DMCA.com Protection Status

Join Whatsapp Group

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৫

Spread the love
General Knowledge - 5
General Knowledge – 5

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৫

General Knowledge – 5 : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি

এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।

আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।

নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –

Email ID : help.niosnews@gmail.com

Mobile No : 7551067843

Landline No : 03463 – 296 702

Whatsapp Group যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন

CLICK HERE TO JOIN WHATSAPP GROUP

সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ৫

১. কাগজ শিল্প থেকে কি ধরনের ধাতব দূষণ হয়?

ক) লেড
খ) ক্রোমিয়াম
গ) পারদ
ঘ) ক্যাডমিয়াম

উঃ (খ) ক্রোমিয়াম

২. ম্যালেরিয়া হলে হিমোগ্লোবিন এর কী রূপ হয়?

ক) কার্বাইনো হিমোগ্লোবিন
খ) কার্বাক্সি হিমোগ্লোবিন
গ) হিমোজাইন
ঘ) কোনোটিই নয়

উঃ(গ) হিমোজাইন

৩.স্ফুটন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য কী?

ক) স্ফুটন জলের প্রকৃতির পরিবর্তন হয় বাষ্পীভবনে হয়না
খ)বাষ্পীভবন যে কোনো তাপমাত্রাতে হয়
গ) স্ফুটনে জলের পরিমান কমে যায় কিন্তু বাষ্পীভবনে হয়না
ঘ) বাষ্পীভবনে জলের প্রকৃতির পরিবর্তন দেখা যায়না কিন্তু স্ফুটন তা দেখা যায়

উঃ (খ)বাষ্পীভবন যে কোনো তাপমাত্রাতে হয়

৪.সমাজিকীকরণের একটি মূল নীতি হলো

ক) ধর্ম
খ) জাতি
গ) শিক্ষা
ঘ) অনুকরণ

উঃ (গ) শিক্ষা

৫. একটি বর্গক্ষেত্রের প্রতিসম অক্ষের সংখ্যা-

ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

উঃ (গ)৪

৬.কোনো অভীক্ষার মাধ্যমে শিশুর যে প্রতিক্রিয়া গুলি পরিমাপ করা যায় তাকে এক কথায় কি বলে?

ক) নমুনা পত্র
খ) অভীক্ষা পদ
গ) অভীক্ষা প্রয়োগ
ঘ) মূল্যায়ন ব্যবস্থা

উঃ(খ) অভীক্ষা পদ

৭. সৌর পর্দা কাকে বলে?

ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্র্যাটোস্ফিয়ার
গ) আয়োনোস্ফিয়ার
ঘ) ওজোনস্তর

উঃ (ঘ) ওজোনস্তর

৮. সূর্য ব্যাটারিতে কোন শক্তি বিদ্যুৎশক্তিতে পরিণত হয়?

ক) রাসায়নিক শক্তি
খ) নিউক্লিয়ার শক্তি
গ) সূর্য শক্তি
ঘ) চৌম্বক শক্তি

উঃ (গ) সূর্য শক্তি

৯. পোশাক ও আচার ব্যবহারে শিক্ষকের কেমন হওয়া উচিত?

ক) নেতার মতো
খ) তারকাদের মতো
গ) বন্ধুর মতো
ঘ) অনুকরণ যোগ্য ব্যক্তির মতো

উঃ (ঘ) অনুকরণ যোগ্য ব্যক্তির মতো

১০. CDA -এর পুরো নাম কি?

ক) কনসেনট্রেশন ডেভলপমেন্ট আ্যকসেসরিড
খ) চাইল্ড ডেভলপমেন্ট আ্যকসেসরিড
গ) সেন্টার ফর ডেভলপমেন্ট অফ এডাল্ট
ঘ) ওপরের কোনোটিই নয়

উঃ (খ) চাইল্ড ডেভলপমেন্ট আ্যকসেসরিড

১১. সূর্যালোক মকরক্রান্তি রেখার ওপর আপতিত হয় কবে?

ক) ২১ মার্চ-২২ সেপ্টেম্বর
খ) ২১ জুন
গ) ২১ ডিসেম্বর
ঘ) ২৩ সেপ্টেম্বর

উঃ (গ) ২১ ডিসেম্বর

১২. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন?

ক) আকবর
খ) মহম্মদ-বিন-তুঘলক
গ) ইলতুতমিস
ঘ) আলাউদ্দিন খলজী

উঃ) খ) মহম্মদ-বিন-তুঘলক

১৩. কোন আইন প্রেক্ষাপট রচনা করেছিলো জালিয়ানওলাবাগ হত্যাকাণ্ডের?

ক) অস্ত্র আইনে
খ) রাওলাট আইন
গ) ভার্না কুলার প্রেস আইন
ঘ) পিটের ভারত শাসন আইন

উঃ (খ) রাওলাট আইন

১৪. রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক) কলকাতা
খ) দিল্লি
গ) মুম্বাই
ঘ) বেঙ্গালুরু

উঃ(গ) মুম্বাই

১৫. মৃত্তিকার ওপর বায়ূর ক্ষয় কার্য নিবারনের উপায়-

ক)বায়ুর গতিরোধ করা
খ) ড্রাই ফার্মিং
গ) বনসৃজন
ঘ) কোনোটিই নয়

উঃ (খ) ড্রাই ফার্মিং

১৬. ভারতের কোন মালভূমি তে অনেক চুনাপাথর দেখা যায়?

ক) ছোটনাগপুর মালভূমি
খ) দাক্ষিনাত‍্য মালভূমি
গ) লাদাখ মালভূমি
ঘ) মেঘালয় মালভূমি

উঃ(ঘ) মেঘালয় মালভূমি

১৭. ভারতের ম্যাপ কোন অভিক্ষেপে সুন্দর ভাবে আঁকা যায়?

ক) পলিকনিক
খ) ল্যাম্বার্ট এর কনিক্যাল অর্থোমরফিক
গ)আলবার এর কনিক্যাল ইকোয়াল এরিয়া
ঘ) সাইনুসয়ডাল

উঃ (খ) ল্যাম্বার্ট এর কনিক্যাল অর্থোমরফিক

১৮. শনির বৃহত্তম উপগ্রহের নাম হলো–

ক) ট্রাইটন
খ) চ্যারন
গ) টাইটান
ঘ) এরিস

উঃ (গ) টাইটান

১৯. কোন শৈল শিরা পশ্চিমবঙ্গকে নেপালের থেকে পৃথক করেছে?

ক )ডংকিলা
খ )কাঞ্চনজঙ্ঘা
গ )সিঙ্গলীলা
ঘ ) সান্দাকফু

উঃ(গ )সিঙ্গলীলা

২০. মালদার নবীন পলিগঠিত অঞ্চলকে বলে-

ক) তাল
খ) বরেন্দ্রভূমি
গ) ডুয়ার্স
ঘ) দিয়ারা

উঃ (ঘ) দিয়ারা

২১. শিক্ষাক্ষেত্রে একটি অভিনব ধারণা হলো-

ক) বক্তৃতা পদ্ধতি
খ) দলগত পদ্ধতি
গ) আলোচনা পদ্ধতি
ঘ) সমস্যাকেন্দ্রিক পদ্ধতি

উঃ (খ) দলগত পদ্ধত

২২. শিক্ষার ক্ষেত্রে সামাজিকতা বলতে বোঝায়–

ক ) নিজস্ব নিয়মনীতি তৈরি
খ) গুরুজন দের সম্মান
গ) সামাজিক পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন
ঘ)সামাজিক রিতিনিটিকে অন্ধভাবে অনুসরন

উঃ (গ) সামাজিক পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন

২৩. হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন-

ক) মৌলানা আজাদ
খ) জওহরলাল নেহেরু
গ) সুভাষচন্দ্র বসু
ঘ) পট্টভী সিতারামাইয়া

উঃ (গ) সুভাষচন্দ্র বসু

২৪. তেভাগা আন্দোলনের মূল কেন্দ্রে ছিলো-

ক) উত্তরবঙ্গ
খ) ময়মনসিংহ
গ) দিনাজপুর
ঘ) চব্বিশ পরগনা

উঃ (গ) দিনাজপুর

২৫. ডিসলেক্সিয়া বলতে কি বোঝায়?

ক) বুদ্ধির অভাব
খ) শিক্ষার্থীর শিখনের অক্ষমতা
গ) শিক্ষক এর অক্ষমতা
ঘ) কোনোটিই নয়

২৬. হাইড্রোজেন সালফাইড কী ক্ষতি করে?

ক) চোখের ক্ষতি করে
খ) অবসাদ জাগায়
গ) ক্লোরোসিস
ঘ) কোনোটিই নয়

উঃ (খ) অবসাদ জাগায়

২৭. ভারতে প্রথম বিদ্যুৎ ব্যবহার শুরু হয় যে শহরে তার নাম-

ক) কলকাতা
খ) চেন্নাই
গ) বেঙ্গালুরু
ঘ) মুম্বাই

উঃ(গ) বেঙ্গালুরু

২৮. ‘শিক্ষকরা মানুষ তৈরি করেন’ -উক্তিটি কার?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ঋষি অরবিন্দ
গ) মহাত্মা গান্ধী
ঘ) স্বামী বিবেকানন্দ

উঃ (ঘ) স্বামী বিবেকানন্দ

২৯. ভারত- বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ নিম্নলিখিত কোন জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য?

ক) মাইথন ড্যাম
খ) ফারাক্কা ব্যারেজ
গ) দুর্গাপুর ব্যারেজ
ঘ) ব্রহ্মপুত্র নদী

উঃ (খ) ফারাক্কা ব্যারেজ

৩০. পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে?

ক) রায়চক
খ) হলদিয়া
গ) ফলতা
ঘ) কাকদ্বীপ

উঃ (গ) ফলতা