West Bengal Public Service Commission (PSCWB) নিয়োগ করতে চলেছে Assistant Curator . শূন্যপদটি রয়েছে ইন্সটিটিউট অফ ডি চন্দরনগর , হুগলির Higher Education, Science and Technology and Biotechnology ডিপার্টমেন্টে । পদটি প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরবর্তীকালে স্থায়ী হতে পারে । আগ্রহী প্রার্থীগন West Bengal Public Service Commission (PSCWB) এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারেন । নিচে আপনাদের সুবিধার্থে এই পদের জন্য বয়স , শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলি বিস্তারিতভাবে দেওয়া হল –
WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION (PSCWB) INVITES ONLINE APPLICATION FOR 01 POST OF ASSISTANT CURATOR. LAST DATE — 30/07/2018
পদ-
ASSISTANT CURATOR
শূন্যপদ :-
১ টি
শিক্ষাগত যোগ্যতা –
১. Museology / Chemistry নিয়ে গ্র্যাজুয়েশন ।
অথবা
Museology নিয়ে MA/ M.Sc
২. ফরাসী ভাষায় সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ।
৩. ইংরাজি ও বাংলা টাইপিং সহ কম্পিউটারে সাধারন জ্ঞান ।
৪. আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে , বলতে ও পড়তে জানতে হবে ( যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় ।
অভিজ্ঞতা –
মিউজিয়ামের প্রশাসনিক অথবা ডকুমেন্টেশন বিভাগে ১ বছরের অভিজ্ঞতা ।
বয়সসীমা –
০১.০১.২০১৮ অনুসারে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন ।
বেতনক্রম –
৯০০০ থেকে ৪০৫০০ । গ্রেড পে ৪৭০০ টাকা
আবেদন ফি –
১৬০ টাকা । পশ্চিমবঙ্গের SC/ST/PH প্রার্থীদের কোন ফি লাগবে না । অন্য রাজ্যের SC/ST/PH সকল প্রার্থীকে ফি দিতে হবে । OBC দের কোন ছাড় নেই । পেমন্ট করা যাবে অনলাইন ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড , নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে । অফলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে সেক্ষেত্রে WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে চালান প্রিন্ট করে নেবেন ।
প্রার্থী নির্বাচন পদ্ধতি –
প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ।
পরীক্ষার সময় , তারিখ এবং স্থান যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে । একিসাথে এই সকল তথ্য West Bengal Public Service Commission (PSCWB) এর অফিশিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন –
http:// www.pscwbapplication.in
আবেদন পদ্ধতি –
West Bengal Public Service Commission (PSCWB) অফিশিয়াল ওয়েবসাইট থেকে ( http:// www.pscwbapplication.in ) ১০.০৭.২০১৮ থেকে ৩০.০৭.২০১৮ তারিখের মধ্যে আবেদন করবেন ।
সফলভাবে আবেদন করার পর আপনি একটি রেজিস্ট্রেশন / একনলেজমেন্ট স্লিপ পাবেন । সেটি প্রিন্ট করে নেবেন । কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি দেখুন ।
গুরুত্বপুর্ন তথ্য –
আবেদন শুরু হবে – ১০.০৭.২০১৮ তারিখ থেকে
আবেদনের শেষ তারিখ – ৩০.০৭.২০১৮ তারিখ
West Bengal Public Service Commission (PSCWB) এর অফিসিয়াল ওয়েবসাইট — http:// www.pscwbapplication.in
অফিশিয়াল নোটিশটি দেখুন — 
অনলাইনে আবেদন করার জন্য লিঙ্কে ক্লিক করুন — VISIT THE URL
KARMASATHE ANDROID APP টি ডাউনলোড করুন – 