সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ৮
General Knowledge in bengali : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে ।আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন । যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় । স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি ।
এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।
আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।
নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –
Email ID : [email protected]
Mobile No : 7551067843
Landline No : 03463 – 296 702
Whatsapp Group এ যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন –
CLICK HERE TO JOIN WHATSAPP GROUP
সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ৮
১. শিক্ষার লক্ষ্য হওয়া উচিত–
ক) শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিমুখী দক্ষতা গড়ে তোলা
খ) শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলা
গ) শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা
ঘ) ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা
উঃ (ঘ) ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা
২.জীবনে সাফল্য লাভের বিষয়ে ছাত্রছাত্রীদের কিভাবে উৎসাহিত করবেন?
ক) নির্বাচিত পাঠের মাধ্যমে
খ) প্রাসঙ্গিক পাঠের মাধ্যমে
গ) পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে
ঘ) আবৃত্তি করে পাঠের মাধ্যমে
উঃ (গ) পুঙ্খানুপুঙ্খ পাঠের মাধ্যমে
৩. পরিবার হলো একটি–
ক ) অনিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যম
খ ) নিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যম
গ ) প্রথা বহির্ভূত শিক্ষা মাধ্যম
ঘ ) দূর শিক্ষা মাধ্যম
উঃ ক ) অনিয়ন্ত্রিত শিক্ষা মাধ্যম
৪. অনুবর্তনের অপর একটি অবস্থার নাম উদ্দীপকের-
ক) অনুশীলন
খ) প্রতিস্থাপন
গ) স্থানান্তর
ঘ) রূপান্তর
উঃ (খ) প্রতিস্থাপন
৫. প্রেষনার উদ্ভব হয়–
ক) ভয় থেকে
খ) দূঃখ থেকে
গ) অভাববোধ থেকে
ঘ) শৃঙ্খলা বোধ থেকে
উঃ (গ) অভাববোধ থেকে
৬. পরিনমন খুব দ্রুত ঘটে-
ক)প্রারম্ভিক কালে
খ)প্রান্তীয় কালে
গ)শৈশব ও বয়সন্ধিকালে
ঘ) বার্ধক্যে
উঃ (গ)শৈশব ও বয়সন্ধিকালে
৭..ভারতের ২৮ তম অঙ্গরাজ্য হলো–
ক) ঝাড়খণ্ড
খ) ছত্তিশগড়
গ) উত্তরাখন্ড
ঘ) গোয়া
উঃ (গ) উত্তরাখন্ড
৮. কত সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিলো?
ক) ১৯৬৫
খ) ১৯৬৭
গ) ১৯৬৯
ঘ) ১৯৭১
উঃ (গ) ১৯৬৯
৯. নরসিংহাম কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট জমা দেন?
ক) ব্যাংকিং
খ) বীমা
গ) বিদ্যুৎ
ঘ) কৃষি
উঃ (ক) ব্যাংকিং
১০. মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়?
ক ) কৃষি ক্ষেত্রে
খ ) পরিবহন ক্ষেত্রে
গ ) শিক্ষা ক্ষেত্রে
ঘ ) শিল্প ক্ষেত্রে
উঃ (ক ) কৃষি ক্ষেত্রে
১১.ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী দের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিলো-
ক) কলকাতা
খ) বোম্বে
গ) সুরাট
ঘ) মাদ্রাজ
উঃ (গ) সুরাট
১২. সার্কের মুখ্য কার্যালয় অবস্থিত-
ক) ঢাকাতে
খ) ইসলামাবাদে
গ) কাঠমান্ডুতে
ঘ) দিল্লিতে
উঃ (গ) কাঠমান্ডুতে
১৩ . দক্ষিণাত্যের কাশী বলা হয় কোন শহরকে?
ক) মাদুরাই
খ) পাটনা
গ) লখনউ
ঘ) ইন্দোর
উঃ (ক) মাদুরাই
১৪. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান হলো-
ক) হাঙ্গেরী
খ) ভিয়েতনাম
গ) ডেনমার্ক
ঘ) সুইজারল্যান্ড
উঃ (ক) হাঙ্গেরী
১৫. ডানকান প্রণালী কোনদুটি দ্বীপের মধ্যে অবস্থিত?
ক) আন্দামান ও নিকোবর
খ) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
গ) আমনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ
ঘ) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
উঃ (খ) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
১৬. ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৪২ সালে
ঘ) ১৯৫৬ সালে
উঃ (ঘ) ১৯৫৬ সালে
১৭. ব্যাকরণের প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করাকে-
ক) প্রাসঙ্গিক পদ্ধতি
খ) বিশ্লেষণ পদ্ধতি
গ) সূত্র পদ্ধতি
ঘ) আরোহী পদ্ধতি
উঃ (গ) সূত্র পদ্ধতি
১৮. সঠিক ব্যক্তিত্ব গড়ে তুলতে শিক্ষার্থীর দরকার
ক) সামাজিক চাপ
খ) অভ্যাস গঠন
গ) প্রক্ষোভ
ঘ) শিক্ষার সুযোগ
উঃ (গ) প্রক্ষোভ
১৯. ভুলে যাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা হলো-
ক) দীর্ঘ সময়ের ব্যবধান
খ) মনে রাখার ক্ষমতার ন্যূনতা
গ) শিক্ষা দান বা গ্রহণের সময় কিছু বাধা সৃষ্টি হওয়া
ঘ) কোনো ব্যাপারে মনের দমে যাওয়া
উঃ (গ) শিক্ষা দান বা গ্রহণের সময় কিছু বাধা সৃষ্টি হওয়া
২০. জল একটি —
ক) আম্লিক অক্সাইড
খ) ক্ষারীয় অক্সাইড
গ) প্রশম অক্সাইড
ঘ) লুইস ক্ষারক
উঃ (গ) প্রশম অক্সাইড
২১ . যকৃতের স্বাস্থ্যরক্ষা করে–
ক) ক্যালসিয়াম
খ) জিঙ্ক
গ) ফসফরাস
ঘ) সালফার
উঃ (খ) জিঙ্ক
২২. কোনো খাদ্যকে স্বাস্থ্য সম্মতভাবে কতক্ষণ ধোয়া উচিত?
ক) ২৩ সেকেন্ড
খ) ৩০ সেকেন্ড
গ) ১ মিনিট
ঘ) ২ মিনিট
উঃ (ক) ২৩ সেকেন্ড
২৩. বিশেষ ধর্মী শিক্ষা যে ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তা হলো–
ক) সমাজকেন্দ্রিক
খ) ব্যক্তিকেন্দ্রিক
গ) জীবনকেন্দ্রিক
ঘ) বিদ্যালয় কেন্দ্রিক
উঃ (খ) ব্যক্তিকেন্দ্রিক
২৪. ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য হলো —
ক) ১ ঘন্টা ৫৭ মিনিট
খ) ২ ঘন্টা
গ) ১ ঘন্টা৩০মিনিট
ঘ) ২ ঘন্টা১৫মিনিট
উঃ (গ) ১ ঘন্টা৩০মিনিট
২৫. পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র বলয় কোনটি?
ক) কোর্ডামা মালভূমির উত্তরাংশ
খ) দামোদর উপত্যকা
গ) হাজারিবাগ মালভূমি
ঘ) বাঘেলখন্ড মালভূমি
উঃ (ক) কোর্ডামা মালভূমির উত্তরাংশ
২৬. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সর্বাধিক?
ক) চন্ডীগড়
খ) পুদুচেরী
গ) দিল্লি
ঘ) লাক্ষাদ্বীপ
উঃ (ঘ) লাক্ষাদ্বীপ
২৭. ভারতবর্ষে সিমেন্ট শিল্পে প্রথম স্থান অধিকার করেছে-
ক) ছত্তিশগড়
খ) গুজরাট
গ) তামিলনাড়ু
ঘ) রাজস্থান
উঃ (গ) তামিলনাড়ু
২৮. কোনটি তেজস্ক্রিয় মৌল থেকে নিঃসৃত হয়না?
ক)ইলেকট্রন
খ) তড়িৎ চুম্বকীয় বিকিরন
গ) প্রোটন কন্যা
ঘ) নিউট্রন কণা
উঃ (ঘ) নিউট্রন কণা
২৯. আমীর খসরু কার সভাকবি ছিলেন?
ক) বলবন
খ) আলাউদ্দীন খলজী
গ) গিয়াসউদ্দিন
ঘ) আকবর
উঃ ( খ)আলাউদ্দিন
৩০. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হলে-
ক) মহম্মদ আলি
খ) ইকবাল
গ) বদরুদ্দীন তৈয়াবজী
ঘ) এঁদের কেউ নন
উঃ (গ) বদরুদ্দীন তৈয়াবজী