DMCA.com Protection Status

Join Whatsapp Group

নেভিতে ১২১জন অফিসার || যোগ্যতা সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট

Spread the love
navy recruitment 2021
navy recruitment 2021

নেভিতে ১২১জন অফিসার || যোগ্যতা সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট

navy recruitment 2021 : ভারতীয় নৌবাহিনী পার্মানেন্ট কমিশনে এক্সিকিউটিভ ব্রাঞ্চে (ন‍্যাভাল আর্মামেন্ট ইন্সপেকশন ক‍্যাডার) ও শট সার্ভিস কমিশনে এক্সিকিউটিভ ব্রাঞ্চে (জেনারেল সার্ভিস/হাইড্রো ক‍্যাডার) / টেকনিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস) এ কাজের জন্য ‘অফিসার’ পদে ১২১ জন অবিবাহিত ছেলে নিচ্ছে।


কারা কোন পদের জন্য যোগ্য :-

এক্সিকিউটিভ ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস- জি.এস/ এক্স-হাইড্রো ক‍্যাডার) :–


যোগ্যতা :– ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখার ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে পাশ ছেলেরা যোগ্য।


বয়স :– জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৬ থেকে ১-১-২০০২ এর মধ্যে।


শূন‍্যপদ :– ৪০ টি। এর মধ্যে জেনারেল সার্ভিসে ৩৮ ও হাইড্রো ক‍্যাডারে ২।

এক্সিকিউটিভ (ব্রাঞ্চ ন‍্যাভাল আর্মামেন্ট ইন্সপেকশন ক‍্যাডার) :―


যোগ্যতা :– ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রিক‍্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইনফর্মেশন টেকনোলাজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, মেটালার্জি, মেটালার্জিক‍্যাল, কেমিক্যাল, মেটেরিয়াল সায়েন্স, অ্যারোস্পেস, অ্যারোনটিক‍্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রো ইলেক্ট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডেকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য।


বয়স :– জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৭ থেকে ১-৭-২০০২ এর মধ্যে।


শূন‍্যপদ :– ১৬টি।

এক্সিকিউটিভ ব্রাঞ্জ (অবজার্ভার):―


যোগ্যতা :– মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ইংরিজিতে অন্তত ৬০% সহ মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।


বয়স :- জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৭ থেকে ১-৭-২০০২ এর মধ্যে।


শূন‍্যপদ :– ৬টি।

এক্সিকিউটিভ ব্রাঞ্চ (পাইলট) :–


যোগ্যতা :– মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ইংরিজিতে অন্তত ৬০% সহ মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।


বয়স :- জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৭ থেকে ১-৭-২০০২ এর মধ্যে।


শূন‍্যপদ :– ১৫টি (পুং ১২, স্ত্রী ৩)।

এক্সিকিউটিভ ব্রাঞ্চ (লজিস্টিক্স) :–


যোগ্যতা :– মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য। প্রথম শ্রেণীর এম.বি.এ কোর্স পাশরাও যোগ্য। প্রথম শ্রেণীর ডিগ্ৰি কোর্স পাশরা ফিনান্স, লজিস্টিক্স, সাপ্লাই চেন ম‍্যানেজমেন্ট পোস্ট গ্ৰ‍্যজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য। প্রথম শ্রেণীর এম.সি.এ বা এম.এসসি (আই.টি) কোর্স পাশরাও যোগ্য।


বয়স :– জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৬ থেকে ১-১-২০০২ এর মধ্যে।


শূন‍্যপদ :– ২০টি।

এক্সিকিউটিভ ব্রাঞ্চ (আই.টি) :–


যোগ‍্যতা :– কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আই.টি নিয়ে ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে পাশ ছেলেরা যোগ্য। এম.সি.এ, এম.এসসি (আই.টি) বা কম্পিউটার সায়ন্স ইঞ্জিনিয়ারিং (এম.টেক) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলেও যোগ্য।


বয়স :– জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৬ থেকে ১-১-২০০২ এর মধ্যে।
শূন‍্যপদ :– ২৫টি।

টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব পদে

এস.এস.সি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস) :–


যোগ্যতা :– মেকানিক্যাল, মেরিন, ইন্সট্রুমেন্টেশন, প্রোডেকশন, অ্যারোনটিক‍্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম‍্যানেজমেন্ট, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস অটোমোবাইল, মেটালর্জি, মেকাট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য।


বয়স :– জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৬ থেকে ১-১-২০০২ এর মধ্যে।


শূন‍্যপদ :– ৩০টি।

এস.এস.সি ইলেক্ট্রিক‍্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস) :–


যোগ্যতা :– ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টশন , ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি (বি.ই বা বি.টেক)। কোর্স পাশ ছেলেরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য।


বয়স :– জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৬ থেকে ১-১-২০০২ এর মধ্যে।


শূন‍্যপদ :– ৪০টি।

এডুকেশন ব্রাঞ্চ এ নেওয়া হবে এইসব পদে :–


নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য :–


(ক) ফিজিক্স বিষয় নিয়ে বি.এসসি কোর্স পাশরা এম.এসসি (অঙ্ক/অপারেশনাল রিসার্চ) কোর্স পাশ ছেলেরা যোগ্য। শূন‍্যপদ :- ৬টি।


(খ) অঙ্ক বিষয় নিয়ে বি.এসসি কোর্স পাশরা এম.এসসি (ফিজিক্স/নিউক্লিয়ার ফিজিক্স) কোর্স পাশ ছেলেরা যোগ্য। শূন‍্যপদ :–৩টি।


(গ) মেটেওরলজি, ওসিয়ানোলজি, অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্সের প্রথম শ্রেণী এম.এসসি কোর্স পাশ ছেলেরা যোগ্য। শূন‍্যপদ :–১টি।


(ঘ) মোট অন্তত ৬০% নম্বর পেয়ে কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ইনফর্মেশন সিস্টেমস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেরা যোগ্য।। শূন‍্যপদ :–১টি।


(ঙ) মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক‍্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক‍্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেরা যোগ্য। শূন‍্যপদ :-২টি।


(চ) মোট অন্তত ৬০% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেরা যোগ্য। শূন‍্যপদ :–২টি।


(ছ) মোট অন্তত ৬০% নম্বর পেয়ে কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ইনফর্মেশন সিস্টেম বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশ ছেলেরা যোগ্য। শূন‍্যপদ :– ২টি।

পরীক্ষা পদ্ধতি –

ওপরের সব ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট অন্তত ৬০% নম্বর আর মাধ‍্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের ইংরেজি বিষয়ে অন্তত ৬০% নম্বর থাকতে হবে। সাধারণত প্রার্থী বাছাই হয় ‘ইন্ডিয়ান নেভি এন্ট্রাল টেস্ট(INET)’র মাধ্যমে । প‍্যান্ডামিক পরিস্থিতির জন্য এবার এন্ট্রন্স টেস্ট হবে। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ‍্যতায় পাওয়া নম্বর দেখে। দরখাস্ত দেখে মোট শূন‍্যপদের ৪০ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে ফেব্রুয়ারিতে, ব‍্যাঙ্গালোর, ভূ-পাল, বিশাখাপত্তনম ও কলকাতায়। সফল হলে ডাক্তারি পরীক্ষা। ট্রেনিং শুরু জূনে।

আবেদন পদ্ধতি :–

দরখাস্ত করবেন অনলাইনে ৩১ ডিসেম্বরের মধ্যে।

এই ওয়েবসাইটে

www.joinindiannavy.gov.in

এজন্য বৈধ একটি ই-মেল থাকতে হবে। এছাড়াও যাবতীয় প্রমাণপত্র স্ক‍্যান করে নেবেন। প্রথমে ওপরের ঐই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !

  • Cold Drink Business Plan : স্বল্প পুঁজিতে শুরু করুন, রমরমিয়ে চলবে ব্যবসা
    Spread the loveCold Drink Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Kalakshetra Foundation Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে কলাক্ষেত্র ফাউন্ডেশনে নিয়োগ
    Spread the loveKalakshetra Foundation Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • AIASL Job Vacancy 2024 : বিমান সংস্থায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveAIASL Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • LDC Job 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveLDC Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Ward Boy Job Vacancy 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveWard Boy Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading