
‘নিউ নর্মাল’ জীবনে হোটেল ম্যানেজমেন্ট-ই সেরা কেরিয়ার
hotel management jobs : গত মার্চ মাস থেকে অতমারির কারণে চলা লকডাইনের জন্য সারা বিশ্বের হোটেল ও পর্যটন শিল্প সাময়িক ভাবে ধাক্কা খায় ― এটা তো সবাই জানি। কিন্তু যে তথ্যটি জানি না সেটি হলো হোটেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত কয়েক মাস হোটেল ও পর্যটন শিন্প খুলে যাওয়ার পর হোটেল বুকিং এই ৩ মাসে (আগস্ট-অক্টোবর)যা হয়েছে তা গত বছরের এই ৩ মাস (আগস্ট-অক্টোবর) থেকে ২০% বেশি।
ফলে অবাক হলেও সত্যি এই নিদিষ্ট সেক্টরে নতুন নেওয়া লোকের পরিমাণ প্রায় ৫% বেশি হয়েছে। এ তো গেলো কর্মসংস্থানের ব্যপার। এবার যদি আমরা স্কিল্ড লেবারের (দক্ষ কর্মী) এর চাকরির ব্যপারে প্রাধান্য পাওয়ার ঘটনা দেখি, তাহলে দেখবো গত ৩ মাসের দক্ষ কর্মীরা, অদক্ষ কর্মীদের (আনস্কিল্ড লেবারের) তুলনায় প্রায় ৮০% বেশি চাকরি পেয়েছে।
আর একথা তো আমরা সবাই জানি, হোটেল শিল্পে সবাই-ই স্কিল্ড লেবারের অর্থাৎ দক্ষ কর্মী। আবার এটাও সত্যি, আনলকিং পর্ব চালু হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। মানুষের জীবন ছন্দে ফিরছে। আবার মানুষ হোটেলে যাতায়াত শুরু করায় পর্যটন ও হোটেল শিল্পে নেমে আসছে স্বস্তি।
শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বেই হোটেল শিল্প ‘সাইনরাইজিং ইন্ডাস্ট্র’। হোটেল শিল্প ‘শ্রমনিবিড়’ হওয়ায় এখানে সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে। এখন হোটেল ম্যানেজমেন্ট পড়লে তার ভবিষ্যৎ কেমন ?
সবার কাছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে একটি ভুল তথ্য জানানো হয়, সবাই ভাবছে এখন তো কেউ বেড়াতে যাচ্ছে না―তাই হোটেল ম্যানেজমেন্ট পড়লে চাকরি হবে না। এটা সম্পূর্ণ ভুল চিন্তাধারা। যে কোনো হোটেল ম্যানেজমেন্ট কোর্স ৬ মাস থেকে ৩ বছরের জন্য পড়ানো হয়। তাহলে এটা সহজেই আনুমেয়। আজ থেকে যদি কোনো কোর্সে কেউ ভরতি হয় তাহলে, সে অন্তত ৬ মাস থেকে ৩ বছর পর চাকরির ক্যাম্পাসিংয়ে বসবে।
তাহলে তখন চাকরি পেতে বাধা কোথায় ? এছাড়াও তিনি জানান হোটেল ম্যানেজমেন্ট পাশ করে হোটেল ছাড়াও রেস্টুরেন্ট, এয়ারলাইন্স, রেল ক্যাটারিং, শিপিং ক্যাটারিং, কাস্টমার কেয়ার ইত্যাদি ক্ষেত্রে চাকরির ব্যাপক সুযোগ রয়েছে।
এছাড়াও চাকরির সুযোগ রয়েছে প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে। দেশে ছাড়াও বিদেশে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। হোটেলে মূলত এই ৪ টি ক্যাটাগরিতে চাকরি হয়―ফ্রন্ট অফিস, হাউস কিপিং, ফুড অ্যান্ড ব্যাভারেজ ও ফুড প্রোডাকশন। শিক্ষাগত যোগ্যতা লাগে মাধ্যমিক পাশ।
শিক্ষা ও কর্ম সংক্রান্ত সকল খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …