
৭২ মাল্টি টাস্কিং স্টাফ || যোগ্যতা মাধ্যমিক পাশ
multitasking staff examination 2020 : গয়ার অফিসার্স ট্রেনি অ্যাকাডেমি ক্যাডেট অর্ডারলি, কুক, সাইকেল রিপেয়াস, গ্ৰাউন্ডসম্যান, এম.টি.এস চৌকিদার, এম.টি.এস গার্ডেনার, এম.টি.এস সাফাইওয়ালা ও ওয়াশারম্যান পদে ৭২ জন লোক নিচ্ছে।
কারা কোন পদের যোগ্য :
ক্যাডেট অর্ডারলি :–
মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন।
বয়স :- বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে :– ১৮,০০০―৫৬,৯০০ টাকা।
শূন্যপদ :– ১৩ টি (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৪, ই.ডব্লু.এস ২)।
গ্ৰাউন্ডসম্যান :–
মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন।
বয়স :– বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনে :– ১৮,০০০–৫৬,৯০০ টাকা।
শূন্যপদ :– ৩ টি (জেনাঃ ১, তঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)।
কার্পেন্টার :―
মাধ্যমিক পাশের পর আই.টি.আই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। কার্পেন্টারের কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :– বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে :– ১৯,৯০০―৬৩,২০০ টাকা।
সিভিল মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্ৰেড) :–
মাধ্যমিক পাশরা ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আর গাড়ি চালানোর কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স :– বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে :–১৯,৯০০―৬৩,২০০ টাকা।
শূন্যপদ :– ৮ টি (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ও.বি.সি ২, ই.ডব্লু.এস ১)।
কুক :–
মাধ্যমিক পাশরা ভারতীয় খাবার রান্নার কাজে দক্ষ থাকলে আবেদন করতে পারেন।
বয়স :– বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনে :– ১৯,৯০০–৬৩,২০০ টাকা।
শূন্যপদ :– ১৪ টি (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ও.বি.সি ৩, ই.ডব্লু.এস ১)।
মসালচি :―
মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। মসালচির কাছে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :–বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনে :– ১৮,০০০–৫৬,৯০০ টাকা।
শূন্যপদ :–২ টি (জেনাঃ ১, তঃজাঃ ১)।
এম.টি.এস চৌকিদার :–
মাধ্যমিক পাশরা চৌকিদারের কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স :– বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনে :– ১৮,০০০– ৫৬,৯০০ টাকা।
শূন্যপদ :–১১ টি (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৩, ই.ডব্লু.এস ১)।
এম.টি.এস গার্ডেনার :–
মাধ্যমিক পাশরা গার্ডেনারের কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স :–বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে
মূল মাইনে :– ১৮,০০০–৫৬,৯০০ টাকা।
শূন্যপদ :– ৩ টি (জেনাঃ ১, তঃজাঃ ১, ও.বি.সি ১)।
এম.টি.এস সাফাইওয়ালা :–
মাধ্যমিক পাশরা সাফাইওয়ালার কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স :– বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনে :– ১৮,০০০–৫৬,৯০০ টাকা।
শূন্যপদ :– ১১ টি (জেনাঃ ৭, তঃউঃজাঃ ১, ও.বি.সি ২, ই.ডব্লু..এস ১)।
এম.টি.এস ওয়াশারম্যান :–
মাধ্যমিক পাশরা সাফাইওয়ালার কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
বয়স :– বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মূল মাইনে :– ১৮,০০০–৫,৯০০ টাকা।
শূন্যপদ :– ২ টি (জেনাঃ)।
ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-২-২০২১ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ২ ঘন্টার লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে :– জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং–২৫ টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস–৫০টি প্রশ্ন, জেনারেল ইংলিশ–৫০টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউট –২৫ টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। পরীক্ষা হবে গোয়ায়।
আবেদন করবেন :–
দরখাস্ত করবেন সাধারণ ‘A–4’ মাপের কাগজে।
তখন সঙ্গে দেবেন :–
(১) এখনকার তোলা ৪ কপি পাশপোর্ট মাপের ফটো (প্রত্যয়িত করা ২ কপি দরখাস্তের সঙ্গে গেঁথে ও ২ কপি দরখাস্তের সঙ্গে সেঁটে)
(২) নিজের নাম-ঠিকানা লেখা ২৫ টাকার ডাক টিকিট সাঁটা একটি ১২×১৮ সেমি মাপের খাম ।
(৩) বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত নকল।
দরখাস্ত ভরা খামের উপর লিখবেন ‘APPLICATION FOR THE POST OF …………………. Category………….’ দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে। পৌঁছানো চাই ১ ফেব্রুয়ারির মধ্যে।
ঠিকানা :– The Commandant, Officers Training Academy, Gaya (Bihar), PIN : 823005
শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম ।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …