JOB NEWS

NIELIT Vacancy 2023 : কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগ

Spread the love
NIELIT Vacancy 2023

NIELIT Vacancy 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

NIELIT Vacancy 2023

সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবে । ন্যাশানাল ইন্সটিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি   (National Institute of Electronics and Information Technology)  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে  । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স,  আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি নাম্বার – NIELIT/NDL/STQC/2023/2

পদের নাম –

হেল্পার (Helper -B) 

শূন্যপদ –

২৪ টি ।

শিক্ষাগত যোগ্যতা –

আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃতি ও প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । 

বয়স –

হেল্পার পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে । সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীরা বয়সে ছাড় পাবে । 

বেতন –

এই পদে প্রার্থীদের মসিক বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা । 

আরও পড়ুন – মাধ্যমিক পাশে সংগীত শিক্ষক নিয়োগ

পদের নাম –

ট্রেডসম্যান ( Tradesman – B ) 

শূন্যপদ –

২৬ টি।

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে । এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে । প্রার্থীদের ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । আরও বিস্তারিত তথ্য জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর । সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাপ থাকবে ।

বেতন –

এই পদে প্রার্থীরা বেতন পাবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত । 

আরও পড়ুন – ৬ হাজার ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই

পদের নাম –

ড্রাফটম্যান ( Draftsman -C) 

শূন্যপদ –

৫ টি ।

শিক্ষাগত যোগ্যতা –

আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে । এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। 

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে । সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাপ থাকবে ।

বেতন –

এই পদের মাসিক বেতন ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত। 

উপরিক্ত পদ গুলি ছাড়া আরও কিছু পদে নিয়োগ করা হবে সেটি জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আরও পড়ুন – কলকাতা পুলিশে অষ্টম শ্রেণী পাশে প্রচুর কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি –

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষায় এবং স্কিল টেস্ট এর মাধ্যমে । শুধুমাত্র হেলপার পদে লিখিত পরীক্ষা নেওয়া হবে। বাকি দুটি পদে লিখিত পরীক্ষার পাশাপাশি স্কিল টেস্টও নেওয়া হবে। 

আবেদন পদ্ধতি –

উপরিক্ত সমস্ত পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপ গুলি অনুসরণ করুন । 

১. উপরিক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে । ওখান থেকেই আবেদনের লিংক পাওয়া যাবে । আপনাদের সুবিধার্থে সরাসরি আবেদনের লিংক নিচে দেওয়া হল । 

২. পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর একটি বৈধ ইমেইল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে ।

৩. আবেদন করার সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে । কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া হল ।

৫. অনলাইন মোড ছাড়া অন্য কোনভাবে আবেদন করা যাবে না । 

 ৬. উপরিক্ত পথগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের একটি আবেদন কি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন কি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল । 

আরও পড়ুন – লটারি কেটে গাড়ির খালাসি হল কোটিপতি

৭. আবেদন করার সময় প্রার্থীদের পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আপলোড করতে হবে । 

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে?

নিম্নলিখিত ডকুমেন্টগুলি পিডিএফ ফাইল আপলোড করতে হবে ।

১. বয়সের প্রমাণপত্র 

২. মাধ্যমিকের মার্কশিট 

৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট ( যদি থাকে)

৪. আইটিআই সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) 

৫. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)

৬. EWS সার্টিফিকেট (যদি থাকে)

৭. PwD সার্টিফিকেট (যদি থাকে)

৮. পরিচয় পত্র 

৯. অভিজ্ঞতার সার্টিফিকেট 

আরও পড়ুন – কেন্দ্র সরকারি সংস্থায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

আবেদন ফি –

উপরিক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা করতে হবেমহিলা, SC, ST, PWD প্রার্থীদের আবেদন ফি লাগবে না। আবেদন ফি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। 

আবেদনের সময়সীমা –

উপরিক্ত সমস্ত পদে আবেদন করা যাবে ২-১০-২৩ তারিখ বেলা ১১ : ৩০ টা থেকে ৩১-১০-২০২৩ তারিখ বিকেল ৫:৩০ পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীদের এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক       

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অনলাইন আবেদনApply Now
আমাদের Whatsapp চ্যানেলJoin Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

This post was last modified on October 4, 2023 11:14 am

Ananya Das

Recent Posts

Soap Making Business Plan : এই জিনিসের ব্যবসা শুরু করে মাসে হবে বাম্পার আয়!

Soap Making Business Plan Soap Making Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা…

18 hours ago

RD Scheme in Post Office : পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে ৫ বছরেই পান ৮০ হাজার টাকা রিটার্ন

RD Scheme in Post Office RD Scheme in Post Office : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই…

2 days ago

Popcorn Business Plan : স্বল্প টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করুন, মাসে ইনকাম হবে ৩০ হাজার টাকা

Popcorn Business Plan Popcorn Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে…

2 days ago

PhonePe Earning Tricks : ঘরে বসেই ফোনপে থেকে আয় করুন প্রচুর টাকা! জানুন কীভাবে?

PhonePe Earning Tricks PhonePe Earning Tricks : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন…

3 days ago

Lemon Grass Cultivation : অবাক হলেও সত্যি! ঘাসের চাষ করে প্রতি মাসে আয় করুন হাজার হাজার টাকা

Lemon Grass Cultivation Lemon Grass Cultivation : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে…

3 days ago

Gujarat High Court Recruitment : এই হাইকোর্টে স্টেনো পদে কর্মী নিয়োগ

Gujarat High Court Recruitment Gujarat High Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা…

4 days ago