DMCA.com Protection Status

Join Whatsapp Group

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১০

Spread the love

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১০

General Knowledge in Bengali Language : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি

এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।

আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।

নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –

Email ID : help.niosnews@gmail.com

Mobile No : 7551067843

Landline No : 03463 – 296 702

Whatsapp Group যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন

CLICK HERE TO JOIN WHATSAPP GROUP

সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ১০

১.  উপনিষদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্যে কোনটি?

ক)  আত্মকামনা ত্যাগ করা

খ)   সংস্কার মুক্ত হওয়া

গ)   জাতিকে ভালোবাসার পদ্ধতি উদ্ভাবন  করা

ঘ)  সমাজের উপযোগী ব্যক্তিত্ব গঠন করা

উঃ (ক)  আত্মকামনা ত্যাগ করা

২.  শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটিকে বলা হয়–

ক)   স্বতন্ত্রীভবন

খ)    মূল্যায়ন

গ)    পুনর্গঠন

ঘ)    সঞ্চয়ন

উঃ (ক)   স্বতন্ত্রীভবন

৩.  নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পড়াশুনার অন্তর্ভুক্ত নয়?

ক)  জ্ঞানলাভ করা

খ)  কৌতূহল নিবারণ

গ)   জ্ঞানের বোধের পরিবর্তন

ঘ)  স্নায়ুগুলির সংবেদনশীলতা

উঃ (ঘ)  স্নায়ুগুলির সংবেদনশীলতা

৪.   শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমে পুনঃ পুনঃ আবৃত্তি খুবই ফলদায়ক–

ক)  শিক্ষা বিষয়টি শুরুর সময়

খ)   সমগ্র বিষয়টি শিক্ষাদানের সময়

গ) যখন শিক্ষা দানের বিষয়টি শেষ হবে

ঘ)  যখন শিক্ষাদান করা হয়ে গেছে এমন একটি বিষয় শিক্ষার্থীদের মনে গেঁথে আছে কিনা যাচাই করার জন্য শিক্ষক মহাশয় যখন পিরিয়ড নেবেন

উঃ (গ) যখন শিক্ষা দানের বিষয়টি শেষ হবে

৫. রামধনু সৃষ্টির কারন-

ক)  প্রতিফলন

খ)  প্রতিসরণ

গ)  বিক্ষেপন

ঘ)  বিচ্ছুরণ

উঃ(ঘ)  বিচ্ছুরণ

৬.  ভিনিগারে উপস্থিত জৈব  অ্যাসিডটির নাম হলো—

ক)   ফর্মিক  অ্যাসিড

খ)   অ্যাসিটিক অ্যাসিড

গ)   ল্যাকটিক  অ্যাসিড

ঘ)   সাইট্রিক  অ্যাসিড

উঃ (খ)   অ্যাসিটিক অ্যাসিড

৭.  সর্বশিক্ষা অভিযানে যে সমস্ত শিশুদের সামিল করা হয়েছে, তাদের বয়স–

ক)  ৫-১২ বছর

খ)   ৬-১২ বছর

গ)   ৬-১৪ বছর

ঘ)   ৫-১৪ বছর

উঃ (গ)   ৬-১৪ বছর

৮. কোন ফলটির জীবনকাল অপেক্ষাকৃত বেশি?

ক) আনারস

খ)  সবেদা

গ)  শশা

ঘ)  পেয়ারা

উঃ (ক) আনারস

৯.   হাইপার- ভিটামিনোসিস হয়–

ক)  ভিটামিন A-এর আধিক্যে

খ)   ভিটামিনC -এর আধিক্যে

গ)    ভিটামিন A ও D-এর আধিক্যে

ঘ )    ভিটামিন E-এর

 আধিক্যে

উঃ (গ)    ভিটামিন A ও D-এর আধিক্যে

১০ . আয়োডিনের অভাবে হয়-

ক)কোয়াশিওরকর

খ)  ম্যারাসমাস

গ) গলগন্ড

ঘ)  অ্যাটিলোসিন

উঃ (গ)গলগন্ড

১১. ভারতে ডিজেল ইঞ্জিন কোথায় তৈরী হয়?

ক) বারাণসীতে

খ) কপূরথালায়

গ) বেঙ্গালুরুতে

ঘ) চেন্নাইতে

উঃ(ক) বারাণসীতে

১২. শিক্ষনের উপযোগিতার তত্ত্ব গৃহীত হয়েছে-

ক) সার্বিকীকরন তত্ত্ব থেকে

খ) মানসিক শৃঙ্খলার তত্ত্ব থেকে

গ) একইরকম উপকরণের তত্ত্ব থেকে

ঘ) এগুলির কোনোটিই নয়

উঃ (গ) একইরকম উপকরণের তত্ত্ব থেকে

১৩.  শ্রীনিকেতনে ‘ শিক্ষাসত্ৰ ‘ প্রতিষ্ঠা করেন-

ক)রামমোহন

খ)রবীন্দ্রনাথ

গ) বিদ্যাসাগর

ঘ) বিবেকানন্দ

উঃ (খ)রবীন্দ্রনাথ

 ১৪.  বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তিটি হলো–

ক)  শরীরচর্চা

খ)  হস্তশিল্প

গ)  গানবাজনা

ঘ)  রাজনীতি

উঃ (খ)  হস্তশিল্প

১৫. কাজিরাঙ্গা ন্যাশনাল  পার্ক অবস্থিত-

ক)  দিফু (অসম)

খ)  জোরহাট (অসম)

গ)   শিমোগা (কর্ণাটক)

ঘ)   তেজপুর। (অসম  )

উঃ (খ)জোরহাট (অসম)

১৬.বায়োটিনের ভালো উৎস –

ক) দুধ

খ) ডিমের কুসুম

গ)  মাছ

ঘ)  ওপরের সবকটি

উঃ (ক) দুধ

১৭. কাঁচ কাটার জন্য ব্যবহৃত হয়-

ক) লাল হিরে

খ) কালো হিরে

গ) গ্রাফাইট

ঘ)  কোক

উঃ (খ) কালো হিরে

১৮.  বর্তমানে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?

ক)  পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়

খ) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়

গ) গুজরাটে

ঘ) রাজস্থানে

উঃ (খ) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়

১৯.   কোন সভ্যতায় পশুপাখির দ্বারা মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো?

ক) মেহেরগড় সভ্যতায়

খ) হরপ্পা সভ্যতায়

গ) বৈদিক সভ্যতায়

ঘ)  ব্যবলনীয় সভ্যতায়

উঃ (খ) হরপ্পা সভ্যতায়

২০. কাবুলবাগ মসজিদটি কার স্থাপত্য কীর্তি?

ক)  আজম শাহ

খ)  বাবর

গ)  শাহজাহান

ঘ)  শেরশাহ

উঃ (গ)  শাহজাহান

 ২১.  পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা ‘মৃত্যু উপত্যকা’ (death valley) কোথায় অবস্থিত?

ক) উত্তর আমেরিকা

খ) দক্ষিণ আমেরিকা

গ)  উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থল

ঘ)  কোনোটিই নয়

উঃ (ক) উত্তর আমেরিকা

২২.  মাটির অম্লত্ব বৃদ্ধি করে কোন পদার্থ?

ক)  অ্যাসিড

খ) বর্জ্য পদার্থ

গ) অজৈব সার

ঘ) জৈব সার

উঃ (খ) বর্জ্য পদার্থ

২৩.কোন প্রাণীদেহে ক্লোরোফিল আছে?

ক)  ইউগ্লিনা

খ) ব্যাকটেরিয়া

গ) ভাইরাস

ঘ)  প্রোটোজোয়া

উঃ (ক)  ইউগ্লিনা

২৪. মহাদ্রাবক কাকে বলে?

ক)  আ্যলকোহলকে

খ) জলকে

গ) ইথারকে

ঘ) হেক্সেনকে

উঃ (খ) জলকে

২৫.   ভারতের ভৌগোলিক আয়তন কত?

ক)  ৩২.৮৭  কোটি হেক্টর

খ)  ৩৪.৮৭ কোটি হেক্টর

গ)   ৩১.৮৭ কোটি হেক্টর

ঘ)   ৪৫.৮৭ কোটি হেক্টর

উঃ (ক)  ৩২.৮৭  কোটি হেক্টর

২৬.  ময়ূর একটি-

ক) গৌণ খাদক

খ)  প্রাথমিক খাদক

গ)  প্ৰগৌণ খাদক

ঘ)  কোনোটিই নয়

উঃ (গ)  প্ৰগৌণ খাদক

২৭.   পরমাণু শক্তির উৎস গুলির মধ্যে একটি প্রধান উৎস  হলো-

ক)  ইউরেনিয়াম

খ)  হাইড্রোজেন

গ)  কার্বন

ঘ)  সিরিয়াম

উঃ (ক)  ইউরেনিয়াম

২৮.  একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো-

ক)  বনভূমি

খ)  তৃণভূমি

গ)  শস্যক্ষেত্র

ঘ)  কোনোটিই নয়

উঃ (গ)  শস্যক্ষেত্র

২৯.    তুন্দ্রা কথাটির অর্থ কী?

ক)   সমতল জলাভূমি

খ)   অতিশীতল অঞ্চল

গ)   পাহাড়ি জলাভূমি

ঘ)    মৌসুমী শীতল

উঃ (ক)   সমতল জলাভূমি

৩০. তহকিক-ই-হিন্দ কে রচনা করেন?

ক)  আলবিরুনী

খ)  আল- বিলাদরি

গ)  সুলেমান

ঘ)  আল-মাসুদী

উঃ (ক)  আলবিরুনী