DMCA.com Protection Status

Join Whatsapp Group

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১২

Spread the love

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১২

সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১২

General Knowledge questions with answers : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি

এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।

আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।

নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –

Email ID : help.niosnews@gmail.com

Mobile No : 7551067843

Landline No : 03463 – 296 702

Whatsapp Group যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন

CLICK HERE TO JOIN WHATSAPP GROUP

CLICK HERE TO JOIN FACEBOOK GROUP

wb primary tet cdp book

CLICK HERE TO BUY PRIMARY TET EVS BOOK

wb primary tet CDP book

CLICK HERE TO BUY PRIMARY TET CDP BOOK

 

সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ১২

১.  ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো

ক)  বি+ কৃ +অন্

খ)   বি+ আ+ কৃ+অন্

গ)  ব + কর্+ অন্

ঘ)  বৃ+ আ+ কর্+অন্

উঃ (খ)   বি+ আ+ কৃ+অন্

২.” শিখন হলো আচরণের পরিবর্তন” — বলেছেন,

ক) মনোবিদ জি. মারফি

খ) মনোবিদ স্মিথ

গ)  মনোবিদ ড্রিভার

ঘ)  মনোবিদ বার্নার্ড

উঃ (খ) মনোবিদ স্মিথ

৩. সবচেয়ে সাধারণ ও সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষন মূলক প্রদীপন কোনটি?

ক)  ব্লাকবোর্ড

খ)  পাঠ্যপুস্তক

গ)  চার্ট

ঘ)  মডেল

উঃ (খ)  পাঠ্যপুস্তক

৪. চিপকো আন্দোলনের নেতা কে?

ক)  বহুগুনা

খ)  মেধা পাটেকর

গ)  সরলাবাই

ঘ)  অরুন্ধতী ঘোষ

উঃ (ক)  বহুগুনা

৫.  রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কখন হ্রাস পায়?

ক)  আর্সেনিক দূষণ

খ)  ক্যাডমিয়াম দূষণ

গ) সীসা দূষণ

ঘ) নাইট্রেট দূষণ

উঃ (ঘ) নাইট্রেট দূষণ

৬. মানুষ কোন অরগ্যানের সাহায্যে শোনে ?

ক) কান

খ) অরগান অফ কর্টি

গ) টিমপ্যানিক মেমব্রেন

ঘ)  ককলিয়া

উঃ  (খ) অরগান অফ কর্টি

৭.সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে কোন যৌগটি?

ক) পার আ্যসিটাইল নাইট্রেট

খ) হাইড্রোজেন সালফাইড

গ) সালফার

ঘ)  ওজন

উঃ (ক) পার আ্যসিটাইল নাইট্রেট

৮.  বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদক সম্পর্ককে কি বলে?

ক)  ট্রফিক গঠন

খ)খাদ্যজালক

গ) খাদ্যঢেউ

ঘ) কোনোটিই নয়

উঃ (ক)  ট্রফিক গঠন

৯. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী?

ক)  সুইডেন

খ)  আইসল্যান্ড

গ)  ইজরায়েল

ঘ) নেদারল্যান্ড

উঃ (গ)  ইজরায়েল

১০.  পরিবেশের ধারণ ক্ষমতা প্রভাবিত হয়-

ক) ভূমিকম্প দ্বারা

খ) সমুদ্রতট দ্বারা

গ)  অরণ্য ভূমি দ্বারা

ঘ)  মরুভূমি দ্বারা

উঃ (গ)  অরণ্য ভূমি দ্বারা

১১.  বিশ্বের কত শতাংশ দরিদ্র মানুষ উন্নয়ন শীল দেশে বাস করে?

ক) একের তিন শতাংশ

খ)  একের চার শতাংশ

গ)  একের পাঁচ শতাংশ

ঘ)  দুয়ের তিন শতাংশ

উঃ (ঘ)  দুয়ের তিন শতাংশ

১২.  নিম্নলিখিত কোন দেশে দাবানলের আকার ভয়ঙ্কর হয়?

ক) ইন্দোনেশিয়ায়

খ) ব্রিটেনে

গ) মেক্সিকোয়

ঘ) জাপানে

উঃ (ক) ইন্দোনেশিয়ায়

১৩. গ্রিনবেঞ্চ কবে স্থাপিত হয় এবং কোন কোর্টে হয়?

ক) দায়রা আদালতে,১৯৯৬

খ)  হাইকোর্টে, ১৯৮৫

গ) সুপ্রিমকোর্টে,১৯৯০

ঘ) কোনোটিই নয়

উঃ (খ)  হাইকোর্টে, ১৯৮৫

১৪.  জাপানে কবে পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা ঘটে?

ক)  ১৯৯৮ খ্রিস্টাব্দে

খ)  ১৯৯৯ খ্রিস্টাব্দে

গ)  ১৯৯০  খ্রিস্টাব্দে

ঘ)   ১৯৭৮ খ্রিস্টাব্দে

উঃ (খ)  ১৯৯৯ খ্রিস্টাব্দে

১৫.   নিচের কোন উপাদান টি শিশুর বিকাশে প্রভাব বিস্তার করেনা?

ক)  সংস্কৃতি

খ)  বৃদ্ধি

গ)  প্রজাতি

ঘ)   উৎকর্ষ

উঃ (ঘ)   উৎকর্ষ

১৬.   শিশুর বিকাশ প্রক্রিয়া টি যে দশায় শুরু হয়, সেটি হলো

ক)   ভ্রূণজ দশা

খ)  জন্মগত দশা

গ) বাল্যদশা

ঘ)  ভূমিষ্ঠ দশা

উঃ (ক)   ভ্রূণজ দশা

১৭.   পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী বৌদ্ধিক বিকাশের অন্তর্গত হলো আত্তিকরন এবং-

ক)   আত্ম জ্ঞান

খ)  উপযোজন

গ) কল্পনা শক্তি

ঘ)  প্রত্যক্ষণ

উঃ  (খ)  উপযোজন

১৮.  মনোবিদ  টারম্যানের মতে বুদ্ধি হলো-

ক)   অবস্থার সঙ্গে সংগতিবিধানের ক্ষমতা

খ)  শেখার ক্ষমতা

গ)  সম্পর্ক স্থাপনের ক্ষমতা

ঘ)  চিন্তনের ক্ষমতা

উঃ (ক)   অবস্থার সঙ্গে সংগতিবিধানের ক্ষমতা

১৯. মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যক্তি কোঠারি  কমিশনের সদস্য ছিলেন, তিনি হলেন–

ক)  জে এফ মাকডুগাল

খ) রজার রেভেল

গ)  রজার বিন্নি

ঘ)   ম্যাথিউ মাইকেল

উঃ (খ) রজার রেভেল

২০.   বিজ্ঞান বিষয়ক শিক্ষা অসম্ভব-

ক) সঠিক বক্তৃতা ছাড়া

খ) রেফারেন্স বই ছাড়া

গ)  পরীক্ষণ, নিরীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ছাড়া

ঘ)  কোনোটিই নয়

উঃ (গ)  পরীক্ষণ, নিরীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ছাড়া

২১ . শিল্পে সর্বাধিক ব্যবহৃত লৌহ আকরিক হলো-

ক)ম্যাগনেটাইট

খ) হেমাটাইট

গ)সিডোরাইট

ঘ) লিমোনাইট

উঃ (খ) হেমাটাইট

২২. অরণ্য কে বলা হয়, বায়ুমন্ডলের-

ক) বন্ধু

খ)শত্রু

গ) ফিলটার

ঘ) কোনোটিই নয়

উঃ (গ) ফিলটার

২৩.  মৎসজীবীর দেশ বলা হয়-

ক) আইসল্যান্ড কে

খ) সুইডেন কে

গ)নরওয়ে কে

ঘ)  জাপান কে

উঃ (গ)নরওয়ে কে

২৪.  তিব্বত মালভুমির বিখ্যাত হ্রদটি হলো-

ক) ডাল হ্রদ

খ) বৈকাল হ্রদ

গ)  সম্বর হ্রদ

ঘ)  মানস সরোবর

উঃ (ঘ)  মানস সরোবর

২৫.   একটি সমপ্রায়ভূমির উদাহরণ-

ক) পামির মালভূমি

খ)  তিব্বত মালভূমি

গ) লাডাক মালভূমি

ঘ) মেঘালয় মালভূমি

ঘ) মেঘালয় মালভূমি

২৬.  নিচের কোনটি স্ব নিয়ন্ত্রক?

ক)  ঘর্ষন বল

খ)  টান

গ) ধাক্কা

ঘ)  ঠেলা

উঃ (ক)  ঘর্ষন বল

২৭.  ‘ দিনরাত ‘  শব্দটি:-

ক)  সন্ধিবদ্ধ পদ

খ)   প্রত্যয় নিষ্পন্ন পদ

গ)   সমাসবদ্ধ পদ

ঘ) কোনোটিই নয়

উঃ (গ)   সমাসবদ্ধ পদ

২৮.  পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিলেন-

ক) লর্ড মাউন্টব্যাটেন

খ) লর্ড লিনলিথগো

গ) লর্ড ওয়েভেল

ঘ) চক্রবর্তী রাজগোপালচারী

উঃ (ক) লর্ড মাউন্টব্যাটেন

২৯.  অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়?

ক) ফেব্রুয়ারি ১১, ১৯২২

খ)  ফেব্রুয়ারি ২০, ১৯২২

গ)  ফেব্রুয়ারি ২৫, ১৯২২

ঘ)   ফেব্রুয়ারি ২৮, ১৯২২

উঃ (গ)  ফেব্রুয়ারি ২৫, ১৯২২

৩০. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয়-

ক) কোচবিহার জেলায়

খ) পশ্চিম মেদিনীপুর জেলায়

গ) জলপাইগুড়ি জেলায়

ঘ) দক্ষিণ ২৪পরগনা জেলায়

উঃ (গ) জলপাইগুড়ি জেলায়