DMCA.com Protection Status

Join Whatsapp Group

Nasirabad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারের এই সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা পঞ্চম শ্রেণী । সর্বাধিক বেতন ৫৬২০০ টাকা

Spread the love
Nasirabad Cantonment Board Recruitment 2023
Nasirabad Cantonment Board Recruitment 2023

Nasirabad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারের এই সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা পঞ্চম শ্রেণী । সর্বাধিক বেতন ৫৬২০০ টাকা

বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( Nasirabad Cantonment Board Recruitment 2023 ) । পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম । বন্ধুরা আমরা খুঁজে খুঁজে এমন খবর আপনাদের সামনে নিয়ে আসি  যেখানে একজন সাধারন প্রার্থীও আবেদনের যোগ্য । আমরা সেই খবর মূলত বাদ দিয়ে চলি যেখানে কোন টেকনিক্যাল যোগ্যতা লাগে ।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – Join Now

কারণ আমরা ভালোভাবেই জানি পশ্চিমবঙ্গের বেশিরভাগ বেকার যুবক যুবতীরা একাডেমীক পড়াশোনার বাইরে খুব কমই আলাদা কোর্স করে থাকেন । তাই আজও আপনাদের জন্য এমন একটি চাকরি খবর নিয়ে এসেছি যেখানে একজন পঞ্চম শ্রেণী পাশ প্রার্থীও আবেদন করতে সক্ষম । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা ছেলে মেয়ে উভয়েই এই পদে আবেদনের যোগ্য ।

Nasirabad Cantonment Board Recruitment 2023

বিজ্ঞপ্তি নাম্বার – NCB/Recruitment/2022-23/200

পদের নাম –

লোয়ার ডিভিশন ক্লার্ক

বয়স –

প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি / উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব ধরা হবে ০১/১২/২০২২ অনুসারে ।  

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদনের যোগ্য । সাথে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ।

এর সাথে সাথে কম্পিউটারে ইংরাজি টাইপিং এ প্রতি মিনিটে ৩৫ টি শব্দ তোলার গতি থাকতে হবে । এবং হিন্দি টাইপিং এ ৩০ শব্দ তোলার গতি থাকতে হবে ।

বেতন –

২০৮০০ টাকা থেকে ৬৫৯০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ।

পদের নাম –

হেল্পার টু ইলেক্ট্রিশিয়ান

বয়স –

প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি / উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব ধরা হবে ০১/১২/২০২২ অনুসারে ।  

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থী ক্লাস ফাইভ পাশ হলেই আবেদনের যোগ্য ।

বেতন –

১৭৭০০ টাকা থেকে ৫৬২০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ।

পদের নাম –

বেল্ডার

বয়স –

প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি / উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব ধরা হবে ০১/১২/২০২২ অনুসারে ।  

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থী ক্লাস ফাইভ পাশ হলেই আবেদনের যোগ্য ।

বেতন –

১৭৭০০ টাকা থেকে ৫৬২০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ।

পদের নাম –

মালী  

বয়স –

প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি / উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব ধরা হবে ০১/১২/২০২২ অনুসারে ।  

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থী ক্লাস ফাইভ পাশ হলেই আবেদনের যোগ্য ।

বেতন –

১৭৭০০ টাকা থেকে ৫৬২০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ।

আরও পড়ুনঃ Amul Careers : আমূল কোম্পানিতে চাকরি ! কিভাবে আবেদন করবেন দেখুন ।

পদের নাম –

চৌকিদার কাম গার্ডেনার

বয়স –

প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি / উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব ধরা হবে ০১/১২/২০২২ অনুসারে ।  

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থী ক্লাস ফাইভ পাশ হলেই আবেদনের যোগ্য ।

বেতন –

১৭৭০০ টাকা থেকে ৫৬২০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ।

পদের নাম –

পিওন / টার্মিনাল ট্যাক্স পিওন

বয়স –

প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি / উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব ধরা হবে ০১/১২/২০২২ অনুসারে ।  

