DMCA.com Protection Status

Join Whatsapp Group

এই পঞ্চমহামন্ত্র আপনাকে বাঁচাতে পারে করোনা থেকে !

Spread the love
how to cure coronavirus
how to cure coronavirus

করোনা ভাইরাস মানবসভ্যতার সামনে সবচেয়ে বড় বিপদ ।। এই ভাইরাস থেকে কিভাবে মুক্ত হবে আমাদের পৃথিবী ?

এইমুহুর্তে মানব সভ্যতার সামনে সবচেয়ে বড় বিপদ হল এই মারন ভাইরাস ।  সংক্রমন রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে তীর্থ যাত্রা । সৌদি আরব জানিয়েছে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মক্কার ভিসা । বছরভর মক্কায় যে তীর্থ যাত্রা চলে তাঁকে বলে উমরা । এইবছর প্রায় ৫ লক্ষ মানুষের উমরা যাওয়ার কথা ছিল । যার মধ্যে ভারতবর্ষ থেকেই এই সংখ্যাটা প্রায় ৫০ হাজার । আপাতত সকলেরই মক্কা দর্শনের স্বপ্ন ভাংতে বসেছে । মাসখানেক পরেই মক্কায় হজযাত্রা শুরু হচ্ছে । ততদিনে নিয়ন্ত্রন এসে যাবে । নিসেধাজ্ঞা উঠে যাবে এই আশায় রাখতে পারি । কিন্তু কিভাবে উঠবে নিষেধাজ্ঞা ? কিভাবে বন্ধ হবে এই মারন ভাইরাসের সংক্রমণ ? চিকিৎসাবিজ্ঞানের কাছে এর কোন উত্তর নেই ।

কেউ তাকিয়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে ! কেউ বা অপেক্ষা করছে শীত বিদায়ের !কিন্তু এসব কিছু না হলে আগাম ভবিষ্যতে বিশাল বড় বিপদে পড়তে চলেছে আমাদের দেশ । একে তো এত জনবহুল দেশ । তার পর সংক্রমন আটকানোর পরিকাঠামো নিয়ে কিন্ত বেশ সন্দেহ রয়েছে । তাই একবার যদি কোনভাবে আমাদের দেশে এই ভাইরাস ঢুকে যায় । তাহলে আর দেখতে হবে না । সব শেষ ।

এমন অবস্থায় চিন্তিত মার্কিন সরকারও । তাদের গোয়েন্দা রিপোর্ট বলছে যদি একবার ভারতবর্ষে এই করোনা ভাইরাস ছড়িয়ে যায় তাহলে তার বীভৎসতা চিনকেও ছাড়িয়ে যাবে ।

কোন কোন দেশে ঘটেছে করোনা ভাইরাসের সংক্রমণ ?

বিশ্বজুড়ে ৪৯ টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারন ভাইরাস । দক্ষিন আমেরিকার ব্রাজিল  এবং আফ্রিকার আলজিরিয়ায় সংক্রমণ ধরা পড়েছে । আন্টার্টিকা ছাড়া সব মহাদেশেয় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে । ইউরোপের ১৬ টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে । চিন ছাড়া ,দক্ষিন কোরিয়া , ইরান , জাপান , ও ইতালিতে করোনা আক্রান্ত বেশি । প্রায় সব মহাদেশে ছড়িয়ে পড়েছে ।

এরপরেও কি করোনাকে প্যান্টামিক বা মহাদেশীয় মহামারীর আখ্যা দেওয়া হবে না ? এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে এখনও সেই সময় আসেনি । সবদিক বিচার বিবেচনা না করে এভাবে প্যান্টামিক ঘোষণা করা সম্ভব নয় । এতে আতঙ্ক ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । তার ফলে বিশ্বজুড়ে জনজীবন স্তব্ধ হয়ে যেতে পারে । তবে করোনা ভাইরাস প্যান্টামিকের আখ্যা পাক বা না পাক  তা কিন্তু বিশ্বজুড়ে চিন্তার ভাঁজ তৈরি করেছে ।

করোনা সঙ্ক্রমনের বহুদিন পরে রোগীর মধ্যে করোনার লক্ষন ফুটে উঠছে । চিনে সংক্রমের প্রায়  ২৭ দিন  পড়ে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন । ফলে করোনা ক্লিনচিট পাওয়া বহু ব্যক্তিও বাড়ি পৌঁছে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষন দেখা যায় ?

একজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার নিম্নলিখিত লক্ষনগুলি দেখা যায় –

সব থেকে সমস্যার বিষয় হল এই করোনা ভাইরাসের লক্ষন এবং সাধারন ফ্লু এর লক্ষন একই । জ্বর , সর্দি , কাফ সর্বোপরি শ্বাসকষ্ট এবং শুকনো কাশি । তাই একজন সাধারণ ফ্লু এর রোগী আর করোনা আক্রান্ত রোগীকে খালি চোখে আলাদা করা মুশকিল । যদি আপনি বিদেশ যাত্রা করে থাকেন , যদি আপনি বিদেশিদের কন্টাক্ট এ থাকেন এবং এই লক্ষনগুলি আপনার মধ্যে ধরা পরে তাহলে খুব সত্বর টেস্ট করান । এবং নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন রাখুন । এই রোগ ছোঁয়াচে তাই যাতে আপনার থেকে আপনার পরিবারে ছড়িয়ে না পড়ে ।

