DMCA.com Protection Status

Join Whatsapp Group

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৭

Spread the love
General Knowledge - 7
General Knowledge – 7

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৭

General Knowledge – 7 : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি

এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।

আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।

নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –

Email ID : help.niosnews@gmail.com

Mobile No : 7551067843

Landline No : 03463 – 296 702

Whatsapp Group যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন

CLICK HERE TO JOIN WHATSAPP GROUP

সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ৭

১. পৃথিবীর অপসূর অবস্থান কোন তারিখে ঘটে?

ক)  ৪ ঠা জুলাই

খ)  ৩ রা জানুয়ারি

গ)  ২২ ডিসেম্বর

ঘ)   ২১ জুন

উঃ (ক)  ৪ ঠা জুলাই

২. কোনো স্থানের অক্ষাংশ বলতে বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব-

ক)  দক্ষিণ মেরুর সাপেক্ষে

খ)   উত্তর মেরুর সাপেক্ষে

গ)    নিরক্ষরেখার সাপেক্ষে

ঘ)    পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে

উঃ  (গ)    নিরক্ষরেখার সাপেক্ষে

৩. বায়ুশূন্য নলে জল ওপরে ওঠে-

ক) ৭৬ ইঞ্চি

খ) ৩০ সেমি

গ) ৩৪ ফুট

ঘ)  ১০.৩৮ ফুট

উঃ (গ) ৩৪ ফুট

৪.  আলমগীর নামা গ্রন্থটি রচনা করেন–

ক)  বদাউনি

খ)  আশাদ বেগ

গ)  গোলাম হোসেন

ঘ)  মির্জা মহম্মদ কাজিম

উঃ (গ)  গোলাম হোসেন

৫.   বায়ুর চাপ কম হবে-

ক)  দিঘায়

খ)  দার্জিলিং-এ

গ) এভারেস্টের চূড়ায়

ঘ)  শিলং এ

উঃ (গ) এভারেস্টের চূড়ায়

৬. জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধির ফলে ঘটবে-

ক) খাদ্যের অভাব

খ)  আর্থ সামাজিক সমস্যা

গ)  রোগের প্রাদুর্ভাব

ঘ)  ওপরের সবকটি

উঃ (ঘ)  ওপরের সবকটি

৭.  নিচের কোনটি বড় শহরে বায়ুদূষণ ঘটায়?

ক)  তামা

খ)  সীসা

গ)  ক্রোমিয়াম

ঘ)   কপার অক্সাইড

উঃ (খ)  সীসা

৮.  ভারতের প্রথম সূতাকল টি কোথায় স্থাপিত হয়?

ক)  আমেদাবাদ- গুজরাট

খ)  বিজয়ওয়াড়া- অন্ধ্রপ্রদেশ

গ)  ঘুসুড়ি- পশ্চিমবঙ্গ

ঘ)  কোয়েম্বটুর- তামিলনাড়ু

উঃ (গ)  ঘুসুড়ি- পশ্চিমবঙ্গ

৯.   গ্যাসোহোল একটি পরিবেশ বান্ধব জ্বালানি,  যার মধ্যে রয়েছে-

ক)   পেট্রোল এবং ডিজেল

খ)    পেট্রোল এবং ইথানল

গ)   ডিজেল এবং ইথানল

ঘ)   এদের কোনোটিই নয়

উঃ (খ)    পেট্রোল এবং ইথানল

১০.     হরপ্পার বাটখারাগুলি ছিলো-

ক)  ঘনকাকার

খ)   আয়তাকার

গ)   বৃত্তাকার

ঘ)   চতুর্ভুজাকার

উঃ (ক)  ঘনকাকার

১১. নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি শিক্ষার সঙ্গে যুক্ত নয়?

ক)  সামাজিক অভিযোজন

খ)  সামাজিক মূল্যবোধের পরিবর্তন

গ)  সাংগঠনিক পরিবর্তন

ঘ)   অলসতা ও শ্রমবিমুখতার উৎপত্তি

উঃ (খ)  সামাজিক মূল্যবোধের পরিবর্তন

১২.কোনো দোলন ঘড়িকে  ভূপৃষ্ঠ থেকে চাঁদে নিয়ে গেলে ঘড়িটি–

ক)  স্লো হয়ে যাবে

খ)  ফাস্ট হয়ে যাবে

গ)  একই সময় দেখাবে

ঘ)  চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে

উঃ (গ)  একই সময় দেখাবে

১৩.  শিক্ষকতা পেশাটিকে আপনি কোন দৃষ্টিভঙ্গি তে দেখবেন?

ক )  রাজনীতি করার সুযোগ

খ)  আত্মনিয়ন্ত্রণের অধিকার

গ)  শান্তিপূর্ণ ও সুনিশ্চিত আয়ের উৎস

ঘ)  একটি সমাজসেবামূলক  সম্মানজনক পেশা

উঃ (ঘ)  একটি সমাজ সেবা মূলক  সম্মানজনক পেশা

১৪. পিচ্ছিল কারক তেল ব্যবহার করা হয়-

ক)  ঘর্ষন বাড়াতে

খ)   ঘর্ষন কমাতে

গ)   প্রযুক্ত বলের মান বাড়াতে

ঘ) কোনোটিই নয়

উঃ (খ)   ঘর্ষন কমাতে

১৫.পৃথিবীতে সবচেয়ে বেশী কোন ধাতু আছে?

