DMCA.com Protection Status

Join Whatsapp Group

কৃষি স্বর্ণ লোণ প্রকল্প ( SBI AGRI GOLD LOAN ) । লোণ দেবে SBI ব্যাংক

Spread the love
How to apply SBI agricultural gold loan at lowest interest
How to apply SBI agricultural gold loan at lowest interest

কৃষি স্বর্ণ লোণ প্রকল্প ( SBI AGRI GOLD LOAN ) । লোণ দেবে SBI ব্যাংক

How to apply SBI agricultural gold loan at lowest interest : কৃষকদের সুবিধার্থে কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে । তাঁর মধ্যে অন্যতম হল এই কৃষি স্বর্ণ লোণ । এই প্রকল্পের মাধ্যমে অত্যন্ত স্বল্প সুদে লোণ দেবে SBI ব্যাংক ।

Join Our Whatsapp Group – Click Here

 
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাঙ্ক । কৃষকদের লোণ দেওয়ার ক্ষেত্রে এই ব্যাঙ্ক পথপ্রদর্শক হিসাবে কাজ করছে । এখনো পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার লোণ অনুমোদন করা হয়েছে । যার মাধ্যমে প্রায় ১ লক্ষের উপর কৃষক এবং তাদের পরিবার উপকৃত হয়েছেন । স্টেট ব্যাঙ্কের সারা দেশের গ্রাম এবং শহর জুড়ে প্রায় ১০৫০০ এর শাখা রয়েছে ।

আর পড়ুনঃ Bangla Awas Plus Yojana 2023 : বাংলা আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বড় নির্দেশ ।


 
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কৃষি স্বর্ণ লোণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের লোণ দিয়ে থাকে ।এই প্রকল্পের মাধ্যমেও প্রায় ১ লক্ষের উপর কৃষক উপকৃত হয়েছেন । যদি কোন কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে তাঁকে জমি সংক্রান্ত নথি দেখাতে হবে । এবং গয়না গচ্ছিত রাখার পরিবর্তে ব্যাঙ্ক থেকে লোণ পাবেন ।


 
SBI কৃষি স্বর্ণ লোণে অত্যন্ত স্বল্প সুদের হার । এবং এই লোণ অত্যন্ত কম সময়ের মধ্যে পাওয়া যায় । তাছাড়া সব ধরণের কৃষি উৎপাদনকে এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে ।


 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কৃষি স্বর্ণ লোণ ( AGRI GOLD LOAN SBI ) –

 
SBI এর এই প্রকল্পের মাধ্যমে একজন কৃষক তাঁর সোনার গয়না ব্যাঙ্কে গচ্ছিত রেখে তাঁর প্রয়োজন অনুসারে লোণ নিতে পারেন । সেই কৃষকের নামে কৃষি জমি থাকা বাধ্যতামুলক । লোণ নেওয়ার সময় আবদনকারীকে তাঁর কৃষি জমির দলিলের জেরক্স ব্যাঙ্কে জমা দিতে হবে ।

আরও পড়ুনঃ Top 5 Business Idea Can Change Your Life : এই পাঁচটি ব্যবসার আইডিয়া আপনার জীবন বদলে দিতে সক্ষম


 
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুই ধরনের গোল্ড লোণ দিয়ে থাকে ।যথা –


১. এগ্রি গোল্ড লোণ বা কৃষি স্বর্ণ লোণ চাষবাসের জন্য । লোণের পরিমাণ ৩ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক ৭ % হারে সুদ নেওয়া হয় । এবং ৩ লক্ষের উপর হলে বাৎসরিক সূদের পরিমাণ হয় ৯.৯৫ % ।


২. মাল্টিপারপাস গোল্ড লোণ । এই লোণের ক্ষেত্রে বাৎসরিক সুদের পরিমান হয় ৯.৯৫ % ।


 
 

Join Our Whatsapp Group – Click Here

কৃষি স্বর্ণ লোণ ( SBI AGRI GOLD LOAN ) প্রকল্পের সুবিধা –


১. এই লোণ খুব সহজেই  সোনার গয়না গচ্ছিত রেখে পাওয়া যায় ।
২. এই লোণ অত্যন্ত কম সময়ে পাওয়া যায় ।
৩. সুদের হার তুলনামুলক অনেক কম ।
৪. কোনরকম লুকায়িত চার্জ নেই ।
৫. লোণ পরিশোধের নিয়ম নমনীয় ।


 

কৃষি স্বর্ণ লোণ ( SBI AGRI GOLD LOAN ) প্রকল্পের সুবিধা পেতে কি কি ডকুমেন্ট লাগবে ?

১. কৃষকের ২ পাসপোর্ট সাইজ ফটো ।
২. আইডি প্রুফ হিসাবে আধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড , ড্রাইভিং লাইসেন্স ।  
৩. অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড , ভোটার কার্ড , পাসপোর্ট ।
৪. কৃষকের নামে চাষযোগ্য জমির দলিল ।

আরও পড়ুনঃ Bangla Sahayata Kendra Job 2023 : বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে চাকরি পাবেন । জানুন বিস্তারিত তথ্য

Join Our Whatsapp Group – Click Here


 

কৃষি স্বর্ণ লোণ ( SBI AGRI GOLD LOAN ) প্রকল্পের কিভাবে আবেদন করবেন ?

 আপনি যদি কৃষক হন , এবং এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে আপনাকে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে । এবং সেখানে যিনি লোণ অফিসার রয়েছেন তাঁর সাথে কথা বলতে হবে ।
আপনি অনলাইনেও এই প্রকল্পের সুবিধা পেতে সরাসরি আবেদন করতে পারেন । আবেদন করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন –

আপনার মতামত নীচে কমেন্ট করুন ।


খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।



এইধরনের শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , রেল , ব্যাঙ্ক তথা রাজ্য এবং দেশের ট্রেণ্ডিং খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । নিচে লিংক দেওয়া হল –

Join Our Whatsapp Group – Click Here


CLICK HERE TO DOWNLOAD – BANGLA CALENDER 2020

রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে “কর্মসাথী প্রকল্প” নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – CLICK HERE 

আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন –

  MOST IMPORTANT LINKS    

শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে – CLICK HERE

To get updated in the English language – CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে – CLICK HERE

সব খবর সবার আগে পেতে – CLICK HERE

সাম্প্রতিক পোস্টসমূহ