এই পঞ্চমহামন্ত্র আপনাকে বাঁচাতে পারে করোনা থেকে ।

সবথেকে বড় সাবধানতা হল – করোনা আক্রান্ত রোগী থেকে দূরে থাকুন । তার খাওয়া খাদ্য থেকে দূরে থাকুন । তার শরীর নাক মুখ নিঃসৃত জলীয় পদার্থ থেকে দূরে থাকুন । এককথায় এই রোগ ছোঁয়াচে তাই যেখানে করোনা রোগী তার কোন সংস্পর্শে না থাকলেও । এর বাইরে যেটি বিষয় সেটি হল অবশ্যই বেশি ভিড় অঞ্চল থেকে দূরে থাকুন । মাস্ক ব্যভারা করুন । করোনা রোগীকেও মাস্ক ব্যবহার করতে বলুন ।

করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের এই পাঁচটি মহামন্ত্র জেনে রাখুন

১. সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন ।

২. হাঁচি বা কাশির সময় কনুইয়ে মুখ ঢেকে নিন ।

৩. হাত নিয়ে নিজের মুখমণ্ডল কে স্পর্শ করা থেকে বিরত থাকুন ।

৪. একে ওপরের থেকে কমপক্ষে এক মিটার বা তিন ফুট দুরত্ব বজায় রাখুন ।

৫. যদি ভীষণ প্রয়োজন না থাকে তাহলে বাড়ির মধ্যেই থাকুন ।

উপরের এই পাঁচটি মন্ত্র মাথায় রাখুন এবং এটি বন্ধুদের শেয়ার করুন । এই পঞ্চমহামন্ত্র আপনাকে বাঁচাতে পারে করোনা থেকে ।

Arsenic album 30 নামক হোমিওপ্যাথিক ওষুধটি আপনাকে মুক্তি দেবে করোনা ভাইরাস থেকে ?

না , Arsenic album 30 নামক হোমিওপ্যাথিক ওষুধটি করোনা ভাইরাসের প্রতিষেধক নয় । এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি । একমাত্র করোনা ভাইরাসে আক্রান্ত রোগী থেকে আপনার দূরত্বই একমাত্র আপনাকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে বাচাতে পারে । এই বিষয়ে নিচের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্ত হবে আমাদের পৃথিবী

কিভাবে  থামবে এই সংক্রমণ ? চিকিৎসাবিজ্ঞানীরা স্পষ্ট করে বলতে পারছেন না । কিছু সম্ভাবনা তাঁরা তুলে ধরেছেন মাত্র –

প্রথম সম্ভাবনা  – মানুষের শরীরে নিজের থেকেই করোনার প্রতিরোধ ক্ষমতা তৈরি হল

দ্বিতীয় সম্ভাবনা – বিশ্বজুড়ে স্থায়ী শ্বাস প্রশ্বাসের ব্যাধি হিসেবে থেকে গেল করোনা ।

তৃতীয় সম্ভাবনা – বিশ্বজুড়ে গরমকাল এলে গরমে নিস্ক্রিয় হয়ে গেল করোনা ভাইরাস ।

চতুর্থ সম্ভাবনা – নতুন কারো শরীরে ছড়ানোর সুযোগ না পেয়ে শান্ত হল করোনা ভাইরাস । প্রায় ১০০ বছর আগে বিশ্বযুদ্ধের সময় এভাবেই ছড়িয়ে পড়েছিল স্প্যানিশ ফ্লু । প্রায় ৫ কোটি মানুষ এই ফ্লু তে আক্রান্ত হয় । কিন্তু নতুন করে ছড়ানোর মত মানব শরীর না পেয়ে ফ্লু সেরে যায় ।

সরকারি রিপোর্ট বলছে এখনো পর্যন্ত ভারতবর্ষে ৩৬০ জনের কাছাকাছি করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে । যার মধ্যে বাংলায় আক্রান্ত ৪ জন । এখনও পর্যন্ত দেশে ৭ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ।

তবে এটা কিছুটা হলেও ভালো খবর যে করোনা আক্রান্তদের মধ্যে ২৪ জন সম্পুর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । করোনার সাথে মোকাবিলা করার জন্য ভারত সরকার যথাসম্ভব ব্যবস্থা নিচ্ছে । প্রধানমন্ত্রীর আবেদনে আজ সারা দেশ জুড়ে জনতা কার্ফু আয়োজিত হয়েছে ।আজ ২২ শে মার্চ রাজ্যের সব পুরোসভা অঞ্চল কিছুক্ষেত্রে সারা রাজ্য জুড়ে লক ডাউন ঘোষণা করা হয়েছে । এই লক ডাউন আগামী ২৭ শে মার্চ পর্যন্ত চলবে ।

এখানে একটা কথা বলতেই হয় বিভিন্ন সময় Whatsapp বা Facebook  এ করোনা ভাইরাস নিয়ে যেসব খবর গুলো দেখছেন তাদের বেশিরভাগই মিথ্যা । Whatsapp বা Facebook কোন খবর প্রকাশিত হল মানেই তা সত্য নয় । কারন যারা খবর প্রকাশ করে তারাও আমাদেরই মতই মানুষ । কিছু অসৎ মানুষ আমাদের বিভ্রান্ত করার জন্য ভুয়ো খবর ছড়িয়ে দেয় Whatsapp এবং Facebook  এ । তাই Whatsapp বা Facebook  এ কোন খবর দেখলেই তা চোখ বুজে বিশ্বাস করবেন না । যাচাই করবেন তারপরই বিশ্বাস করবেন ।  সচেতন থাকুন , নিরাপদ থাকুন । লেখাটি শেষ পর্যন্ত  পড়ার জন্য ধন্যবাদ ।

আপনার মতামত জানাতে নীচে কমেন্ট করুন

সাম্প্রতিক পোস্টসমূহ