
Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Health Department Job Course 2023 ) ।আমরা চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা বিভিন্ন ট্রেন্ডিং খবর আপনাদের দিয়ে থাকি । আজও একটি নতুন চাকরির খবর নিয়ে হাজির হলাম ।
Join Our Whatsapp Group – Click Here
বাংলার বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুযোগ । স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কোর্সের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে । মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন । এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে ।কোর্স শেষ করার পর পাবেন স্থায়ী চাকরি । এই নিয়োগের শূন্যপদ , যোগ্যতা , বয়স , বেতন , আবেদন পদ্ধতি তথা অন্যান্য তথ্য নীচে দেওয়া হল ।
Health Department Job Course 2023
বিজ্ঞপ্তি নাম্বার –
NSC/HD-23/N-01
পদের নাম –
ক্লার্ক , ল্যাব আটেন্ডেণ্ট , নার্স , হাউস কিপার , আপার ডিভিশন ক্লার্ক , পিওন , গ্রপ ডি , পাম্প আটেন্ডেণ্ট , এক্স রে এটেন্ডেন্ট প্রভৃতি বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে ।
শূন্যপদ –
মোট ১৬০৯ টি শূন্যপদ রয়েছে । নীচে বিভিন্ন পদভিত্তিক শূন্যপদের উল্লেখ করা হল । যথা –
আটেন্ডেণ্ট / ট্রেড আটেন্ডেণ্ট | ৮৭ টি |
লোয়ার ডিভিশন ক্লার্ক | ২৫৭ টি |
ল্যাব আটেন্ডেণ্ট | ৪৮ টি |
নার্স ( গ্রুপ সি ) | ২১৬ টি |
মাল্টি টাস্কিং স্টাফ | ১৮২ টি |
হাউস কিপার | ১৫৬ টি |
আপার ডিভিশন ক্লার্ক | ১০৮ টি |
পিওন | ১৬৬ টি |
গ্রুপ ডি | ২৭৩ |
রিসেপসেনিস্ট | ৫২ |
পাম্প আটেন্ডেণ্ট | ৩৯ |
এক্স রে আটেন্ডেণ্ট | ২৫ |
মোট শূন্যপদ | ১৬০৯ টি |
বেতন –
বিজ্ঞপ্তি অনুসারে ২৮৫০০ টাকা থেকে ৭২৫০০ টাকা বেতন দেওয়া হবে । এর সাথে ওয়ার্কার ক্যাটাগরির ক্ষেত্রে বেতন ৩৮২০০ টাকা থেকে ৯৪৮১০ টাকা । বেতন ছাড়াও প্রভিডেণ্ট ফাণ্ড , ইনক্রিমেন্ট , প্রমোশন , গ্রাচুইটি , টিএ , মেডিক্যাল ফ্যাসিলিটি প্রভৃতি পাওয়া যাবে ।
আরও পড়ুনঃ এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।
শিক্ষাগত যোগ্যতা –
যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন ।
বয়স –
০১/০১/২০২৩ অনুসারে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে । সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন ।
নিচে ছকের সাহায্যে দেখানো হল
ক্যাটাগরি | বয়সসীমা |
সাধারণ প্রার্থী | ১৮ থেকে ৩৫ বছর |
ওবিসি প্রার্থী | ১৮ থেকে ৩৮ বছর |
সিডিউল কাস্ট | ১৮ থেকে ৪০ বছর |
সিডিউল ট্রাইব | ১৮ থেকে ৪০ বছর |
নিয়োগ পদ্ধতি ( Health Department Job Course 2023 Process ) –
নিম্নলিখিত পদ্ধতিতে নিয়োগ করা হবে ।
১. মোট ১২০ নাম্বারের ভিত্তিতে আবেদনগুলিকে বাছাই করা হবে । যার মধ্যে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে থাকবে ১০০ নম্বর এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে ২০ নম্বর ।
২. এরপর বাছাই করা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে ।
৩. ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর গ্রুপ ডিসকাশন এবং মেডিক্যাল হবে ।
৪. সবশেষে পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অনলাইনে । সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করবেন ।
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন । সেখানে অ্যাসিস্ট্যান্ট ( গ্রুপ বি ) পদে আবেদনের লিংকে ক্লিক করবেন । নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল ।
২. এবার “ONLINE REGISTRATION” অপশনে ক্লিক করবেন । নিচের ছবিতে দেখানো হল ।
৩. এবার আপনার সামনে যে ফর্মটি খুলে যাবে সেখানে নিজের নাম , ঠিকানা তথা অন্যান্য ব্যাক্তিগত তথ্য যথাযথভাবে পূরণ করুন ।নিচের ছবিটি দেখুন
৩. সঠিক ও বৈধ ইমেইল আইডি , মোবাইল নাম্বার প্রদান করবেন ।
আরও পড়ুনঃ রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
৪. নিজের শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে প্রদান করবেন ।
৫. এবার নিজের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করবেন ।
৬. এখানে কোন আবেদন ফি জমা করতে হবে না ।
৭. এবং ফাইনাল সাবমিট বোতামে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করবেন । নিচের ছবিতে দেখানো হল । আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন ।
আবেদনের তারিখ –
আবেদনের সময়সীমা ৩০/০১/২০২৩ সকাল ৮ টা থেকে ১৫/০৩/২০২৩ ১১.৩০ পর্যন্ত ।
আবেদন ফি –
অফিসিয়াল নোটিফিকেশন দেখুন
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
আবেদনের সময়সীমা | ৩০/০১/২০২৩ থেকে ১৫/০৩/২০২৩ |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অনলাইন আবেদন | Click Here |
আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
- Multi Tasking Staff Job 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ ।Spread the loveMulti Tasking Staff Job 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Multi Tasking Staff Job 2023 )। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে …
- Asha Karmi Recruitment Notice 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ ।Spread the loveAsha Karmi Recruitment Notice 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( Asha Karmi Recruitment Notice 2023 ) । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । …
- Data Entry Operator Vacancy 2023 : সরকারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ । বেতন ১১০০০ টাকা ।Spread the loveData Entry Operator Vacancy 2023 : সরকারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ । বেতন ১১০০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Data Entry Operator Vacancy 2023 )। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য …
- Asha Karmi Vacancy 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে আশা কর্মী নিয়োগSpread the loveAsha Karmi Vacancy 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে আশা কর্মী নিয়োগ বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( Asha Karmi Vacancy 2023 ) । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ রাজ্যের …
- Visva Bharati University Recruitment 2023 : বিশ্বভারতীতে ফটো অফিসার নিয়োগ । বেতন ৪০ হাজার টাকা ।Spread the loveVisva Bharati University Recruitment 2023 : বিশ্বভারতীতে ফটো অফিসার নিয়োগ । বেতন ৪০ হাজার টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Visva Bharati University Recruitment 2023 ) । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য …