
Intelligence Bureau Recruitment 2023 : ইন্টেলিজেন্স ব্যুরোয় প্রচুর কর্মী নিয়োগ । বেতন ৬৯১০০ টাকা ।
বন্ধুরা কর্মসাথী ডট কমে ( https://www.karmasathe.com/ ) আপনাকে স্বাগত ( Intelligence Bureau Recruitment 2023 ) । বাংলার বেকার যুবক যুবতী কাছে খুশির খবর । আজকে এই প্রতিবেদনে আমরা আবারো আলোচনা করবো এমন একটি চাকরির খবর যার জন্য যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাশ ।
Join Our Whatsapp Group – Click Here
কেন্দ্র সরকারের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোয় প্রচুর পরিমানে কর্মী নিয়োগ করা হচ্ছে । নিচে পদের নাম , শূন্যপদ , বয়স , বেতন , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হল । বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
Intelligence Bureau Recruitment 2023
পদের নাম –
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ
শিক্ষাগত যোগ্যতা –
যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদনের যোগ্য । তবে ইন্টালিজেন্সের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয় । তবে এটি বাধ্যতামূলক নয় । যেকেউ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন ।
বয়স –
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছর । অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । দুটি ক্ষেত্রেই বয়সের হিসাব ধরা হবে ১০/০২/২০২৩ অনুসারে ।
সরকারি নিয়ম অনুসারে তপশিলিরা ৫ বছর , ওবিসিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় আবেন ।
বেতন –
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট – এই পদের ক্ষেত্রে বেতন ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা ।
মাল্টি টাস্কিং স্টাফ – এই পদের ক্ষেত্রে বেতন ১৮০০০ থেকে ৫৯৯০০ টাকা ।
শূন্যপদ –
১৬৭৫ টি শূন্যপদ রয়েছে । যার মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে ১৫২৫ জন এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নেওয়া হবে ১৫০ জন ।
আরও পড়ুনঃ SSC Multi Tasking Staff Recruitment 2023 : কেন্দ্রীয় সরকারে হাজার হাজার কর্মী নিয়োগ । যোগ্যতা মাধ্যমিক !
পূর্বভারতের কেন্দ্রভেদে শূন্যপদের সংখ্যা নিচে ছকের সাহায্যে দেখানো হল । এখানে মোট শূন্যপদের সংখ্যা দেওয়া হল । ক্যাটাগরি ভেদে শূন্যপদ জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন । যথা –
কেন্দ্রের নাম | স্থানীয় ভাষা | সিনিয়র অ্যাসিস্ট্যান্ট | মাল্টি টাস্কিং স্টাফ |
কলকাতা | বাংলা | ৮৫ টি | ৫ টি |
পাটনা | হিন্দি | ৪৪ টি | ৩ টি |
রাঁচি | সান্তালি , হও , মুন্দ্রি , অরাও , কুরু , নাগপুরি ইত্যাদি | ১৩ টি | ২ টি |
শিলং | বাংলা , আসামিজ , খাসি , গারো নেপালি , রাজবংশি | ২০ টি | ২ টি |
আগরতলা | বাংলা , কোকবোরক , মেইটেই , লুসাই | ১১ টি | ২ টি |
ভুবনেশ্বর | ওড়িয়া | ১১ টি | ২ টি |
গাংটক | নেপালি , ভুটিয়া , লেপচা , তিব্বতি | ১১ টি | ২ টি |
গুয়াহাটি | বাংলা শিলহেতি , আসামিজ , বোরো , দিমাসা , কুকি , নেপালি , গারো , সান্তালি রাজবংশি , মনিপুরী , খাসি | ৪২ টি | ৩ টি |
শিলিগুড়ি | বাংলা , নেপালি , রাজবংশি , বডো | ১০ টি | ১ টি |
নিয়োগ পদ্ধতি –
তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে । টায়ার ১ , টায়ার ২ এবং টায়ার ৩ । নিচে সংক্ষেপে প্রত্যেকটি ধাপ সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক
টায়ার ১ ( লিখিত পরীক্ষা ) –
টায়ার ১ এ ১০০ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে । সময় থাকবে ১ ঘণ্টা । প্রশ্ন হবে মাল্টিপল চয়েস । । মোট ১০০ টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর । পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে । প্রতি চারটি ভুল উত্তরে ১ নাম্বার কাটা হবে ।
আরও পড়ুনঃ Data Entry Operator Job Under CMDMP 2023 : মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ । যোগ্যতা গ্র্যাজুয়েট !
নিচে ছকের সাহায্যে টায়ার ১ পরীক্ষার কোন কোন বিষয় থাকবে তা উল্লেখ করা হল ।
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
জেনারেল আওয়্যারনেস | ২০ টি | ২০ নম্ব্র | ১ ঘণ্টা |
কোয়ান্টিটেটিভ আপ্টিটিউঁট | ২০ টি | ২০ নম্বর | |
নিউমেরিক্যাল/আনালিটিক্যাল /লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং | ২০ টি | ২০ নম্বর | |
জেনারেল স্টাডিস | ২০ টি | ২০ নম্বর | |
ইংলিস ল্যাঙ্গয়েজ | ২০ টি | ২০ নম্বর | |
মোট | ১০০ টি | ১০০ নম্বর |
টায়ার ২ ( ডেস্ক্রিপটিভ টাইপ পরীক্ষা ) –
এই পরীক্ষায় মোট ৫০০ শব্দের মধ্যে স্থানীয় ভাষা থেকে ইংরাজি ভাষায় অনুবাদ করতে হবে । সময় থাকবে ৪০ মিনিট এর সাথে সাথে যারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবেন তাদের আলাদাভাবে ১০ নম্বর স্পোকেন এবিলিটি টেস্ট হবে ।
Join Our Whatsapp Group – Click Here
মাল্টি টাস্কিং পদের ক্ষেত্রে মোট ৪০ নম্বরের মধ্যে ১৬ নম্বর এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ( ৪০ +১০ ) ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর পেতে হবে । । এই পেপারে প্রত্যেককে পাশ নম্বর পেতে হবে ।
টায়ার ৩ ( ইন্টারভিউ/পারসোনালিটি টেস্ট )
সবশেষে টায়ার ৩ তে ইন্টারভিউ নেওয়া হবে । ইন্টারভিউতে মোট ৫০ নম্বরের হবে ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে অনলাইনে । নিচে সংক্ষেপে আবেদন পদ্ধতি সম্পর্কে বলা হল । বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে । অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হল ।
২. এখানে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন ।
আরও পড়ুনঃ Slipper Making Machine : সামান্য বিনিয়োগে এই ব্যবসা শুরু করে তিনগুণ লাভ করুন । রাতারাতি পাল্টে ফেলুন জীবন !
৩. নিজের পাসপোর্ট ফটো এবং সিগনেচার আগে স্ক্যান করে রাখবেন । সেটি আপলোড করতে হবে ।
৪. পরীক্ষা ফি অনলাইনে জমা দেবেন এবং সাবমিট করবেন ।
৫. আবেদন সম্পূর্ণ হলে আপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বের করে সঙ্গে রাখবেন ।
আবেদনের সময়সীমা –
আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ।
পরীক্ষা ফি –
জেনারেল , ওবিসি এবং ইডাবলু এস প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা এবং অন্যান্য সব ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪৫০ টাকা পরীক্ষা ফি হিসেবে জমা দিতে হবে । পরীক্ষা ফি অনলাইনে ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া যাবে ।
আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন । নিচে অফিশিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল ।
অফিসিয়াল নোটিফিকেশন – CLICK TO DOWNLOAD
অফিসিয়াল ওয়েবসাইট – APPLY NOW
শিক্ষা , চাকরি , ব্যবসা , প্রকল্প , ব্যাঙ্ক , রেল তথা রাজ্য এবং দেশের TRENDING খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । জয়েন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
Join Our Whatsapp Group – Click Here
- Multi Tasking Staff Job 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ ।Spread the loveMulti Tasking Staff Job 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Multi Tasking Staff Job 2023 )। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে …
- Asha Karmi Recruitment Notice 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ ।Spread the loveAsha Karmi Recruitment Notice 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশাকর্মী নিয়োগ । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( Asha Karmi Recruitment Notice 2023 ) । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । …
- Data Entry Operator Vacancy 2023 : সরকারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ । বেতন ১১০০০ টাকা ।Spread the loveData Entry Operator Vacancy 2023 : সরকারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ । বেতন ১১০০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Data Entry Operator Vacancy 2023 )। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য …
- Asha Karmi Vacancy 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে আশা কর্মী নিয়োগSpread the loveAsha Karmi Vacancy 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে আশা কর্মী নিয়োগ বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( Asha Karmi Vacancy 2023 ) । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ রাজ্যের …
- Visva Bharati University Recruitment 2023 : বিশ্বভারতীতে ফটো অফিসার নিয়োগ । বেতন ৪০ হাজার টাকা ।Spread the loveVisva Bharati University Recruitment 2023 : বিশ্বভারতীতে ফটো অফিসার নিয়োগ । বেতন ৪০ হাজার টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Visva Bharati University Recruitment 2023 ) । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য …