DMCA.com Protection Status

Join Whatsapp Group

সর্বভারতীয় JAM পরীক্ষার মাধ্যমে আই.আই.টি তে এম.এসসি কোর্সে ভর্তি

Spread the love
JAM Exam Update News
JAM Exam Update News

সর্বভারতীয় JAM পরীক্ষার মাধ্যমে আই.আই.টি তে এম.এসসি কোর্সে ভর্তি

বেঙ্গালউরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ও সারা ভারতের ২০ টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ‘এম.এসসি’ কোর্সে ভর্তির ‘জয়েন্ট অ্যাডমিশন টেস্ট (JAM-2022)’ পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। এবার এই পরীক্ষা নেবে আই.আই.টি.রুরকি। পড়ানো হবে এইসব কোর্স : 

(১) এম.এসসি বায়োটেকনোলজি (আই.আই.টি ব‍্যাঙ্গালোর ও আই.আই.টি.ইন্দোর) : সায়েন্স শাখার গ্ৰ‍্যজুয়েটরা যোগ্য।

(২) কেমিস্ট্রির এম.এসসি কোর্স (আই.আই.টি ব‍্যাঙ্গালোর, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, যোধপুর, কানপুর, মাদ্রাস, রুরকী, মান্ডি, পটনা, খড়গপুর, পালাখন্দ, ভিলাই, ভুবনেশ্বর, ইন্দোর ও গান্ধীনগর)। 

(৩) এম.এসসি-পি.এইচ.ডি ডুয়াল প্রোগ্ৰাম ইন কেমিস্ট্রি (আই.আই.টি ভুবনেশ্বর, খড়গপুর) : অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর কেমিস্ট্রির গ্ৰ‍্যাজুয়েটরা আবেদন করতে পারেন।

(৪) এম.এসসি – অ্যাপ্লায়েড জিওলজি (আই.আই.টি ব‍্যাঙ্গালোর ও রুরকী) / জয়েন্ট এম.এসসি – পি.এইচ.ডি প্রোগ্ৰাম ইন জিওলজি (আই.আই.টি খড়গপুর) / এম.টেক.ইন জিওলজিক্যাল টেকনোলজি (আই.আই.টি রুরকী) / এম.এসসি – পিএইচ.ডি ডুয়ালডিগ্ৰি প্রোগ্ৰাম ইন অ্যাপ্লায়েড জিওলজি (আই.আই.টি ব‍্যাঙ্গালোর) : জিওলজি বিষয় আর অঙ্ক / ফিজিক্স / কেমিস্ট্রি / বায়োলজিক‍্যাল সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনো ২ টি বিষয় নিয়ে ৩ বছরের গ্ৰ‍্যাজুয়েটরা আবেদনের যোগ্য। উচ্চমাধ্যমিকে অঙ্ক বিষয় থাকতে হবে।

(৫) অঙ্কের এম.এসসি কোর্স (আই.আই.টি ব‍্যাঙ্গালোর, দিল্লি, কানপুর, মাদ্রাসা, ইন্দোর, রুরকী, পালাখন্দ, রোগার, গান্ধীনগর, হায়দরাবাদ)। অঙ্ক ও কম্পিউটিংয়ের এম.এসসি (আই.আই.টি গুয়াহাটি)। অ্যাপ্লায়েড ম‍্যাথামেটিক্সের এম.এসসি (আই.আই.টি রুরকী)। ইন্ডাস্ট্রিয়াল ম‍্যাথামেটিক্স ও ইনফর্মেটিক্সের এম.এসসি (আই.আই.টি রুরকী) : অঙ্ক নিয়ে ডিগ্ৰি কোর্স পাশরা আবেদনের যোগ্য।

(৬) জয়েন্ট এম.এসসি – পি.এইচ.ডি প্রোগ্ৰাম ইন ম‍্যাথামেটিক্স (আই.আই.টি খড়গপুর ও ভুবনেশ্বর)। এম.এসসি পি এইচ.ডি ডুয়াল ডিগ্ৰি ইন অপারেশন্স রিসার্চ (আই.আই.টি ব‍্যাঙ্গালোর)। এম.এসসি অ্যাপ্লায়েড স্ট‍্যাটিস্টিক্স অ্যান্ড ইনফর্মেটিক্স (আই.আই.টি ব‍্যাঙ্গালোর)। এম.এসসি স্ট‍্যাটিস্টিক্স (আই.আই.টি কানপুর) : অঙ্ক বা স্ট‍্যাটিস্টিক্সের ডিগ্ৰি কোর্স পাশরা আবেদনের যোগ্য।

(৭) ফিজিক্সের এম.এসসি কোর্স (আই.আই.টি ব‍্যাঙ্গালোর, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, কানপুর, মাদ্রাস, রুরকী ও ইন্দোর)। জয়েন্ট এম.এসসি টি.এইচ.ডি প্রোগ্ৰাম ইন ফিজিক্স (আই.আই.টি খড়গপুর, ভুবনেশ্বর)। এম.এসসি (ফিজিক্স) – এম.টেক (মেটেরিয়াল সায়েন্স) (ন‍্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ) (আই.আই.টি ব‍্যাঙ্গালোর) : ফিজিক্স ও অঙ্কের ডিগ্ৰি কোর্স পাশরা আবেদনের যোগ্য।

ওপরের সব কোর্সের বেলায় মোট অন্তত ৫৫% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকতে হবে।

ওপরের ওইসব কোর্সের বেলায় আরো বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কীত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

এবারের JAM-2022 পরীক্ষার জন্য আরো বিস্তারিত শিক্ষাগত যোগ‍্যতা ওয়েবসাইটে দেখে তবেই দরখাস্ত করবেন।

প্রার্থী বাছাই হবে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট (JAM – 2022) পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে ১৩ ফেব্রুয়ারি, কলকাতা, খড়গপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, কল‍্যাণী, ভুবনেশ্বর, পাটনা, গুয়াহাটি, ধানবাদ, জোড়হাট, রাঁচী। প্রথম সেশনের পরীক্ষা হবে ৯ টা ১২ টা। এইসব পেপারের : বায়োলজিক‍্যাল সায়েন্স, ম‍্যাথমেটিক্স, ফিজিক্স। দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে ২ টা ৫ টা। এইসব পেপারের : বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, জিওলজি, ম‍্যাথমেটিক‍্যাল স্ট‍্যাটিস্টিক্স। 

বায়োলজিক‍্যাল সায়েন্স ও বায়োটেকনোলজি বিষয়ের প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের আর অন‍্যান‍্য পেপারের পরীক্ষা হবে অবজেক্টিভ কাম ডেসক্রিপ্টিভ টাইপের। মেধা তালিকা বেরোবে ২২ মার্চ।

দরখাস্ত করবেন অনলাইনে, ১১ অক্টোবর পর্যন্ত। এই ওয়েবসাইটে : http://jam.iitkgp.ac.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। তখন একটি টেস্ট পেপার বাবদ ১,৫০০(তপশিলী, মহিলা, প্রতিবন্ধী হলে ৭৫০) টাকার আর দুটি পেপার বাবদ ২,১০০ (তপশিলী, মহিলা, প্রতিবন্ধী হলে ১,০৫০) টাকা ‘নেট ব‍্যাঙ্কিং’ জমা দেবেন। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।