ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে / বেতন মাসিক ১১০০০ টাকা / অনালাইনে আবেদন চলছে
MPLADS, BEUP, GHS প্রোগ্রামের অধীনে দক্ষিন দিনাজপুরে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে একবছরের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীকালে কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো যেতে পারে । নিচে আপনাদের সুবিধার্থে বয়স , শিক্ষাগত যোগ্যতা , বেতন প্রভৃতির বিস্তারিত বিবরন তথা অফিশিয়াল নোটিশটি নিচে দেওয়া হল –
ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে / বেতন মাসিক ১১০০০ টাকা / অনালাইনে আবেদন চলছে
পদে আবেদনের যোগ্যতা এবং অন্যান্য বিবরন
পদ – ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ – ৩ টি
পদের স্থায়িত্ব – এটি চুক্তিভিত্তিক পদ । একবছরের জন্য নিয়োগ করা হবে । পরবর্তীকালে কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো যেতে পারে ।
বেতন – ১১০০০ টাকা / মাস
বয়স – ০১.০১.২০১৮ অনুসারে ৪০ বছরের মধ্যে ( সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুসারে ছাড় রয়েছে )
শিক্ষাগত যোগ্যতা – গ্র্যাজুয়েট ( UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ) এবং সরকার স্বীকৃত ইন্সটিটিউশন থেকে কম্পিউটারের সার্টিফিকেট কোর্স ।
অন্যান্য যোগ্যতা – কম্পিউটারে দক্ষ ।
অভিজ্ঞতা – ডাটা এন্ট্রির ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন ।
পরীক্ষার সিলেবাস – মোট – ১০০ নম্বর ( সাধারন জ্ঞান – ৫০ , ডাটা এন্ট্রির দক্ষতা যাচাই – ৩০ নম্বর , ইন্টারভিউ – ২০ নম্বর )
ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে / বেতন মাসিক ১১০০০ টাকা / অনালাইনে আবেদন চলছে
গুরুত্বপুর্ন কিছু তথ্য
দক্ষিন দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট ( নিচে দেখুন ) থেকে অনলাইনে আবেদন করা যাবে ।
আবেদন শুরু হবে ১৬/০৭/২০১৮ তারিখ থেকে ।
একজন আবেদনকারী একটি মাত্র পোস্টের জন্যই আবেদন করতে পারবেন ।
আবেদন করার শেষ তারিখ ২৬/০৭/২০১৮ বিকাল ৫.৩০ মিনিট ।
পরীক্ষার দিন ও তারিখ পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে ।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু হবে ১৬/০৭/২০১৮ তারিখ থেকে ।
আবেদন করার শেষ তারিখ ২৬/০৭/২০১৮ বিকাল ৫.৩০ মিনিট ।
অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ
দক্ষিন দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট – CLICK HERE
অনলাইনে আবেদন করুন – CLICK HERE
অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন – CLICK HERE
KARMASATHE ANDROID APP টি ডাউনলোড করুন – 
EXAM PREPARATION
wbcs history mock test
RRB group d preparation
wbcs online book store
wbcs guide books
IAS preliminary exam guide
ips preliminary exam guide
wbcs online help