DMCA.com Protection Status

Join Whatsapp Group

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১

Spread the love
General Knowledge
General Knowledge

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১

General Knowledge : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে ।আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন । যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় । স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি ।

আজ থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।

আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।

নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –

Email ID : help.niosnews@gmail.com

Mobile No : 7551067843

Landline No : 03463 – 296 702

Whatsapp Group এ যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন –

সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ১

১.  কত তারিখে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়?

ক) ২৯শে আগস্ট

খ)  ১৫ই  আগস্ট

গ) ২০ শে সেপ্টেম্বর

ঘ)  ৪ঠা জুলাই

২.  সরস্বতী সম্মান দেওয়া হয় নিম্নলিখিত  কোন বিশেষ ক্ষেত্রে?

ক)সাহিত্য

খ) বিজ্ঞান ও প্রযুক্তি

গ) নৃত্য

ঘ) চলচ্চিত্রে

৩. এক লিটার সমুদ্রের জলে লবনের পরিমান কত গ্রাম?

ক)৩৯ গ্রাম

খ)৩৭ গ্রাম

গ)৩৫ গ্রাম

ঘ)৩২ গ্রাম

৪. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী?

ক) ভিক্টোরিয়া হ্রদ

খ) সুপিরিয়র হ্রদ

গ) কাস্পিয়ান সাগর

ঘ) কৃষ্ণসাগর

৫.  ভারতে প্রথম মুসলিম আক্রমন হয়েছিল কার নেতৃত্বে?

ক) মহম্মদ গজনী

খ)মুহম্মদ ঘোরী

গ) মুহম্মদ বিন কাশিম

ঘ) তিমুর

৬.  মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কোনটি?

ক) তামা

খ) রুপা

গ) ব্রোঞ্জ

ঘ) লোহা

৭. প্রথম ধাতু আবিস্কার হবার পর কোন কাজের জন্য ব্যবহার করা হয়েছিলো?

ক) বাসনপত্র তৈরিতে

খ)বাড়িঘর তৈরিতে

গ)জঙ্গল পরিষ্কার করতে

ঘ)চাকা তৈরিতে

৮.  কার দর্শন শাস্ত্র অদ্বৈত বেদান্ত নামে পরিচিত?

ক)  রামানুচার্য

খ)শঙ্করা চার্য

গ)নাগার্জুন

ঘ)বসুমিত্র

৯. ভারত মহাসাগর এর সবচেয়ে বড় দ্বীপ টির নাম হলো

ক)  মাদাগাস্কার

খ) মালদ্বীপ

গ)সুমিত্রা

ঘ) শ্রীলঙ্কা

১০. এরমধ্যে অস্ট্রেলিয়ার কোন প্রদেশ টি  একটি দ্বীপ?

ক) কুইন্সল্যান্ড

খ) জাভা

গ) তাসমানিয়া

ঘ) নিউগিনিয়া

১১.   ভৌগলিক ইতিহাস এর ভারতের প্রবীণতম পর্বত টির নাম হলো

ক)সাতপুরা

খ)নীলগিরি

গ)বিন্ধ্য

ঘ)আরাবল্লী

১২. এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবন

ক)উপকূলীয় সমভূমি

খ) প্রবীণ ঢাল

গ)মালভূমি

ঘ) নবীন ভঙ্গিল পর্বত

১৩. এর মধ্যে কোনটি অর্থকরী ফসল?

ক) গম

খ)  জোয়ার

গ) ধান

ঘ)  রাবার

১৪. ভারতের কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি তুলো উৎপাদন হয়

ক) মহারাষ্ট্র ও গুজরাট

খ) গুজরাট ও অন্ধ্রপ্রদেশ

গ) মহারাষ্ট্র ও পাঞ্জাব

ঘ) গুজরাট ও পাঞ্জাব

১৫. সিংভূম কি জন্য বিখ্যাত?

ক) কয়লা

খ)লোহা

গ) তামা

ঘ) লোহা ও তামা

১৬. নিকেলের প্রভাবে মানুষের কী রোগ হয়?

ক)নিকেলপালসি

খ)নিকেলাইচ

গ)নিকেলনেক্রোসিস

ঘ) কোনোটিই নয়

১৭. যেসব প্রজাতি বিলুপ্তির পথে তাদের কোথায় নথি বদ্ধ করা হয়?

ক) রেড ডাটা বুক

খ) গ্রীন ডাটা বুক

গ) ব্লু ডাটা বুক

ঘ) হোয়াইট ডাটা বুক

১৮. পাখির ম্যালেরিয়ার বাহক কি?

ক) স্ত্রী এনোফিলিস

খ) স্ত্রী কিউলেক্স

গ) স্ত্রী এডিস

ঘ) কোনোটিই নয়

১৯.  শীতল লাব্রাডর স্রোতের জন্য কোথায় নয় মাস ধরে শীতকাল চলে?

ক) ইউ.এস.এ

খ)পূর্ব নিউফাউন্ডল্যান্ড

গ) পশ্চিম নরওয়ে

ঘ) উত্তর সুইডেন

২০.  মানবদেহের কোন অঙ্গে  লিম্ফোসাইট কোষ গঠিত হয়?

ক) যকৃৎ

খ)পাকস্থলী

গ) অগ্ন্যাশয়

ঘ) প্লীহা

২১.  হেপাটাইটিস-বি যেটি যকৃৎ এর উপর প্রভাব বিস্তার করে, আসলে এটি একটি….

ক) ভাইরাস

খ) ব্যাকটেরিয়া

গ) প্রোটোজোয়া

ঘ) কৃমি

২২.  সবচেয়ে মিষ্টি হোলো– ক) সুক্রোজ

খ)  গ্লুকোজ

গ)  ল্যাক্টোজ

ঘ) ফ্রুক্টোজ

২৩.   নিম্নলিখিত কোন অসুখ টি বংশগত?

ক) আমাশয়

খ) যক্ষা রোগ

গ) হিমো ফিলিয়া

ঘ) ক্যান্সার

২৪.  নিম্নলিখিত কোন কোষ টির উপর ফুলের রঙ নির্ভর করে

ক) ক্লোরোফিল

খ) মেলানিন

গ) ফাইটোক্রোম

ঘ) অ্যন্থোসায়ানিন

২৫.  কোন মৌলটি স্নায়ুতন্ত্র চালিত রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়?

ক)  ক্যালসিয়াম

খ) আয়রন

গ)  সোডিয়াম

ঘ) জিঙ্ক

২৬.  দুধ, চিজ,ডিম এগুলি কোন ভিটামিনের উৎস?

ক) B ও C

খ) A ও C

গ) C ও D

ঘ) A ও D

২৭. গরুর দুধের চেয়ে মাতৃদুগ্ধ কে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ…

ক) বেশি ফ্যাট ও বেশি লিপিড

খ) কম ফ্যাট ও কম লিপিড

গ) কম লিপিড ও বেশি ফ্যাট

ঘ)বেশি লিপিড ও কম ফ্যাট

২৮.  এদের মধ্যে কে সর্বোত্তম হিন্দুস্তানী গায়িকা?

ক)  গীতা চন্দ্রণ

খ) লীলা স্যামসন

গ) গাঙ্গুবাই হ্যাঙ্গেল

ঘ) স্বপ্নসুন্দরী

২৯.  সূর্যকিরণ -এ  উন্মুক্ত সমুদ্র কে কী  বলা হয়

ক) লিটোরাস

খ) নেরিটিক

গ) পেলাজিক

ঘ) বেনথিস

৩০. সবুজ আহরণ  দিবস কোনটি?

ক) ১৬ ই সেপ্টেম্বর

খ) ২১ শে সেপ্টেম্বর

গ) ২৮ শে সেপ্টেম্বর

ঘ)  ৩রা অক্টোবর

সেট – ১ এর উত্তরগুলি দেখে নিন

১.(ক)  ২.(ক)  ৩.(গ) ৪.(গ)  ৫.(গ)

 ৬.(ক)  ৭.(গ)  ৮.(খ)   ৯.(ক)  ১০.(গ)  ১১.(ঘ) ১২.(ঘ)  ১৩.(ঘ)  ১৪.(ক) ১৫.(ঘ)

১৬.(খ) ১৭.(ক) ১৮.(খ) ১৯. (খ )

২০.(ঘ)  ২১.(ক) ২২.(ঘ) ২৩.(গ)

২৪.(ঘ) ২৫.(ক) ২৬. (ঘ) ২৭.(খ)  ২৮.(গ)

২৯.(গ)  ৩০.(গ)