General Knowledge

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৯

Spread the love
General Knowledge in Bengali part 2

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৯

General Knowledge in Bengali part 2 : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি

এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।

আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।

নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –

Email ID : help.niosnews@gmail.com

Mobile No : 7551067843

Landline No : 03463 – 296 702

Whatsapp Group যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন

CLICK HERE TO JOIN WHATSAPP GROUP

সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ৯

১.  বদাউনি রচিত গ্রন্থটি হলো-

ক)  তুজুক-ই-বাবরি

খ)  মুন্তা খাব-উৎ-তোয়ারিখ

গ)   মসনভী

ঘ)  তুজুক- ই -জাহাঙ্গীরী

উঃ (ঘ)  তুজুক- ই -জাহাঙ্গীরী

২.মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন-

ক)  মহম্মদ-বিন-তুঘলক

খ)  আলাউদ্দিন খলজী

গ) কুতুবউদ্দিন মুবারক খলজী

ঘ) ইলতুৎমিস

উঃ (খ)  আলাউদ্দিন খলজী

৩.কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন?

ক)  উজ্জয়িনী

খ)   বিজয়নগর

গ)   দেবগিরি

ঘ)   দ্বারসমুদ্র

উঃ (খ)   বিজয়নগর

৪.  স্বাধীন ভারতে পঞ্চয়েতরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কত সালে?

ক)  ১৯৫৯

খ)  ১৯৫১

গ)   ১৯৫২

ঘ)   ১৯৫৭

উঃ (ক)  ১৯৫৯

  ৫. কলকাতা পুরসভার প্রথম বাঙালী মেয়র ছিলেন-

ক)  বিদ্যাসাগর

খ)  চিত্তরঞ্জন দাশ

গ)  প্রফুল্ল চাকী

ঘ)  আশুতোষ মুখোপাধ্যায়

উঃ(খ)  চিত্তরঞ্জন দাশ

৬.  অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া হলো-

ক)  শিক্ষা নিরপেক্ষ

খ)  শিক্ষা সাপেক্ষ

গ)  শিক্ষা নিরপেক্ষ ও শিক্ষা সাপেক্ষ -উভয়েই

ঘ)  এদের কোনোটাই নয়

উঃ (খ)  শিক্ষা সাপেক্ষ

৭.   ফ্রিকোয়েন্সি অ্যনালাইজার  যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায়-

ক)  অন্ধত্ব

খ) বহিরত্ব

গ)  ওজন

ঘ)  বয়স

উঃ(খ) বহিরত্ব

৮.  নিচের কোন উপাদান টি শিশুর বিকাশে প্রভাব বিস্তার করেনা ?

ক) সংস্কৃতি

খ)  বৃদ্ধি

গ)  উৎকর্ষ

ঘ)  প্রজাতি

উঃ ( গ)  উৎকর্ষ

৯.   মনোবিদ ভেক্সালের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয়-

ক)  ১২ বছর বয়সে

খ)  ২০ বছর বয়সে

গ)   ১৫ বছর বয়সে

ঘ)   ৩০বছর বয়সে

উঃ(খ)  ২০ বছর বয়সে

১0.    কর্মকেন্দ্রিক  শিক্ষা ব্যবস্থায় অনুবদ্ধ প্রণালীর কথা বলেছেন—

ক)  রবীন্দ্রনাথ

খ)  গান্ধীজি

গ)  বিবেকানন্দ

ঘ) রামমোহন

উঃ (খ)  গান্ধীজি

১১.    ব্যাকরণ শিক্ষায় কোনটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি?

ক)  সূত্র পদ্ধতি

খ)  প্রসঙ্গ পদ্ধতি

গ)  অবরোহী পদ্ধতি

ঘ)   আরোহী পদ্ধতি

উঃ (গ)  অবরোহী পদ্ধতি

১২.     মনো বিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন–

ক)  রবীন্দ্রনাথ

খ)  জোয়ান হারবার্ট

গ) হারবার্ট স্পেনসার

ঘ)   রুশো

উঃ (খ)  জোয়ান হারবার্ট

১৩.  দুটি বিপ্রতীপ কোণের সমষ্টি—

ক)  এক সমকোণ

খ)  একটি সরল কোনের সমান

গ)  ৩৬০°

ঘ) ২৭০°

উঃ (খ)  একটি সরল কোনের সমান

১৪.   একটি বলের দ্বিমাত্রিজ্যামিতিক আকারের নাম–

ক)   গোলক

খ)   বৃত্ত

গ)   ঘনক

ঘ)   অর্ধবৃত্ত

উঃ (খ) বৃত্ত

১৫.তুলোর তন্তু থেকে সূতো কাটার পদ্ধতিকে বলা হয়—

ক)  গিনিং

খ)   স্পিনিং

গ)  রিলিং

ঘ)  মটকা

উঃ (খ)   স্পিনিং

১৬.দেহ সংরক্ষক   পরিপোষক হলো–

ক)  শর্করা

খ)  ভিটামিন

গ)  প্রোটিন

ঘ)   খনিজ লবণ

উঃ (খ)  ভিটামিন

১৭.   উরঃফলক বা স্টারনাম যুক্ত করে-

ক)  মেরুদন্ড কে

খ)  বক্ষ পিঞ্জরকে

গ) মস্তিষ্কের খুলিকে

ঘ)  স্কন্ধের হাড়ে

উঃ (খ)  বক্ষ পিঞ্জরকে

১৮.   আলোক প্রতিফলনে সক্ষম অধাতু হলো-

ক) সালফার

খ)  ফসফরাস

গ)  হীরক

ঘ)  বোরন

উঃ (গ)  হীরক

১৯.  বন্দীপুর অভয়ারণ্য অবস্থিত–

ক)  কর্ণাটকে

খ) কাশ্মীরে

গ)  ত্রিপুরার

ঘ)  উত্তরপ্রদেশে

উঃ (ক)  কর্ণাটকে

২০.   পেশিকোষের আকৃতি হলো–

ক)  গোলাকার

খ)  মাকু আকৃতির

গ)  লম্বাটে

ঘ)  বেলনাকার

উঃ (খ)  মাকু আকৃতির

২১.   আমরা বায়ুর চাপ অনুভব করিনা, কারন—

ক)  বায়ু শরীরের ওপর কম চাপ দেয়

খ)  শরীরের ভেতরেও বায়ু আছে

গ) বায়ুচাপ আদৌ নেই

ঘ)  পেশিচাপ বায়ু চাপ অপেক্ষা বেশি

উঃ (খ)  শরীরের ভেতরেও বায়ু আছে

২২.  শব্দের বেগ বেশি হয় —

ক)  গ্যাসীয় মাধ্যমে

খ)  তরল মাধ্যমে

গ)  কঠিন মাধ্যমে

ঘ)  কোনোটিই না

উঃ (গ)  কঠিন মাধ্যমে

২৩.  ভূত্বকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত?

ক)  পাললিক

খ)রূপান্তরিত

গ) আগ্নেয়

ঘ)  পরিবর্তিত

উঃ  (গ) আগ্নেয়

২৪.  আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রমে সাজান-

ক)  বৃহস্পতি, শনি, পৃথিবী, বুধ

খ) শনি, বৃহস্পতি, বুধ,পৃথিবী

গ) বুধ , পৃথিবী, বৃহস্পতি, শনি

ঘ)  পৃথিবীর, বুধ, শনি, বৃহস্পতি

উঃ (ক)  বৃহস্পতি, শনি, পৃথিবী, বুধ

২৫.  পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হয় —

ক)  সাদা

খ) গাঢ় নীল

গ) কালো

ঘ)  কোনোটিই নয়

উঃ (গ) কালো

২৬.  পৃথিবীর বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো-

ক)  ভারত

খ) দক্ষিণ আফ্রিকা

গ)  চীন

ঘ) ব্রাজিল

উঃ (গ)  চীন

২৭.  নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

ক)  তাপ্তী

খ)  মহানদী

গ)  নর্মদা

ঘ)   কাবেরী

উঃ (ক)  তাপ্তী

২৮. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা- 

ক)  হাওড়া

খ)  কোচবিহার

গ)  পুরুলিয়া

ঘ)  বাঁকুড়া

উঃ (গ)  পুরুলিয়া

২৯.  কোনটি আইনস্টাইনের আবিষ্কার ?

ক) আলোক তড়িৎ ক্রিয়া এবং X-রশ্মি

খ)  তেজস্ক্রিয়তা এবং আপেক্ষিক তত্ত্ব

গ) আলোক তড়িৎক্রিয়া এবং আপেক্ষিক তত্ত্ব

ঘ) তেজস্ক্রিয়তা এবং X- রশ্মি

উঃ (গ) আলোক তড়িৎক্রিয়া এবং আপেক্ষিক তত্ত্ব

৩০.  আমরা সবসময় চাঁদের একটি দিকই দেখতে পাই , কারণ-

ক)  চাঁদের আবর্তনের সময় এবং পৃথিবী পরিক্রমনের সময় সমান

খ) চাঁদ নিশ্চল

গ)  চাঁদের সূর্যকে পরিক্রমনের সময় এবং পৃথিবীর সূর্যকে পরিক্রমনের সময় সমান

ঘ) চাঁদ পৃথিবীর মতো নিজ অক্ষে আবর্তিত হয়না

উঃ (ক)  চাঁদের আবর্তনের সময় এবং পৃথিবী পরিক্রমনের সময় সমান

This post was last modified on September 15, 2020 8:13 pm

Ankita Mondal

here you can find education news as well as trending news , national news , state news , global news . and lots more. please contact us on help.niosnews@gmail.com

Recent Posts

India Post Vacancy 2024 : ভারতীয় ডাকবিভাগে ড্রাইভার নিয়োগ

India Post Vacancy 2024 India Post Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা…

2 days ago

IIT Indore Recruitment 2024 : আইআইটিতে কর্মী নিয়োগ

IIT Indore Recruitment 2024 IIT Indore Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা…

4 days ago

DEO Job Vacancy 2024 : বেসিলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

DEO Job Vacancy 2024 DEO Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা…

4 days ago

IARI Job Vacancy : ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ

IARI Job Vacancy IARI Job Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে…

5 days ago

GIRHFWT Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে দেশের জনপ্রিয় ট্রাস্টে কর্মী নিয়োগ

GIRHFWT Recruitment 2024 GIRHFWT Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে…

5 days ago

NVS Vacancy 2024 : নবোদয় বিদ্যালয় সমিতিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

NVS Vacancy 2024 NVS Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে…

6 days ago