DMCA.com Protection Status

Join Whatsapp Group

লক ডাউনের সময়সীমা কি বাড়তে চলেছে ? জানাল কেন্দ্র

Spread the love
is locdown time period extended by central government
is locdown time period extended by central government

লক ডাউনের সময়সীমা কি বাড়তে চলেছে ? জানাল কেন্দ্র

করোনা ভাইরাসের প্রকোপ কমাতে দেশে ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী । কিন্তু তার পরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে । এবং ২৯ জন মারা গেছে সারা দেশ জুড়ে ।

এই মুহুর্তে দাড়িয়ে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি লক ডাউনের সময় সীমা বাড়তে চলেছে ? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এনিয়ে বিস্তর লেখালেখিও শুরু হয়েছে ।

গত ২৪ শে মার্চ দেশজুড়ে ২১ দিনের লক ডাউন ঘোষণা করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি এও জানান লক ডাউন চলবে আগামী ১৪ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত । কিন্ত লক ডাউনের পরও প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । আর তার মাঝেই এই গুজব উঠেছে লক ডাউনের সময় সীমা বাড়তে চলেছে !

আর এবার এই সকল জল্পনা গুজব উড়িয়ে PIB টুইট করেছে . PIB এর সেই টুইটে জানানো হয়েছে – “২১ দিনের পর লক ডাউনের সময়সীমা বাড়তে চলেছে বলে যে মিডিয়া রিপোর্ট ছড়িয়েছে তা সম্পূর্ণ গুজব । ক্যাবিনেট সচিব জানিয়েছেন যে এই দাবী সম্পূর্ণ ভিত্তিহীন ।

সকল খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন – CLICK HERE