ক)  লোহা

খ)  রুপা

গ)  তামা

ঘ)  সোনা

উঃ (ক)  লোহা

১৬.   আন্তর্জাতিক পরিবার দিবস কোনটি?

ক) ১৫মে

খ)  ৩১ মে

গ)   ৫ জুন

ঘ)   ১১ জুন

উঃ (ক) ১৫ মে

১৭.   ভূতাপীয় শক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ কোথায় ব্যবহৃত হয়?

ক)  আলো জ্বালাতে

খ)  পাখা চালাতে

গ)  বৈদ্যুতিক চুল্লিতে

ঘ)  হিমঘরে

উঃ  ( ঘ) হিমঘরে

১৮.  কোন ধরনের প্রশ্ন গঠন করা পরিশ্রমসাধ্য ও সময়সাপেক্ষ?

ক)  নৈর্ব‍্যক্তিক প্রশ্ন

খ)  অতিসংক্ষিপ্ত প্রশ্ন

গ)  রচনাধর্মি প্রশ্ন

ঘ)   টিকা লেখো

উঃ (ক)  নৈর্ব‍্যক্তিক প্রশ্ন

১৯.  কোন ধরনের পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের কথা বড়োরা মন দিয়ে শোনেন?

ক)  মন্তেসরী

খ)  কিন্ডারগার্টেন

গ)  ওয়ালডর্ফ

ঘ)   কোনোটিই নয়

উঃ (খ)  কিন্ডারগার্টেন

২০.   ভারতবর্ষের কোথায় একই শ্রেণীতে বিভিন্ন বয়সের ছাত্ররা পড়ে?

ক)  সবরমতি

খ)  পন্ডিচেরী

গ)   রামকৃষ্ণ মিশন

ঘ)  কোনোটিই নয়

উঃ (খ)  পন্ডিচেরী

২১.   সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী বৃদ্ধিতে সাহায্য করে-

ক)   সরব পাঠে

খ)   সমবেত পাঠে

গ)   স্বাদনা পাঠে

ঘ)   নীরব পাঠে

উঃ (ক)   সরব পাঠে

২২.  কত বছর বয়স পর্যন্ত শিশুর শব্দ ভান্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে?

ক) দুই বছর বয়সে

খ)  তিন বছর বয়সে

গ)   এক বছর বয়সে

ঘ)  চার বছর বয়সে

উঃ (ক) দুই বছর বয়সে

২৩.  আলোকবর্ষ কিসের একক?

ক)  সময়

খ)  দূরত্ব

গ)  আলো

ঘ)  আলোর দূরত্ব

উঃ (খ)  দুরত্ব

২৪.   একটি বৃত্তের পরিধি : ব্যাস=?

ক) ২:১

খ)  ৭:২২

গ)  ২২:৭

ঘ)   কোনোটিই নয়

উঃ (গ)  ২২:৭

২৫ .  শিক্ষায় স্বাধীনতা নীতি প্রয়োগের কথা কোন দার্শনিক বলেছেন?

ক)  আ্যরিস্টটল

খ)   রবীন্দ্রনাথ

গ)   বজেন্দ্র নাথ শীল

ঘ)  এঁদের কেউ নয়

উঃ (ক)  আ্যরিস্টটল

২৬. বায়ুমন্ডল মেঘ ভাষার কারন হলো-

ক) উষ্ণতা

খ)  গতি

গ)  চাপ

ঘ)  ঘনত্ব

উঃ (ঘ)  ঘনত্ব

২৭. তাজমহলের অনুকরণে তৈরি স্থাপত্য কীর্তিটি হলো-

ক)   জমি মসজিদ

খ)   মোতি মসজিদ

গ)   বাদশাহী মসজিদ

ঘ)   ঔরঙ্গাবাদের সমাধিমন্দির

উঃ (ঘ)  ঔরঙ্গাবাদের সমাধিমন্দির

২৮.  ‘মহাপুরুষিয়া সম্প্রদায়ের’  প্রতিষ্ঠাতা কে?

ক)  শঙ্করদেব

খ)  শংকরাচার্য

গ)   চৈতন্য দেব

ঘ)  সুরদাস

উঃ (ক)  শঙ্করদেব

২৯.   দামোদরের প্রধান শাখানদী হলো-

ক) বরাকর

খ) কংসাবতী

গ)  মুন্ডেশ্বরী

ঘ)  ময়ূরাক্ষী

উঃ (গ)  মুন্ডেশ্বরী

৩০.    একটি জলবাহিত রোগ হলো-

ক)  যক্ষ্মা

খ)  টাইফয়েড

গ)  জলবসন্ত

ঘ) হাম

উঃ (খ)  টাইফয়েড