
পশ্চিমবঙ্গ সরকার জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে
geological assistant job description : পশ্চিমবঙ্গ সরকারের ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজের জন্য ‘জিও-হাইড্রোলজিক্যাল / জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট’ পদে ৭ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
জিওলজি বা, অ্যাপ্লায়েড জিওলজির অনার্স বা মাস্টার ডিগ্ৰি কোর্স পাশরা আবেদন করতে পারেন।
বয়স :― বয়স হতে হবে ১-১-২০২০-র হিসাবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি সম্প্রদায়ের প্রার্থীর ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধীরা ৯ বছর বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে :― ৩৩,৪০০―৮৬,১০০ টাকা।
শূন্যপদ :― ৭ টি (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ও.বি.সি -এ ক্যাটাগরি ১, ও.বি.সি-বি ক্যাটাগরিতে ১)।
প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন’। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে কলকাতায়। সফল হলে পার্সোন্যালিটি টেস্ট।
বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে www.pscwb.org.in ।
দরখাস্ত করবেন শুধু মাত্র অনলাইনে, ১৬ ডিসেম্বর থেকে ৫ ই জানুয়ারির মধ্যে। এই ওয়েবসাইটে
এজন্য বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্ম্যাটে ২০ থেকে ৫০ কে.বি-র মধ্যে স্ক্যান করে নেবেন। ফটো ও সিগনেচার স্ক্যান করবেন ২০০ ডি.পি.আই তে ।
প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর পরীক্ষা ফী বাবদ ১৬০ টাকা (তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না) ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন ৫ জানুয়ারির মধ্যে। অফলাইনে টাকা জমা দিতে পারবেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানে, ৬ জানুয়ারির মধ্যে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
শিক্ষা ও চাকরি সঙ্ক্রান্ত্র খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- মাতৃবন্দনা প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর ! পাওয়া যাবে ২৫ হাজার কোটি টাকার লোণ ।matri bandana prakalpa announced mamata banerjee : এবার রাজ্য বাজেটে চমকের পর চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
- “তরুণের স্বপ্ন” রাজ্যে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীরtaruner swopno scheme announced mamata banerjee : রাজ্যের প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য বাজেট পেশ করেছেন ।
- Primary TET 2021 Exam Answer Key Pdf File DownloadPrimary TET 2021 Exam Answer Key : অবশেষে আপনাদের অনুরোধে প্রাইমারী টেট ২০২১ পরীক্ষার সম্পূর্ণ উত্তর পত্র আপনাদের সামনে নিয়ে আসা হল ।
- Primary TET Exam 2021 Math SolutionPrimary TET Exam 2021 Math Solution : কর্মসাথী এর পক্ষ থেকে গতকালই ফেসবুক থেকে সংগ্রহ করে প্রাইমারী টেট এর প্রশ্নপত্রটি শেয়ার করা হয়েছিল ।
- wb primary tet Exam 2017 question paper with answerSpread the lovewb primary tet Exam 2017 question paper with answer wb primary tet Exam 2017 question paper : বহু টালবাহানার পর ২০১৭ সালের WB Primary TET 2017 লিখিত পরীক্ষা 31 জানুয়ারি ২০২১ সালে অনুষ্ঠিত হল ।পরীক্ষার প্রশ্নপত্রটি আপনাদের সাথে শেয়ার করা হল । খুব শীঘ্রই এই প্রশ্নের উত্তরপত্রটিও আপনাদের শেয়ার করা হবে । এই …