DMCA.com Protection Status

Join Whatsapp Group

আবারো প্রচুর আশাকর্মী নিয়োগ করা হচ্ছে / আবেদন করুন এক্ষুনি

Spread the love

আবারো প্রচুর আশাকর্মী নিয়োগ করা হচ্ছে / আবেদন করুন এক্ষুনি

notice-and-application-form-for-recruitment-of-asha-karmee-for-medinipur-sadar-subdivision

আবারো প্রচুর আশাকর্মী নিয়োগ করা হচ্ছে / আবেদন করুন এক্ষুনি

মেদিনীপুর সদর মহুকুমার আশা সিলেকশান কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী ৯৫ টি শূন্যপদ পুরনের জন্য আশা কর্মী নিয়োগ করা হবে এই পদের আবেদনের জন্য বয়স , শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হল

শূন্যপদঃ

মোট৯৫ টি ( গড়বেতা ব্লকের জন্য ৩৫ টি , গড়বেতা ব্লকের জন্য টি , গড়বেতা ব্লকের জন্য ২টি , শালবনি ব্লকের জন্য ১৪ টি , কেশপুর ব্লকের জন্য ১৬ টি , মেদিনীপুর সদর ব্লকের জন্য ২৩ টি )

আবেদন গ্রহনের স্থান , তারিখ ও সময়ঃ

আবেদনকারীনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লক অফিসে ০৯.০৭.২০১৮ তারিখ থেকে ০৯.০৮.২০১৮ তারিখের মধ্যে ছুটির দিন বাদে  বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা অবধি আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে ।

যোগ্যতাঃ

১. আবেদনকারীনিকে অবশ্যই বিবাহিতা /বিবাহ বিচ্ছিন্না অথবা বিধবা হবেন । ( বিবাহিতার ক্ষেত্রে প্রমানপত্র এবং বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে সরকারি কাগজ লাগবে । )

২. আশা ইউনিট অনুযায়ী যে গ্রামের আশাকর্মী হিসাবে নিযুক্ত হবেন সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে  ।

৩. বয়স অবশ্যই ০১.০১.২০১৮ অনুসারে  ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে । তফশিলি জাতি / তফশিলী উপজাতিদের জন্য বয়সের নিম্নসীমা হল ২২ বছর ।

৪. অবশ্যই মাধ্যমিক / সমতুল মানের পরীক্ষায় বসে থাকতে হবে । যদি মাধ্যমিকে অনুত্তীর্না হয়ে থাকেন সেক্ষেত্রেও আবেদন করা যাবে ।

৫. যারা মাধ্যমিক অপেক্ষা উচ্চতর শিক্ষায় শিক্ষিত তারাও আবেদনের যোগ্য । তবে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই বিবেচনাধীন হবে ।

আবেদনের সাথে কোন কোন প্রমানপত্র সংযুক্ত করবেনঃ

১. বসবাসের প্রমান হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড  দেখাতে হবে এবং আবেদনের সাথে তার স্বপ্রত্যয়িত কপি সংযুক্ত করবেন ।

২. মাধ্যমিকের মার্কশিট দেখাতে হবে এবং আবেদনের সাথে তার স্বপ্রত্যয়িত কপি সংযুক্ত করবেন  ।

৩.  বয়সের প্রমান হিসাবে জন্ম প্রমান পত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড দেখাতে হবে  এবং আবেদনের সাথে স্বপ্রত্যয়িত কপি সংযুক্ত করবেন ।

৪. এছাড়াও স্বপ্রত্যয়িত এক কপি ফটো আবেদন পত্রের নির্দিস্ট জায়গায় সাটাবেন এবং ঐ একই ফটো আর এক কপি আবেদনের সাথে জমা দেবেন ।

৫. দরখাস্তের সাথে ১০ টাকার ডাক টিকিট লাগানো নিজ নাম ঠিকানা লেখা একটি বড় খাম সংযুক্ত করবেন   ।

 উপরোক্ত তথ্যাদি যে ব্লকের জন্য আবেদন করবেন সেই ব্লকের অফিসে জমা দেবেন ।

 

  • যেসব এলাকায় জনসংখ্যার গরিষ্ঠ অংশ  তফশিলী জাতি /তফশিলী উপজাতি সেসব এলাকায় আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে তফশিলী জাতি/তফশিলী উপজাতি দের অগ্রাধিকার দেওয়া হবে  ।
  • গ্রেড – ১ , গ্রেড -২ স্বসহায়ক দলের সদস্যা / প্রশিক্ষিত দাই / লিঙ্ক কর্মীদের যোগ্যতা অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে ।

 

প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের মেদিনীপুর সদর মহুকুমার অফিসে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে । এবিষয়ের তারিখ সময় পরে জানানো হবে ।

 

নিচে অফিশিয়াল নোটিশটি একই সাথে আবেদনের ফরম্যাটটি নিচে সংযুক্ত করা হল –

আবেদন পত্র ও অফিশিয়াল নোটিশটি  ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন –   

KARMASATHE ANDROID  APP টি ডাউনলোড করুন  –   

notice-and-application-form-for-recruitment-of-asha-karmee-for-medinipur-sadar-subdivision