
সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১৫
সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১৫
GK for competitive exam in bengali language : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে ।আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন । যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় । স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি ।
এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।
আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।
নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –
Email ID : help.niosnews@gmail.com
Mobile No : 7551067843
Landline No : 03463 – 296 702
Whatsapp Group এ যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন –
CLICK HERE TO JOIN WHATSAPP GROUP
CLICK HERE TO JOIN FACEBOOK GROUP

CLICK HERE TO BUY PRIMARY TET CDP BOOK

CLICK HERE TO BUY PRIMARY TET EVS BOOK
সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ১৫
১. মরা কটাল কখন হয়?
ক) অমাবস্যা তিথিতে
খ) একাদশী তিথিতে
গ) সপ্তমী ও অষ্টমী তিথিতে
ঘ) কোনোটিই নয়
উঃ (গ) সপ্তমী ও অষ্টমী তিথিতে
২. গৌর, জিউগেন, ইয়ারদাং এগুলি কোন অঞ্চলে দেখা যায়?
ক) মরু অঞ্চল
খ) মেরু অঞ্চল
গ) পার্বত্য অঞ্চল
ঘ) মালভূমি অঞ্চল
উঃ (ক) মরু অঞ্চল
৩. বায়ু প্রবাহিত হয় কেন?
ক) পৃথিবীর আকৃতির জন্য
খ) বায়ুর চাপের তারতম্যের জন্য
গ) বায়ু গ্যাসীয় পদার্থ বলে
ঘ) কোনোটিই নয়
উঃ (খ) বায়ুর চাপের তারতম্যের জন্য
৪. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
ক) মিথেন
খ) নাইট্রাস অক্সাইড
গ) কার্বন মনোক্সাইড
ঘ) ক্লোরোফ্লুরোকার্বন
উঃ (গ) কার্বন মনোক্সাইড
৫. এগুলির মধ্যে কোনটি জলদূষন ঘটিত রোগ নয়?
ক) টাইফয়েড
খ) আমাশয়
গ) ম্যালেরিয়া
ঘ) জন্ডিস
উঃ (গ) ম্যালেরিয়া
৬. ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ( WWF) – এর ম্যাসকট—-
ক) ডলফিন
খ) সজারু
গ) পান্ডা
ঘ) শিম্পাঞ্জি
উঃ (গ) পান্ডা
৭. কোন অরণ্যের বিভাগটি ভারতের বেশিরভাগ স্থান জুড়ে আছে?
ক) ক্রান্তীয় পর্ণমোচী
খ)ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী
গ) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ
ঘ) উপক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ
উঃ (খ) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী
৮. এন্ডোমিক উদ্ভিদ তারাই, যারা জন্মায়-
ক) মিষ্টি জলে
খ) ছায়াযুক্ত জলে
গ) অন্য উদ্ভিদের ওপরে
ঘ) কোনো একটি ভৌগোলিক অঞ্চলে
উঃ (ঘ) কোনো একটি ভৌগোলিক অঞ্চলে
৯. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভারতের প্রাচীনতম কয়লাখনিটি কোথায় অবস্থিত?
ক) রানীগঞ্জ
খ) দিশেরগড়
গ) মেজিয়া
ঘ) বড়জোড়া
উঃ (ক) রানীগঞ্জ
১০. Art of living- বইটির লেখক কে?
ক) পেস্তালৎসি
খ) রুশো
গ) ফ্রোম
ঘ) হোম
উঃ (গ) ফ্রোম
১১. ” শিক্ষকরাই ইতিহাসের আসল কারিগর “– উক্তিটি কে করেছেন?
ক) স্বামী বিবেকানন্দ
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) ঋষি অরবিন্দ
ঘ) কেউই নয়
উঃ (ক) স্বামী বিবেকানন্দ
১২. সবরমতীতে কবে আশ্রম প্রতিষ্ঠা হয়?
ক) ১৯১৩ খ্রিস্টাব্দে
খ) ১৯১৪ খ্রিস্টাব্দে
গ) ১৯২০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
উঃ (গ) ১৯২০ খ্রিস্টাব্দে
১৩. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) কৃষ্ণসার মিত্র
খ) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
গ) বিপিন চন্দ্র পাল
ঘ) শিবনাথ শাস্ত্রী
উঃ (খ) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
১৪. বঙ্কিমচন্দ্রের ‘ অনন্দমঠ ‘ কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত?
ক) কোল বিদ্রোহ
খ) সিপাহী বিদ্রোহ
গ) সন্ন্যাসী বিদ্রোহ
ঘ) মোপালা বিদ্রোহ
উঃ (গ) সন্ন্যাসী বিদ্রোহ
১৫. বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল–
ক) চন্দননগর
খ) হুগলি
গ)কলকাতা
ঘ) চুঁচুড়া
উঃ (ক) চন্দননগর
১৬. মহাবিদ্রোহের পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটো গল্পের নাম—
ক) গোরা
খ) দুরাশা
গ) মুকুট
ঘ) তোতাকাহিনী
উঃ (খ) দুরাশা
১৭. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেননি?
ক) বেগম হজরতমহল
খ) কুনওয়ার সিং
গ) তাঁতিয়া টোপি
ঘ) ভগৎ সিং
উঃ (ঘ) ভগৎ সিং
১৮. কোন মোঘল সম্রাট হুগলী থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
ক) ঔরঙ্গজেব
খ) জাহাঙ্গীর
গ) আকবর
ঘ) শাহজাহান
উঃ (ঘ) শাহজাহান
১৯. মেহেরগড় সভ্যতায় মানুষের বাড়িঘর বানাতো–
ক)পোড়া ইঁট দিয়ে
খ) পাথর দিয়ে
গ) ঝামা ইঁট দিয়ে
ঘ) রোদে শুকনো ইঁট দিয়ে
উঃ (ঘ) রোদে শুকনো ইঁট দিয়ে
২০. কোন অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির বাস?
ক) ক্রান্তীয় শুষ্ক অরণ্য
খ) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
গ) পর্বত শীর্ষ অরণ্য
ঘ) কোনোটিই নয়
উঃ (খ) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
২১. শীত প্রধান অঞ্চলে শিশির জমাট বেঁধে কি তৈরি করে?
ক) বরফ
খ) তুহিন
গ) হিম
ঘ) শিলার ন্যায় বরফ
উঃ (খ) তুহিন
২২. কোন পিরামিড উল্টানো হয়, ইকোসিস্টেমের ক্ষেত্রে?
ক) পরজীবীর পিরামিড
খ) পুকুরের বায়ো পিরামিড
গ) মরুভূমির বায়ো পিরামিড
ঘ) কোনোটিই নয়
উঃ (ক) পরজীবীর পিরামিড
২৩. উর্ধগামী আর্দ্র বায়ু শীতল হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, সে বৃষ্টিপাত কে বলে-
ক) পরিচলন বৃষ্টি
খ) পরিবহন বৃষ্টি
গ) সংবহন বৃষ্টি
ঘ) সঞ্চালন বৃষ্টি
উঃ (ক) পরিচলন বৃষ্টি
২৪. ভারতের প্রথম চিড়িয়াখানা কোথায় তৈরি হয়?
ক) কলকাতাতে
খ) মুম্বাইতে
গ) দিল্লিতে
ঘ) পুনেতে
উঃ (ক) কলকাতাতে
২৫. ফোলিক এসিডের উৎস-
ক) ইস্ট
খ) কমলালেবু
গ) দুধ
ঘ) ডিমের কুসুম
উঃ (ক) ইস্ট
২৬. নরম খাদ্যে ন্যূনতম কত পরিমান প্রোটিন থাকা প্রয়োজন?
ক) ৩০গ্রাম
খ) ৪০গ্রাম
গ) ৪৫গ্রাম
ঘ) ৫০গ্রাম
উঃ (ঘ) ৫০গ্রাম
২৭. মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে-
ক) ভিটামিন E
খ)ভিটামিন A
গ)ভিটামিন D
ঘ)ভিটামিন K
উঃ (খ) ভিটামিন A
২৮. সবুজ সার হলো, একপ্রকার-
ক) জৈব সার
খ) অজৈব সার
গ) রাসায়নিক সার
ঘ) কোনোটিই নয়
উঃ (ক) জৈব সার
২৯. কোনো আলোক তড়িৎ কোষে আলোক পড়লে কী নির্গত হয়?
ক) শক্তি
খ) তড়িৎ
গ) সালোকসংশ্লেষ
ঘ) কোনোটিই নয়
উঃ (খ) তড়িৎ
৩০. বর্তমানে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত-
ক) গুজরাটে
খ) অসমে
গ) মুম্বাইতে
ঘ) তামিলনাড়ুতে
উঃ (ক) গুজরাটে