
মুখ্যমন্ত্রী সরকারী কর্মচারীদের দিলেন নির্দেশ
New rules for government emplyoees of west bengal : আজ সাংবাদিক সম্মেলনে সরকারী বেসরকারি অফিস এবং সরকারী কর্মচারীদের উদ্দেশ্যে দিলেন বেশ কয়েকটি নির্দেশ । তিনি বলেছেন কোভিড আক্রান্তের সংখ্যা যেহেতু দিন দিন বেড়ে চলেছে সেই কথা মাথায় রেখে প্রত্যেক সরকারী অফিসকে প্রতি সাতদিন অন্তর স্যানিটাইজ করার নির্দেশ দিলেন ।
বেসরকারি অফিসগুলো যেন স্যানিটাইজেশনের এই নিয়ম মানে সেই ব্যাপারে অনুরোধ করেছেন । তিনি এও জানিয়েছেন নবান্নে আগামী শুক্রবার স্যানিটাইজেশন হবে । এবং আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার নবান্নকে স্যানিটাইজেশন করা হবে ।
এছাড়াও তিনি আরও একবার মনে করিয়ে দিয়েছেন এই কঠিন পরিস্থিতিতেও সরকারী কর্মচারিদের বেতন একদিনের জন্যও কাটা হয়নি । এবং তাঁর সরকার যতদিন পারবে এভাবেই চালিয়ে যাবে । সরকারী কর্মচারি তথা শিক্ষকদের বেতন কাটা হবে না ।
করোনা আক্রান্তের সংখ্যা যেহেতু দিন দিন বেড়ে চলেছে সেই কথা মাথায় রেখে তিনি সরকারী অফিসের কর্মচারীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন । এর আগের নির্দেশিকা অনুসারে সরকারী অফিসের দুটি শিফটে ৭০ % কর্মী কাজ করবেন আগামী ৩১ শে জুলাই পর্যন্ত । কিন্তু আজ সেই নির্দেশিকার বদল করে কর্মীদের সংখ্যা ৭০ % থেকে ৫০ % নামিয়ে আনা হল । এবার থেকে সরকারী অফিসে ৫০ % কর্মী নিয়ে কাজ করা হবে ।
তিনি আবারও একবার অনুরোধ করেছেন যেসকল জায়গায় ওয়ার্ক ফ্রম হোম সম্ভব সেখানে যতটা সম্ভব এই পদ্ধতিকে ব্যবহার করা হোক । সরকারী অফিসে এই নিয়ম তো লাগু হবেই । বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোম করার জন্য অনুরোধ করেছেন ।