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থী ক্লাস ফাইভ পাশ হলেই আবেদনের যোগ্য ।

বেতন –

১৭৭০০ টাকা থেকে ৫৬২০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ।

পদের নাম –

চৌকিদার

বয়স –

প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি / উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব ধরা হবে ০১/১২/২০২২ অনুসারে ।  

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থী ক্লাস ফাইভ পাশ হলেই আবেদনের যোগ্য ।

বেতন –

১৭৭০০ টাকা থেকে ৫৬২০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ।

পদের নাম –

সাফাইওয়ালা / ডিগার

বয়স –

প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হবে । তবে সরকারী নিয়ম অনুসারে ওবিসি প্রার্থীরা ৩ বছর , তপশিলি জাতি / উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । বয়সের হিসাব ধরা হবে ০১/১২/২০২২ অনুসারে ।  

আরও পড়ুনঃ Post Office Recruitment 2023 : পশ্চিমবঙ্গে ডাকবিভাগে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থী ক্লাস ফাইভ পাশ হলেই আবেদনের যোগ্য ।

বেতন –

১৭৭০০ টাকা থেকে ৫৬২০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে ।

শূন্যপদ ( Nasirabad Cantonment Board Recruitment 2023 Vacancy )–

উপরোক্ত পদগুলিতে কোন ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে তা ছকের সাহায্যে দেখানো হল । ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ দেখার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন । প্রতিবেদনের শেষে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে ।

ক্রমিক নংপদের নামশূন্যপদ
লোয়ার ডিভিশন ক্লার্ক৪ টি
হেল্পার টু ইলেক্ট্রিসিয়ান১ টি
বেল্ডার৫ টি
মালী২ টি
চৌকিদার কাম গার্ডেনার১ টি
পিওন / টার্মিনাল ট্যাক্স পিওন৪ টি
চৌকিদার২ টি
সাফাইওয়ালা / ডিগার১৯ টি
মোট৩৭ টি

প্রার্থী বাছাই পদ্ধতি ( Nasirabad Cantonment Board Recruitment 2023 P rocess )–

উপরের প্রতিটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । কোনরকম ইন্টারভিউ নেওয়া হবে না । তবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশ করার পর টাইপিং টেস্ট নেওয়া হবে ।  লিখিত পরীক্ষার তারিখ সময় এবং স্থান অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে জানানো হবে ।

লিখিত পরীক্ষার সিলেবাস ( Nasirabad Cantonment Board Recruitment 2023 Exam Syllabus )–

লিখিত পরীক্ষা ১২০ নম্বরের হবে । সময় থাকবে ২ ঘণ্টা । পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে ।উত্তর করতে হবে ওএমআর শিটের মধ্যে । পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে , যাতে চারটি অপশন থাকবে ।

এই লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে । প্রতি তিনটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে ।

লোয়ার ডিভিশন ক্লার্কবিষয়প্রশ্ন সংখ্যানম্বরপরীক্ষার সময়
হেল্পার টু ইলেক্ট্রিসিয়ানপঞ্চম শ্রেণীর সিলেবাস অনুসারে পরীক্ষা হবে ১২০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবেমোট ১২০ নম্বরের প্রশ্ন হবেসময় থাকবে ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ।
বেল্ডার
মালী
চৌকিদার কাম গার্ডেনার
পিওন / টার্মিনাল ট্যাক্স পিওন
সাফাইওয়ালা / ডিগার

লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে নিম্নলিখিত সিলেবাস থাকবে । যথা –

বিষয়প্রশ্ন  সংখ্যানম্বরসময়
জেনারেল ইন্টালিজেন্স এন্ড রিজনিং১২০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবেমোট ১২০ নম্বরের প্রশ্ন হবেসময় থাকবে ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ।
জেনারেল আওয়েরনেস
নিউম্যারিক্যাল আপ্টিটিউট
ইংলিশ কম্প্রিহেনশন

আবেদন পদ্ধতি ( Nasirabad Cantonment Board Recruitment 2023 Application Process )–

আবেদন করতে হবে অফালাইনে । সেক্ষত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করুণ ।

১. সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাটের দরখাস্তটি ডাউনলোড করে যথাজথ পূরণ  করুন ।

২. দরখাস্তের সঙ্গে নিন্মলিখিত ডকুমেন্ট গুলি জুড়ে দেন ।

৩. আবেদন ফি এর  ডিমান্ড ড্রাফটটি সংযুক্ত করুণ । পরে আবেদন ফি সংক্রান্ত তথ্য দেওয় হল ।

৪. নিজের নাম ঠিকানা লেখা ৩০ টাকা মুল্যের ডাকটিকিট সাঁটানো দুটি খাম দরখাস্তের সঙ্গে যুক্ত করুণ ।

৫. এবার ডাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন ।

আবেদন পত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট দেবেন ?

আবেদন পত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্ট জমা দেবেন । যথা –

১.  বয়সের প্রমানপত্র হিসেবে যথাযথ সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল ।

২. শিক্ষাগত যোগ্যতার যথাযথ সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল ।

৩. ৪ কপি পাসপোর্ট মাপের ফটো । এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাটিয়ে এবং বাকি তিনকপি দরখাস্তের সঙ্গে জুড়ে দেবেন ।

৪. কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল ( যদি থাকে)।

৫. বিধবা , ডিভোর্সি , আইনত বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে যথাযথ নথির স্বপ্রত্যয়িত নকল ।

আরও পড়ুনঃ LIC ADO Recruitment 2023 : পশ্চিমবঙ্গের বিভিন্ন LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ, ১০৪৯টি শূন্যপদ, বেতন ৫১,৫০০ টাকা

৬. আর্থিকভাবে অনগ্রসরদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেটের নকল ।  

৭. অভিজ্ঞতার সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল ( যদি থাকে )।

৮. প্রাক্তন সমর কর্মীদের যথাযথ প্রমান পত্রের স্বপ্রত্যয়িত নকল ।

৯. নিজের নাম ঠিকানা লেখা ৩০ টাকার ডাকটিকিট সাঁটানো দুটি খাম ।

১০ . ৩০০ টাকার ডিমান্ড ড্রাফ্‌ট ( যদি প্রযোজ্য হয় ) । এক্ষেত্রে আবেদন ফি সংক্রান্ত তথ্য দেখুন ।

আবেদন ফি –

আবেদন ফি হিসেবে ৩০০ টাকার ডিম্যান্ড ড্রাফট জমা করতে হবে । ডিমান্ড ড্রাফ্‌ট টি “Chief Executive Officer , Cantoment Nasirabad” এর অনুকুলে প্রদেয় হতে হবে ।

তবে তপশিলি , প্রাক্তন সমর কর্মী , বিধবা , ডিভোর্সি , আইনত বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ফি দিতে হবে না ।

আবেদন পাঠানোর শেষ তারিখ –

দরখাস্ত পৌছাতে হবে আগামী ২১ শে ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে ।

আবেদন পাঠানোর ঠিকানা –

Cantonment Board Nasirabad

Nasirabad , Dist – Ajmer

Rajasthan ,

Pin – 305601

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

অফিসিয়াল নোটিফিকেশন – Click To Download

আবেদন পত্রের নমুনা – Click To Download

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ – Join Now

  • KPSC Recruitment 2024 : কেরালা পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveKPSC Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Sainik School Job Vacancy 2024 : সৈনিক স্কুলে কর্মী নিয়োগ
    Spread the loveSainik School Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Dist Judge Court Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে জেলা আদালতে এইট পাশে কর্মী নিয়োগ
    Spread the loveDist Judge Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • NPCIL Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে পারমাণবিক শক্তি বিভাগে কর্মী নিয়োগ
    Spread the loveNPCIL Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • BGSYS Recruitment 2024 : গ্রাম স্বরাজ যোজনা সোসাইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveBGSYS Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading