Petrol Pump Dealership : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য পেট্রোল পাম্পের নানান তথ্য নিয়ে হাজির হলাম ।
Petrol Pump Dealership
তো চলুন দেখে নেওয়া যাক পেট্রোল পাম্পের লাইসেন্স পেতে কি করতে হয়? পেট্রোল পাম্পের লাইসেন্স পেতে হলে আপানকে ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক না হলে পেট্রো পাম্পের লাইসেন্স পাওয়া যায় না। এছাড়া কোন প্রবাসী ভারতীয়ও এই লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যদি কারোর ভারতে জন্ম হয় আর সেই ব্যক্তি বর্তমান সময়ে বিদেশে থাকেন তাহলে সেই ব্যক্তি লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ভারতে থাকার প্রমানপত্র জমা দিতে হবে।
পেট্রোল পাম্প খোলার খরচ –
যদি কোন ব্যক্তি গ্রামীণ এলাকায় পেট্রোল পাম্প খুলতে চায় তাহলে তাকে কমপক্ষে প্রায় ১২ লক্ষ টাকা দিতে হবে। আর যদি শহরাঞ্চলের মধ্যে খুলতে চায় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কমপক্ষে প্রায় ২৫ লক্ষ টাকা লগ্নি করতে হবে। কিন্তু এই টাকা ক্যাশ লাগবে সেরকম কোন মানে নেই অন্য উপায়েও এই টাকা দেওয়া যায়। অর্থাৎ আপনি ওই অর্থের গয়না বা বন্ড বা মিউচ্যুইয়াল ফান্ড, পোস্টাল স্কিম বা ন্যাশানাল সেভিং সার্টিফিকেট বা ডি-ম্যাট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট ব্যাঙ্ক বা রেজিস্টার্ড কোম্পানি এসব যদি থাকে তাহলেই হবে। কিন্তু বন্ড বা মিউচ্যুইয়াল ফান্ড বা শেয়ারের মোট মুল্য এর ৬০ শতাংশ অর্থমূল্য হিসাবে ধরা হবে ।
আরও পড়ুন – এবার আপনার রেশন কার্ড নিমেষেই ডাউনলোড করুন
কি কি প্রমানপত্র লাগবে ?
- যদি কোন ব্যক্তি গ্রামীণ অঞ্চলের পেট্রোল পাম্প খুলতে চান তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। আর যদি SC , ST , OBC কোন ব্যক্তি পেট্রোল পাম্প খুলতে চান তাহলে তাদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
- এছাড়া যদি শহরাঞ্চলের কোন ব্যক্তি আবেদন করতে চায় তাহলে তাকে গ্র্যাজুয়েট করতে হবে।
3. সমস্ত সাধারণ আবেদনকারীর বয়সের সীমা ২১ বছর থেকে ৫৫ বছর। আবেদনকারীর বয়স যদি এর মধ্যে হয় তবেই তিনি আবেদন করতে পারবেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রে বয়সের কিছু ছাড় আছে।
4. আবেদনকারীকে অবশ্যই বয়সের প্রমানপত্র জমা দিতে হবে। সেক্ষত্রে বয়সের প্রমাণপত্র হিসাবে আবেদনকারীকে দশম শ্রেণীর সার্টিফিকেটের জেরক্স জমা দিতে হবে।
আরও পড়ুন : সরকারি সংস্থায় কর্মী নিয়োগ
5. এর পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। তাদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোন কড়াকড়ি নেই।
6. এই সমস্ত তথ্য সঠিক ভাবে জমা করতে পারলে তবেই দ্বিতীয় ধাপে যাওয়া যাবে।
পেট্রোল পাম্প খুলতে কেমন জমির প্রয়োজন –
পেট্রল পাম্প খুলতে আপনার বেশ কিছুটা জমির প্রয়োজন। সেক্ষত্রে আবেদনকারীর কাছে যদি জায়গা থাকে তাহলে ভালো, যদি জমি না থাকে তাহলে সেক্ষত্রে আবেদনকারীকে কিছু সময়ের জন্য জমি লিজ নিতে হবে। এর পাশাপাশি সেই জায়গা পাম্পের জন্য কতটা উপযুক্ত , আদেও সেখানে পাম্প খোলা যাবে কিনা সে বিষয়ে যাচাই করা হবে । তেল মার্কেটিং কোম্পানির উচ্চ পদস্থ আধিকারিকরা সেই জমির অবস্থান দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। সাধারণ ভাবে জাতীয় সড়ক , রাজ্য সড়ক বা যেকোনো ব্যস্ত বাজারের কাছের জমিকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এছাড়া পেট্রল পাম্প খুলতে আপনার ৮০০ থেকে ১২০০ স্কোয়্যার ফুট জায়গার প্রয়োজন। এতটা জায়গা থাকলে তবেই আপনি পেট্রল পাম্প খুলতে পারবেন।
পেট্রোল পাম্প খোলার লাইসেন্স ফি –
বর্তমান সময়ে পেট্রোল পাম্পে প্রত্যেক কিলো লিটার মোটর স্পিরিটের জন্য ১৮টাকা এবং প্রত্যেক কিলো লিটার হাই স্পিড ডিজেলের জন্য ১৬ টাকা হিসাবে “B” অথবা “DC” ক্যাটাগরির স্থানের রিটেল আউটলেটের জন্য এবং “A”অথবা “CC”ক্যাটাগরির স্থানের রিটেল আউটলেটের জন্য ৪৮ টাকা প্রতি কিলো লিটার মোটর স্পিরিট ও ৪১ টাকা প্রতি কিলোলিটার হাই স্পিড ডিজেলের জন্য লাইসেন্স ফী দিতে হয়।
আবেদন ফি –
পেট্রোল পাম্পের জন্য আবেদন করতে আবেদনকারীকে নিয়মিত রিটেল আউটলেটের জন্য ১,০০০ টাকা ও গ্রামীণ অঞ্চলের জন্য ১০০ টাকা আবেদন ফী জমা দিতে হয়। এছাড়া SC, ST দের বিশেষ ছাড় আছে। যদি আবেদনকারী SC, ST হন তাহলে সেক্ষত্রে আবেদন ফী এর ৫০% ছাড় পাওয়া যাবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফী ফেরৎ যোগ্য নয়। এর পাশাপাশি একজন ব্যক্তি একটি আবেদন করতে পারবে কোন একটি নির্দিষ্ট জায়গার জন্য। আবেদনকারী যদি নিজেই জমির মালিক হন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়মিত আউটলেটের জন্য ফেরতযোগ্য নয় স্থায়ী ফি হিসাবে ১৫ লক্ষ টাকা ফি জমা দিতে হবে । আর গ্রামীণ এলাকার জন্য ৫লক্ষ টাকার ফী জমা দিতে হবে।
আরও পড়ুন –রাজ্যের স্বাস্থ্য বিভাগে ড্রাইভার নিয়োগ
ডিলারশিপের আবেদন পদ্ধতি –
প্রথমেই ডিলারশিপ নেওয়ার নোটিশ দেখতে হবে আবেদনকারীকে। আবেদনকারীদের বিভিন্ন সংবাদপত্রে তেল মার্কেটিং কোম্পানির পেট্রোল পাম্প সেখানে ডিলারশিপ নেওয়ার নোটিশ দেখতে হবে । তেল মার্কেটিং কোম্পানি পেট্রোল পাম্প খোলার জন্য আবেদন করতে বলেছে কী না সেটি দেখতে হবে । সেই ভাবে অনলাইনে আবেদন করতে হবে নিজের পছন্দ মত শহর, গ্রাম বা ঠিকানায়। যদি একসাথে অনেক আবেদনপত্র জমা পরে তাহলে তখন তেল মার্কেটিং কোম্পানি লটারির মাধ্যমে বিজয়ী আবেদনকারীকে বেছে নেন। এরপর আবেদনকারীকে প্রয়োজনীয় নথি জমা করতে হয়। যদি একবার পেট্রোল পাম্পের লাইসেন্স পাওয়া যায় তাহলে তাকে টাকা মেটানোর GST রেজিস্টার্ড করিয়ে নিতে হয়। এছাড়াও এর পাশাপাশি পেট্রোল পাম্পের নামে একটি ব্যাঙ্ক একাউন্ট খুলতে হয়। একবার যদি এই পেট্রোল পাম্পের লাইসেন্স পাওয়া যায় তাহলে আপনাকে আর ভবিষ্যতের চিন্তা করতে হবে না ।
- AIIMS Bhubaneswar Job 2024 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এইএমসে কর্মী নিয়োগSpread the loveAIIMS Bhubaneswar Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- TMC Vacancy 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগSpread the loveTMC Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now আমাদের Telegram গ্রুপ …
- Assistant Teacher Recruitment 2024 : প্রতিবন্ধী স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক নিয়োগSpread the loveAssistant Teacher Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- Health Department Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগSpread the loveHealth Department Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- AIIMS Bhubaneswar Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে এইএমসে কর্মী নিয়োগSpread the loveAIIMS Bhubaneswar Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …