DMCA.com Protection Status

Join Whatsapp Group

করোনা আতঙ্কের জেরে স্তগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Spread the love
hs exam postponed in west bengal
hs exam postponed in west bengal

করোনা আতঙ্কের জেরে স্তগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

করোনা আতঙ্কের জেরে আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত পরীক্ষা বাতিল রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আর মাত্র তিনটি পরীক্ষা বাকি ছিল । যেগুলি যথাক্রমে ২৩ মার্চ , ২৫ শে মার্চ এবং ২৭ শে মার্চ আয়োজিত করার কথা ।

যদিও এর আগে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হবে না । কিন্তু আজ মুখ্য মন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে এই পরীক্ষা স্তগিত না করলেই নয় ।

জানা গেছে ১৫ ই এপ্রিলের পর নতুন সূচী তৈরি করে বাকি উচ্চমাধ্যমিকের পরীক্ষা গুলি নেওয়া হবে । মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি খুবই খারাপের দিকে ভারতে এখন করোনা ভাইরাসের ষ্টেজ ২ চলছে । এটাকে এখানেই আতকাতে হবে নাহলে পরিসস্থিতি ভয়াবহ হতে পারে । কনভাবেই ষ্টেজ ৩ তে যেতে দেওয়া চলবে না ।

তাই উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের কথা ভেবে এই পরীক্ষা আপাত ত স্তগিত করা হয়েছে ।

বিস্তারিত আসেছে…।

সকল খবর সবার আগে এখানে ক্লিক করুন

সাম্প্রতিক পোস্ট সমূহ