষের কী রোগ হয়-
ক)উইলকিন্স
খ) তামাপালসি
গ) তামাইচ
ঘ) তামা নেক্রোসিস
উঃ(ক)উইলকিন্স
২৪. ডি ডি টি – এর বিকল্প কী?
ক) বি এইচ সি
খ) মেথ ক্লোরাইড
গ) মেথক্সিক্লোর
ঘ) কোনোটিই নয়
উঃ(গ) মেথক্সিক্লোর
২৫. উদ্ভিদ কতখানি শব্দ শোষণ করতে পারে?
ক) ১০-১৫ ডেসিবল
খ) ৫ ডেসিবল
গ) ২০ ডেসিবল
ঘ) কোনোটিই নয়
উঃ(ক) ১০-১৫ ডেসিবল
২৬ . নাতিশীতোষ্ণ পর্ন মোচী অরণ্য কোন জলবায়ু তে পাওয়া যায়?
ক) অতি শীতল জলবায়ুতে
খ) অতি উষ্ণ জলবায়ুতে
গ) অতি শুষ্ক জলবায়ুতে
ঘ) বৃষ্টি প্রধান জলবায়ুতে
উঃ (ক) অতি শীতল জলবায়ুতে
২৭. কোন খাদ্য শৃঙ্খল সূর্যের উপর নির্ভর করেনা?
ক) মৃতজীবী
খ) পুকুরের খাদ্যশৃঙ্খল
গ) সমুদ্রের খাদ্যশৃঙ্খল
ঘ) কোনোটিই নয়
উঃ(ক) মৃতজীবী
২৮. বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি?
ক) ১৫ মে
খ) ৩১ মে
গ) ৫ জুন
ঘ) ১১জুন
উঃ ( ঘ)১১ জুন
২৯. বায়ুশক্তিকে ব্যবহার করার ক্ষেত্রে কোন দেশ অগ্রণী?
ক) নেদারল্যান্ড
খ) আমেরিকা
গ) কানাডা
ঘ) ডেনমার্ক
উঃ (ঘ) ডেনমার্ক
৩০. পৃথিবীর কোন মরুভূমি সবচেয়ে শুষ্ক?
ক) থর
খ) গোবি
গ) আটাকামা
ঘ) সাইবেরিয়ার বরফ মরুভূমি
উঃ (গ) আটাকামা