NILD Kolkata এডমিনিস্ট্রেটিভ অফিসার , অফিস অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং পদে নিয়োগ করছে
National Institute for Locomotor Disabilities (NILD Kolkata) 3 টি পোস্টে যথা – এডমিনিস্ট্রেটিভ অফিসার , অফিস অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে । শিক্ষার্থীদের ছয় মাসের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে এবং প্রার্থীদের কর্মক্ষমতা অনুযায়ী নবীকরণ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থী নির্ধারিত আবেদন ফরম্যাটে (নীচের পিডিএফ দেখুন) প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্রান্ত সকল তথ্য নিচে দেওয়া হল –
National Institute for Locomotor Disabilities (NILD Kolkata) 3 টি পোস্টে যথা – এডমিনিস্ট্রেটিভ অফিসার , অফিস অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে । আবেদনের শেষ তারিখ – 01/08/2018
1. এডমিনিস্ট্রেটিভ অফিসার
শূন্যপদ : 01 টি ।
শিক্ষাগত যোগ্যতা: i) ৫৫% নম্বর সহ যেকোন শাখার গ্র্যাজুয়েট ।
ii) কম্পিউটারে কাজ করার জ্ঞান ।
অভিজ্ঞতা: একটি সরকারি /সুপরিচিত প্রতিষ্ঠানে প্রশাশনিক কাজকর্মে ন্যূনতম 05 বছর কাজ করার অভিজ্ঞতা ।
বেতন: প্রতি মাসে 50,000 / – টাকা।
2. অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ : 01 টি ।
শিক্ষাগত যোগ্যতা: i) কম্পিউটারের জ্ঞান নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় গ্রাজুয়েট।
ii) কম্পিউটার অ্যাপ্লিকেশনের যেকোন কোর্স
অভিজ্ঞতা: কমপক্ষে অফিসিয়াল ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ।
একত্রিত বেতন: প্রতি মাসে 40,000 / – টাকা।
3. মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস)
শূন্যপদ : 01 টি ।
শিক্ষাগত যোগ্যতা: 1) উচ্চ মাধ্যমিক /সমতুল ।
(ii) কম্পিউটারে কাজের জ্ঞান
বেতন : প্রতি মাসে ২০ হাজার টাকা।
মিজোরাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত Centre for Disabilities Studies তে নিয়োগ করা হবে । প্রাথমিকভাবে ছয় মাসের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে এবং প্রার্থীদের কর্মক্ষমতা অনুযায়ী নবীকরণ করা হবে।
প্রার্থীদের নির্বাচন:
প্রার্থীদের নির্বাচন লিখিত পরীক্ষা , দক্ষতা পরীক্ষা , সাক্ষাত্কারের মাধ্যমে হবে।
পরীক্ষার যথাযথ তারিখ, সময় এবং স্থান যোগ্য প্রার্থীদেরকে জানানো হবে এবং এই সকল তথ্য National Institute for Locomotor Disabilities (NILD Kolkata) এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে ।
প্রার্থীদের নির্বাচন নীতিমালা এবং যোগ্যতা নীতির বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়ালভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন ( এই লেখাটির নিচে বিজ্ঞাপনটি সংযুক্ত করা হল ) ।
আবেদন কীভাবে করবেন :
আগ্রহী এবং যোগ্য প্রার্থী নির্ধারিত আবেদন ফরম্যাটে (নীচের পিডিএফ ফাইলটি দেখুন) শিক্ষাক্ষেত্রে যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয় ) সহিত আবেদন করুন ।
দরখাস্ত ভরা খামের উপরে নিচের লাইনটি অবশ্যই আন্ডারলাইন করে দেবেন …
“NAME OF THE POST APPLIED FOR ______ AND ADVERTISEMENT NUMBER ______”
আবেদনের শেষ তারিখ এবং ঠিকানা:
নিচের ঠিকানায় যথাযথভাবে পুরন করা আবেদনপত্র ১ লা আগস্ট ২০১৮ এর মধ্যে পৌঁছান চাই –
The Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T. Road, Bon-Hooghly, Kolkata- 700090.
আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞাপনটি অবশ্যই দেখে নেবেন । নিচে অফিসিয়াল ওয়েবসাইট একইসাথে অফিসিয়াল বিজ্ঞাপনটির পি.ডি.এফ ফাইলটি সংযুক্ত করা হল –
অফিসিয়াল ওয়েবসাইট –
www.niohkol.nic.in
অফিসিয়াল বিজ্ঞাপনটি দেখুন –
KARMASATHE APP টি ডাউনলোড করুন –