DMCA.com Protection Status

Join Whatsapp Group

Oil Making Machine : কিভাবে নামমাত্র পুঁজিতে তেলের মিল খুলে হাজার হাজার টাকা আয় করবেন !

Spread the love
Oil Making Machine
Oil Making Machine

Oil Making Machine : কিভাবে নামমাত্র পুঁজিতে তেলের মিল খুলে হাজার হাজার টাকা আয় করবেন !

প্রিয় বন্ধুরা আশাকরি ভালো আছেন ( Oil Making Machine ) । কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা সবসময় চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প এবং অন্যান্য ট্রেন্ডিং খবর সরবরাহ করে থাকি ।

Join Our Whatsapp Group – Click Here

আমরা খুব ভালোভাবেই জানি বর্তমানে দেশে চাকরির কি হাল । তাই চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসার হালহদিশ দিয়ে থাকি । ব্যাবসা সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকে অল্প পুঁজিতে যেন সেই ব্যবসাটি শুরু করা যায় । যাতে করে যেকোন বেকার ছেলেও ব্যবসাটি সহজেই শুরু করতে পারেন । এই প্রতিবেদনের শেষে কর্মসাথীর পাঠকদের জন্য একটি বিরাট অফার দেওয়া আছে । যার মাধ্যমে আপনার কাছে কোন পুঁজি না থাকলেও ব্যবসাটি করতে পারবেন ।কিন্তু তার জন্য আপনাকে পুরো প্রতিবেদনটি খুঁটিয়ে পড়তে হবে । তো চলুন শুরু করা যাক ।

আজকের ব্যবসা আইডিয়া ( Oil Making Machine ) –

আজ যে মেশিনের কথা বলবো যেটির উৎপাদিত দ্রব্য আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য । যার ফলে এর চাহিদা কখনো কমবে না ।সারা জীবন নিশ্চিন্তে এই ব্যবসা চালিয়ে যেতে পারেন । আজ যে মেশিনের কথা বলবো সেটি হল তেল তৈরির মেশিন । একটি মাত্র মেশিনের সাহায্যেই সরিষা তেল , নারকেল তেল , বাদাম তেল , সাদা তেল , সয়াবিন তেল , সূর্যমুখী তেল তথা সব ধরনের তেল উৎপাদন করতে পারবেন ।

কেন এই ব্যবসাটি শুরু করবেন ( Oil Making Machine Business ) ?

প্রথমে আসি কেন তেল তৈরির মিল তৈরি করে ব্যবসা শুরু করবেন ? তেল হচ্ছে এমন একটি প্রোডাক্ট যা আমাদের প্রতিদিনের প্রয়োজন । তেল ছাড়া রান্না এটা কি সম্ভব ? তাই সহজেই বলা যায় এই ব্যবসায় কখনও চাহিদার ঘাটতি হবে না ।

দ্বিতীয়ত , কোন ব্যবসা শুরু করতে গেলে সব থেকে আগে চিন্তা আসে কিভাবে আপনি উৎপাদিত দ্রব্য বিক্রি করবেন ? যেহেতু তেল এমন একটি দ্রব্য যা সকলের প্রয়োজন , প্রতিদিনের প্রয়োজনের মধ্যে পরে , তাই সেটি বিক্রি করতে কোনরকম সাধ্য সাধনা করতে হবে না ।

তৃতীয়ত খাটি জিনিসের দামই আলাদা । বাজারে যে তেল বিক্রি হয় তাতে ভেজাল থাকেই । কিন্তু আপনি যদি আপনার এলাকার মানুষকে খাটি তেল বিক্রি করেন সেক্ষেত্রে এটা নিশ্চিত তারা আপনার কাছ থেকেই তেল কিনবে ।

আরও পড়ুনঃ এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।

চতুর্থত , আপনার বাড়ি যদি গ্রামের দিকে থাকে সেক্ষেত্রে অনেক চাষি রয়েছে যারা নিজের মাঠের সর্ষে ভাঙিয়ে তেল করতে চাইবে । আপনি তাদের সর্ষে ভাঙিয়ে দিয়েও প্রতি কেজিতে একটি চার্জ নিতে পারেন ।

পঞ্চমত – এটি এমন একটি ব্যবসা যার কোন উপকরনই বাতিল হয়না । যদি আপনি সর্ষে ভাঙিয়ে করেন সেখানে তেলের সাথে খোলও উতপন্ন হয় । সেক্ষেত্রে আপনি তেলের সাথে খোলও বিক্রি করতে পারবেন । কারণ এই খোল গবাদি পশুর খাবার হিসেবে অথবা সার হিসেবে ব্যবহার করা হয় ।

ষষ্টতঅত্যন্ত কম পুঁজিতে এমনকি বিনা পুঁজিতেও এই ব্যবসা শুরু করতে পারবেন । নীচে এই সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ।

সপ্তমত – এই প্রতিবেদনের শেষে আপনাদের সব থেকে কম দামে সব থেকে ভালো তেল তৈরির মেশিন কোথায় পাবেন তার ঠিকানা ও ফোন নাম্বার দিয়েছি । ।তাই সবদিক বিবেচনা করে বলা যায় এই ব্যবসা শুরু করা অত্যন্ত লাভজনক ।

তেল তৈরির মিল করতে কি কি লাগবে ?

এই ব্যবসা শুরু করতে লাগবে একটি মেশিন এবং কাঁচামাল । কাঁচামালের পাওয়ার ক্ষেত্রে কোনরকম ঝামেলা নেই । কারণ এর কাঁচামাল লোকাল মার্কেট থেকেই আপনি পেয়ে যাবেন ।

তেল তৈরির ক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে আপনি কিসের তেল তৈরি করবেন সেই অনুসারে আপনাকে কাঁচামাল ব্যবহার করতে হবে । বাজারে সর্ষে তেল ,বাদাম তেল , তিসির তেল , নারকেল তেলের চাহিদা ভালো রয়েছে । এইসব কাঁচামালই আপনি আপনার লোকাল মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন ।

তেল তৈরির মেশিন ( Oil Making Machine )–

এবার আসি তেল তৈরির মেশিন প্রসঙ্গে । মূলত তিন ধরনের মেশিন হয়ে থাকে । স্ক্রু মেশিন , পাতি মেশিন অথবা বোল্ট মেশিন । স্ক্রু মেশিনের দাম সব থেকে কম । পাতি মেশিন তার থেকে একটু বেশি দাম । এবং বোল্ট মেশিন হল সব থেকে আধুনিক মেশিন । এর দামও অন্য মেশিনের তুলনায় বেশি ।

পাতি মেশিন আবার ১২ পাতি , ১৬ পাতি , ২৮ পাতি বা ৩২ পাতির হয়ে থাকে । পাতির সংখ্যা যত বাড়বে মেশিনের ক্ষমতা তত বেশি হবে ।একইসাথে দামও তুলনামূলক বেশি হয় ।

একইভাবে  বোল্ট মেশিনের ক্ষেত্রে ৬ বোল্ট ৮ বোল্ট বা ১২ বোল্ট প্রভৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে ।এখানেও বোল্টের সংখ্যা যত বাড়বে মেশিনের উৎপাদন ক্ষমতা তত বেশি হবে । একইসাথে দামও বেশি হবে ।

তেল তৈরির ব্যবসা শুরু করার জন্য কতখানি জায়গার প্রয়োজন ?

আপনি যদি কম পুঁজিতে শুরু করেন সেক্ষেত্রে আপনার বাড়ি থেকেই এই ব্যবসা শুরু করতে পারেন । এবং বাড়ির বিদ্যুতেই এই ব্যবসা শুরু করতে পারেন । এর জন্য আলাদাভাবে বিদ্যুতের কানেকশন নেওয়ার প্রয়োজন নেই । এককথায় বলতে গেলে ১০ফুট / ১০ ফুট বা তার থেকে ছোট্ট ঘড়েও আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন ।

তেল তৈরির মেশিন কিভাবে কাজ করে ( Oil Making Machine Operating ) ?

এই মেশিনের কার্যপ্রণালী খুবই সহজ । বাড়ির মহিলারাও খুব সহজেই এই মেশিন চালাতে পারবেন । তো চলুন জেনে নেওয়া যাক । যথা –

১. মেশিন চালু করে মেশিনের নির্দিষ্ট জায়গায় তার কাঁচামাল যথা সর্ষে , বাদাম বা যেকোনো তৈলবীজ ঢেলে দিতে থাকুন ।

২. মেশিন আপনা আপনি আপনার দেওয়া কাঁচামাল পিষে একদিক থেকে তেল এবং অন্যদিক থেকে খোল বের করে দেবে ।

৩. এবার সেই তেল এবং খোল আপনি খোলা বাজারে বিক্রি করতে পারবেন অথবা প্যাকিং করেও বিক্রি করতে পারবেন ।

এই মেশিন চালানোর ট্রেনিং কোথায় পাবেন ?

আগেই বলেছি এই মেশিন চালানোর জন্য বিশাল কিছু দক্ষতার প্রয়োজন নেই ।তার পরেও প্রতিবেদনের শেষে মেশিন কেনার ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হয়েছে । আপনি সেখান থেকে মেশিন কিনলে তারাই আপনাদের সবধরনের সাহায্য করে দেবেন । আপনি যখন মেশিন কিনবেন তাদের টেকনিসিয়ান আপনার বাড়ি গিয়ে মেশিন ইনস্টল করে দেবে । এবং আপনাদের সমস্ত ট্রেনিং দিয়ে দেবে । যার দ্বারা আপনি খুব সহজেই এই মেশিন চালানো শিখে যাবেন ।

এই ব্যবসায় কি কি লাইসেন্স লাগে ?

এই ব্যবসা প্রাথমিকভাবে শুরু করতে একটি ট্রেড লাইসেন্সই যথেষ্ট । তবে আপনি যদি তেলের একটি ব্রান্ড তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার একটি ফুড লাইসেন্স লাগবে ।  পরবর্তীকালে আপনার ব্যবসার আয় ২০ লক্ষ টাকার উপর হলে তখন জিএসটি নাম্বার করিয়ে নেবেন ।

লাইসেন্স কোথা থেকে পাবেন ?

যদি আপনি পঞ্চায়েত এলাকায় বাস করেন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকেই আপনি ট্রেড লাইসেন্স করাতে পারবেন । যদি আপনি মিউনিসিপ্যালিটি অঞ্চলে বাস করেন তাহলে পুরসভার অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স করাতে পারবেন  । এর বাইরে এই প্রতিবেদনের শেষে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেখান থেকে ফুড লাইসেন্স , ট্রেড লাইসেন্স , জিএসটি নাম্বার কিভাবে বানাবেন সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন ।

এই ব্যবসায় কিভাবে বাজার ধরবেন বা মার্কেটিং করবেন ( Oil Making Machine Marketing ) ?

দুইভাবে এই ব্যবসাটির মার্কেটিং করতে পারেন । প্রথমত নিজেই তেল উৎপাদন করে বিক্রি করতে পারেন অথবা আপনি যদি গ্রামের দিকে বাস করেন সেক্ষেত্রে আপনার সুবিধা হল আপনি চাষিদের উৎপাদিত সর্ষে অথবা তৈলবীজ ভাঙিয়ে দিতে পারেন । এবং তার বাবদ চার্জ নিতে পারেন ।

১. প্রথম ক্ষেত্রে আপনি চাইলে সর্ষে ভাঙিয়ে তেল খুচরো হিসেবে লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন । অথবা প্যাকেজিং বা বোতলে ভরেও বিক্রি করতে পারেন ।

২. খাটি তেলের চাহিদা সর্বত্র রয়েছে । কারণ আজকাল বাজারের সব তেলেই ভেজাল থাকে । তাই আপনি যদি প্যাকেজিং করে বিক্রি করতে পারেন । আপনার একটি ব্রান্ড তৈরি করতে পারেন । নীচে যে ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনি সেখান থেকে পাউচ বা বোতল পাইকারি দরে পেয়ে যাবেন ।

আরও পড়ুনঃ এই মেশিন কিনে প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৫০০ টাকা আয় করুন ।

৩. আপনার ব্যাবসা একটু বেড়ে গেলে বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার উৎপাদিত তেল বিক্রি করতে পারবেন । 

৪. বর্তমানে হল ইন্টারনেটের যুগ । মানুষ বাড়িতে বসেই অর্ডার করতে ভালোবাসেন । সেক্ষেত্রে আপনি যদি খাটি সর্ষে তেলের একটি ব্রান্ড তৈরি করতে পারেন । মানুষ অনলাইনেই আপনার কাছ থেকে কিনবে । সেক্ষেত্রে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করে অথবা আমাজন এবং ফ্লিপকার্ট এর মতন শপিং সাইট থেকেও বিক্রি করতে পারবেন ।

৫. এর বাইরে এই প্রতিবেদনের শেষে আমরা যে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছি তারা আপনাকে মার্কেটিং সংক্রান্ত সমস্তরকম সাহায্য করে দেবেন ।

৬. এছাড়াও আমি আগেই বলেছি আপনার বাড়ি যদি গ্রামের দিকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাবেন । গ্রামের চাষিরা নিজের মাঠের তৈরি সর্ষে আপনার কাছে ভাঙ্গাতে পারবে । তাদের কাছে আপনি প্রতি কেজি ভাঙ্গানো অনুসারে চার্জ করতে পারবেন ।

এই বাবসায় লাভ কেমন ?

এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে । আমরা ব্যবসা করে থাকি কিছু লাভের আশায় । এখন আজকে যে ব্যবসার কথা বলছি ধাপে ধাপে দেখে নেওয়া যাক এই ব্যবসাতে লাভের অঙ্কটা কেমন ।

আগেই বলেছি একটিমাত্র মেশিনের সাহায্যে আপনি সর্ষে তেল , নারকেল তেল , বাদাম তেল , সাদা তেল তথা সব ধরনের তেল উৎপাদন করতে পারবেন । যেহেতু আমাদের রাজ্যে সর্ষে তেলের চাহিদা সব থেকে বেশি তাই সর্ষে তেল উৎপাদন করে লাভ কেমন থাকবে সেটা একটু জেনে নেওয়া যাক ।যথা –

১ কেজি সর্ষে ভাঙ্গিয়ে ৪০% এবং ৬০% অনুসারে তেল এবং খোল পাওয়া যায় । অর্থাৎ ১ কেজি সর্ষে ভাঙ্গালে ৪০০ গ্রাম তেল  এবং ৬০০ গ্রাম খোল পাওয়া যায় । এখন ১ কেজি সর্ষের দাম ৬০-৭০ টাকা ।তবে খুচরো হিসেবে কিনলে আপনার দাম বেশি পরে যাবে । আপনাকে আপনার এলাকার হোলসেল মার্কেট থেকে এই সর্ষে কিনতে হবে । যেখানে আপনি ৬০ থেকে ৭০ কেজি সর্ষে পেয়ে যাবেন । আমরা হিসাবের সুবিধার্থে ৬০ টাকা ধরে নিচ্ছি ।

এখন এক কেজি সর্ষে তে যদি ৪০০ গ্রাম তেল তৈরি হয় । আমরা যে মেশিনের কথা বলছি তাতে আপনি ঘণ্টায় ১০ কেজি সর্ষে ভাঙ্গাতে পারবেন অর্থাৎ ( ৪০০ x ১০ ) = ৪ কিলো তেল উৎপাদন করতে পারবেন ।

Join Our Whatsapp Group – Click Here

এখন ৬০ টাকা হিসেবে ১০ কেজি সর্ষের দাম ( ৬০ x ১০) = ৬০০ টাকা । ধরে নিচ্ছি বিদ্যুতের খরচ ও আরও আনুষঙ্গিক খরচ আরও ২০ টাকা । অর্থাৎ এক ঘণ্টায় খরচ (৬০০ + ২০) = ৬২০ টাকা ।

অন্যদিকে উৎপাদিত ৪ কিলো তেলের দাম ১৮০ x  ৪ = ৭২০ । অর্থাৎ এক ঘণ্টায় শুধুমাত্র তেল থেকে লাভ ( ৭২০ -৬২০ ) = ১০০ টাকা

এর বাইরে প্রতি কেজি সর্ষে থেকে আপনি পাবেন ৬০০ গ্রাম খোল । অর্থাৎ প্রতি ঘণ্টায় খোল উৎপাদন হবে ৬০০ x ১০ = ৬ কেজি । আপনি সেই খোল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করতে পারবেন । সেক্ষেত্রে আপনার লাভ ৩০ x ৬ = ১৮০ টাকা ।

অর্থাৎ তেল এবং খোল মিলিয়ে প্রতি ঘণ্টায় আপনার লাভ ১০০ + ১৮০ = ২৮০ টাকা । এবার আপনি হিসাব করে নিন যদি প্রতি ঘণ্টায় ৩০০ টাকা আয় করেন দিনে ৬ ঘণ্টা মেশিন চালান তাহলে আপনার প্রতি দিনের আয় হবে ৩০০ x ৬ = ১৮০০ থেকে ২০০০ টাকা । এবার মাসের হিসাব টা নাহয় নিজেরাই করে নিন ।

তেল তৈরির মেশিনের দাম ?

এবার আসি মুল প্রশ্নে ! তেল তৈরির মেশিনের দাম কত । আমি আগেই বলছি তিন ধরনের মেশিন হয় । মেশিনের প্রকারভেদ এবং উৎপাদন ক্ষমতা অনুসারে দাম ঠিক করা হয় ।

প্রাথমিকভাবে এই মেশিনের দাম ২৫ হাজার টাকা । অর্থাৎ ২৫ হাজার বিনিয়োগ করে আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন । আপনি চাইলে ১ লাখ টাকা বা ২ লাখ টাকা দামেরও মেশিন পেয়ে যাবেন । তার উৎপাদন ক্ষমতা অনেক বেশি হবে ।

এবার আসি কর্মসাথী ডট কমের পাঠকদের জন্য একটি বিশেষ সুখবর নিয়ে । আপনার কাছে যদি পুঁজি না থাকে , লোন নিয়েও আপনি মেশিনটি কিনতে পারবেন । এখন প্রশ্ন হল লোন কোথা থেকে পাবেন । আমরা নীচে যে ঠিকানা এবং ফোন নাম্বার দিচ্ছি সেখান থেকে আপনি মেশিন কিনে নিতে পারবেন । তার বাইরে এই মেশিন চালানোর ট্রেনিং পাবেন । কিভাবে মার্কেট করবেন সে বিষয়ে সাহায্য পাবেন । এমনকি এই ব্যবসা করতে লোন কিভাবে পাবেন সেই বিষয়েও সাহায্য করে দেবেন ।

আজ আমি যে কোম্পানির কথা বলছি তারা হলেন INDIAN MACHINARY . নিচে তাদের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হল ।

Indian Machinary

Prajatantrapally , Sodepur ,

Nearest Railway Station Sodepur ,

Kolkata , West Bengal

Contact – 9748205909 / 8597204256 / 8420746487

Facebook Page – Click Here

শিক্ষা , চাকরি , ব্যবসা , প্রকল্প , ব্যাঙ্ক , রেল তথা রাজ্য এবং দেশের TRENDING খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । জয়েন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন

Join Our Whatsapp Group – Click Here