প্যান আধারের সংযুক্তি 30 জুনের মধ্যে না করলে সমস্যায় পড়বেন । জানুন বিস্তারিত
আজকের দিনে দাঁড়িয়ে পরিচয়পত্র হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। ব্যক্তির ঠিকানা থেকে তার বয়স সমস্ত কিছুর তথ্য মেলে আধার কার্ড থেকে। এমনকি ব্যাংকে একাউন্ট খোলা, গ্যাসের কানেকশন নেওয়া, ফোনের নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন আধার কার্ড। কার্ডের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল বারো ডিজিটের সংখ্যা। এমনকি সরকার ও বিভিন্ন সংস্থা যে সব পরিষেবা দেয় জনগণের জন্য তাতেও আধার কার্ড একমাত্র সমাধান হয়ে উঠেছে।
যেহেতু আধার কার্ড এখন সমস্ত জায়গায় প্রয়োজন হয়ে পড়েছে তাই মসৃণ আর্থিক লেনদেনের জন্য সরকার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি বাধ্যতামূলক করেছে। এই সংযুক্তির ফলে যে কোনো ব্যক্তির আর্থিক লেনদেনে নজর রাখা ও করফাঁকি এড়ানোর কাজ সহজ হয়েছে সরকারের। সেইসঙ্গে যাতে কেও করফাঁকি দিতে না পারে তাই একই ব্যক্তির একাধিক প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে লাগাম টেনেছে।
কিন্তু এখনও অনেকেই রয়েছেন, যাঁদের প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়নি। ওই সমস্ত ব্যক্তিদের শেষ সুযোগ দিতে প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তির সময়সীমা সরকার ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে।
প্যান কার্ড ও আধার সংযুক্তির প্রক্রিয়া খুবই সহজ করা হয়েছে এবং সরকারের চালু করা নতুন আয়কর পোর্টালের মাধ্যমে তা অনলাইনেই করা যেতে পারে। গত ৮ জুন এই পোর্টালের লঞ্চ করেছে সরকার।
প্যান ও আধার সংযুক্তির প্রক্রিয়া
বেশ কয়েকটি ধাপে ধাপে এই কাজটি করতে হবে।দেখে নেওয়া যাক সেই পদ্ধতি-
–https://www.incometax.gov.in/iec/foportal/-এ লগ ইন করতে হবে।
– পোর্টালের হোম পেজে স্ত্রল করে নিচে গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।
-ক্লিক করলেই নতুন ওয়েব পেজ খুলে যাবে
-এরপর প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে।
-প্রয়োজনীয় বক্সগুলিতে টিক মার্ক দিতে হবে এবং লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
-এরপর যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে তাই আসা ছয় অঙ্কের ওটিপি এন্টার করতে হবে এবং সংযুক্তির প্রক্রিয়ার জন্য ভ্যালিডেট করতে হবে।
প্যান ও আধার সংযুক্তিকরণ না হলে কী হবে?
বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান একটি অতি গুরুত্বপূর্ণ নথি। কিন্তু আধারের সঙ্গে এর সংযুক্তি না ঘটালে সময়সীমার পর তার ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে। ফলে এর প্রভাব পড়বে বিভিন্ন আর্থিক লেনদেন এবং পেনশন, স্কলারশিপ, এলপিজি ভর্তুতির মতো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে। তাই প্যান ও আধার সংযুক্তি করণ অতি অবশ্য প্রয়োজনীয়।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …