DMCA.com Protection Status

Join Whatsapp Group

রেলের NTPC পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট

Spread the love
important update on Rail NTPC exam
important update on Rail NTPC exam

রেলের NTPC পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি নং ০১/২০১৯ এর নন টেকনিক্যাল পপুলার ক‍্যাটেগরি (এন.টি.পি.সি) এর যে সি.বি.টি টেস্ট ২০২০ সালের  ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত ৭ টি পর্যায়ে হয়েছিল, তাতে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের পরীক্ষা ফী ফেরৎ দেওয়া হচ্ছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানান, সি.বি.টি ১ পরীক্ষা যাঁরা দিয়েছিলেন, তাঁদের পরীক্ষা ফী নিদিষ্ট ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরৎ দেওয়া হচ্ছে। সাধারণ প্রার্থীরা ৪০০ টাকা আর তপশিলী, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, মহিলা, সংখ্যালঘু, ই.বি.সি, ট্রান্সজেন্ডাল প্রার্থীরা ২৫০ টাকা ফেরৎ পাবেন। এই পরীক্ষার জন্য সাধারণ প্রার্থীদের কাজ থেকে ৫০০ টাকা ও তপশিলী, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, মহিলা, সংখ্যালঘু, ই.বি.সি, ট্রান্সজেন্ডার প্রার্থীদের কাজ থেকে ২৫০ টাকা পরীক্ষা ফী বাবদ দরখাস্ত করার সময় নেওয়া হয়েছিল। দরখাস্ত করার সময় যে ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টেই টাকা ফেরৎ আসবে। কারো ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট বদল হলে বা ব‍্যাঙ্কের কোনো তথ্য আপডেট করতে চাইলে আপডেট ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক করে আপলোড করবেন ৩১ আগস্টের মধ্যে। টাকা ফেরতের জন্য একটিই ব‍্যাঙ্ক আপলোড করতে পারবেন। এজন্য প্রার্থীদের এস.এম.এস করে বা ই-মেল করে জানানো হয়েছে। যিনি যে রেলওয়ে রিক্রটমেন্ট বোর্ডে দরখাস্ত করেছেন, সেই রেলওয়ে রিক্রটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে ওই লিঙ্ক পাবেন।