DMCA.com Protection Status

Join Whatsapp Group

NREGA Job Card : জব কার্ডের নতুন তালিকা তৈরি হচ্ছে । কাজ পাবেন সেই অনুসারে ।

Spread the love
NREGA Job Card holder get job from west bengal govt
NREGA Job Card holder get job from west bengal govt

NREGA Job Card : জব কার্ডের নতুন তালিকা তৈরি হচ্ছে । কাজ পাবেন সেই অনুসারে ।

দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার কেন্দ্রের উপর তোপ দেগেছেন এই বিষয়কে কেন্দ্র করে । কেন্দ্রকে চিঠিও দিয়েছেন বেশকয়েকবার । কিন্তু কেন্দ্রের তরফে কোন সাড়া মেলেনি ।

Join Our Whatsapp Group – Click Here

মুখ্যমন্ত্রী বিষয়টি সর্বক্ষন চিন্তিত । আমাদের রাজ্য ১০০ দিনের কাজে প্রথম স্থান অধিকার করেছে । এরপরও কেন কেন্দ্র টাকা দিচ্ছে না ? প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জী । তার অভিযোগ কেন্দ্রের বঞ্চনা সত্বেও ৫০ লক্ষ কর্মদিবস তৈরি করেছেন ।

রাজ্যের সাধারন মানুষের একটি বড় অংশ তাকিয়ে থাকে ১০০ দিনের কাজের দিকে । যেহেতু দীর্ঘদিন ধরে কেন্দ্র টাকা দিচ্ছেনা , তাই বিপদে পরেছেন সাধারন মানুষ । আর এই কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারন মানুষের কল্যানের উদ্দেশ্যে এক বিরাট সিদ্ধান্ত নিয়েছেন ।

আরও পড়ুনঃ Yuvasree Prakalpa : প্রতিমাসে পান ১৫০০ টাকা । এই প্রকল্পে আবেদন করেছেন তো ?

রাজ্যের প্রান্তিক মানুষকে ১০০  দিনের কাজ দেওয়ার উদ্দেশ্যে বিরাট সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী । রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন যারা ১০০ দিনের কাজের উপর ভরসা করে থাকেন তাদের কাজে যেন কোন ঘাটতি না হয় সেবিষয়ে পদক্ষেপ নিতে ।

আর এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে জব কার্ড হোল্ডারদের আয়ের ধারা বজায় রাখতে তাদের বিভিন্ন সরকারি কাজে লাগানো হবে ।তাই স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যারা ১০০ দিনের কাজ করেন অর্থাৎ যাদের জব কার্ড রয়েছে তাদের একটি তালিকা তৈরি করতে হবে ।

আরও পড়ুনঃ Bangla Awas Plus Yojana 2023 : বাংলা আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বড় নির্দেশ ।

আর এই বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজ্যের জেলাগুলি পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছ জব কার্ড হোল্ডারদের তালিকা তৈরি করার । যেহেতু ১০০ দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছ তাই এবার সেই তালিকা ধরে রাজ্য সরকারের তরফে কাজ দেওয়া হবে ।

কেন্দ্র যখন টাকা দিচ্ছে না , তখন ত্রাতা হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী । তাই তারই নির্দেশে তাই স্বাস্থ্য দপ্তরের এহেন পদক্ষেপ ।

এইধরনের শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , রেল , ব্যাঙ্ক তথা রাজ্য এবং দেশের ট্রেণ্ডিং খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । নিচে লিংক দেওয়া হল –

Join Our Whatsapp Group – Click Here