DMCA.com Protection Status

Join Whatsapp Group

এবার এপ্রিল ফুল করলে যেতে হবে জেলে

Spread the love
Maharashtra govt warns citizens against spreading fake rumours as april fools prank
DONT FOOL ON APRIL FOOL

এবার এপ্রিল ফুল করলে যেতে হবে জেলে

Maharashtra govt warns citizens against spreading fake rumours as april fools prank : প্রত্যেক বছর পয়লা এপ্রিল দিনটিকে মানুষ অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে থাকে । প্রত্যেক মানুষ তার বন্ধু বান্ধব , আত্মীয় স্বজনের সাথে এই দিনটিতে বিভিন্ন রকম মিথ্যার আশ্রয় নিয়ে বোকা বানিয়ে থাকে ।

কিন্তু ২০২০ সালটা হয়তো একটু আলাদা হতে চলেছে । সারা দেশে করোনা নামক মহামারী দাপিয়ে বেড়াচ্ছে । ইতিমধ্যে শেষ পাওয়া খবর অনুসারে সারা দেশে ১২৫২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে । ৩২ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ।

প্রত্যেকদিন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । সারা দেশে এখন যুদ্ধের পরিস্থিতি চলছে । ডাক্তার নার্স রা দিনরাত সেবা করে চলেছেন করনা আক্রান্তদের ।

তাই বলা যায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার জনগণের কাছে অনুরোধ করছেন করোনা বিষয়ে যেন কোন ভুল তথ্য না ছড়ানো হয় ।

এবং যারা করোনা বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আগামী কাল পয়লা এপ্রিল । বা অন্যভাবে বললে এপ্রিল ফুল ডে । এই দিন মানুষ মানুষকে বোকা বানিয়ে আনন্দ উপভোগ করে থাকে ।

এইবছর যেন এপ্রিল ফুল করা থেকে মানুষ বিরত থাকেন তাই মহারাষ্ট্র সরকার জনগণকে সতর্ক করে দিল । এপ্রিল ফুলের দিন যেন কোনরকম গুজব না ছড়ানো হয় । নাহলে যেতে হবে জেলে ।

যে এই সতর্কবানী উপেক্ষা করে মিথ্যা গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে ইনফরমেশন টেকনলজি অ্যাক্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে ।

যেহেতু দেশের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল তাই যেকোনধরনের মিথ্যা গুজব আরও বেশি আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে পারে । তাই এই দিন যদি কেউ মিথ্যা গুজব ছড়ায় তার বিরুদ্ধে পুলিশ সাইবার ক্রাইম এর আওতায় পড়বে । এবং পুলিশ তার যথাযথ ব্যবস্থা নেবে ।

আরও পড়ুনঃ আপনার এই কোম্পানির প্রিপেড সিম থাকলে মেয়াদ বাড়তে চলেছে , সাথে মিলবে টকটাইম !

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরাসরি এপ্রিল ফুলের দিন এই ধরনের কোন সতর্কতা না জানানো হলেও , এপ্রিল ফুলের দিন যেকোনোরকম গুজব ছড়ানো থেকে বিরত থাকুন । এটাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ ।

কারন পুলিশ প্রশাসন সর্বদা সোশ্যাল মিডিয়ার উপর নজর রেখে চলেছেন । কোনরকম ভুল বার্তা ছড়ানো হলেই তাঁরা উপযুক্ত ব্যবস্থা নেবে ।

আমরা আশা রাখবো খুব শীঘ্রই করোনা আতঙ্ক নির্মূল হবে , এবং জনজীবন স্বাভাবিক হবে । সকল পাঠককে আগামী এপ্রিল ফুলের আগাম শুভেচ্ছে । বাড়িতে থাকুন , সুস্থ থাকুন । করোনা ভাইরাস থেকে বাঁচার এটাই এক এবং একমাত্র উপায় ।

Source: INDIA TODAY

সব খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন