DMCA.com Protection Status

Join Whatsapp Group

পাওয়ার গ্ৰিড কর্পোরেশনে ৩৫ জন লোক নিয়োগ

Spread the love
Power Grid Corporation employs 35 people
Power Grid Corporation employs 35 people

পাওয়ার গ্ৰিড কর্পোরেশনে ৩৫ জন লোক নিয়োগ

কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা, পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক‍্যাল)’ পদে ৩৫ জন লোক নিচ্ছে। পলিটেকনিক থেকে ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রিক‍্যাল (পাওয়ার),  ইলেক্ট্রিক‍্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক‍্যাল) ট্রেডের ডিপ্লোমা কোর্স  পাশরা মোট অন্তত ৭০% (তপশিলী হলে সাধারণভাবে পাশ) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।

বয়স – বয়স হতে হবে ২৯-৬-২০২১ এর হিসাবে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। শুরুতে ১ বছরের ট্রেনিং।

স্টাইপেন্ড  – স্টাইপেন্ড মাসে ২৭,৫০০ টাকা।

মূল মাইনে – ২৫,০০০–১,১৭,৫০০ টাকা।

শূন‍্যপদ – ৩৫ টি (জেনাঃ ১৬, ও.বি.সি ৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ৩)।  এর মধ্যে প্রতিবন্ধী ২, প্রাঃসঃকঃ ৫। পোস্ট আই.ডি : 01

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় থাকবে দুটি পার্ট : প্রথম পার্টে থাকবে ১২০ টি প্রশ্ন। সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ের ওপর। দ্বিতীয় পার্টে ৫০ টি প্রশ্ন থাকবে ভোকাবুলারি, ভার্বাল কমপ্রিহেনশন, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, রিজনিং এবিলিটি, ডাটা সাফিসিয়েন্স, ইন্টারপ্রিটেশন, নিউমেরিক‍্যাল এবিলিটি। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। সফল হলে ইন্টারভিউ। পরীক্ষা হবে ব‍্যাঙ্গালোর, চেন্নাই, মাদুরাই, কোচিতে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

দরখাস্ত করবেন অনলাইনে, ২৯ জুন পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.powergridindia.com এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট 

 • ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতরে স্টাফ নার্স পদে লোক নিয়োগ
  Spread the loveঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতরে স্টাফ নার্স পদে লোক নিয়োগ ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতর স্টাফ নার্স, সিনিয়র টিউবরক্লুসিস ও ল‍্যাব টেকনিশিয়ান পদে ৪৪ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :  স্টাফ নার্স : জি.এন.এম কোর্স পাশরা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য।  বয়স – বয়স হতে হবে ১-১-২০২১ এর হিসাবে ৪০ …

  Continue reading

 • রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে লোক নিয়োগ
  Spread the loveরাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে লোক নিয়োগ কেন্দ্রীয় সরকারি সংস্থা, রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের ট্রম্বয় ও থাল ইউনিট ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’ পদে ১০৪ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায় : অ্যাটেন্ড‍্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল‍্যান্ট) : ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বা বায়োলজি বিষয় নিয়ে বি.এসসি কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী, প্রতিবন্ধী হলে …

  Continue reading

 • পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ১,১১০ জন লোক নিয়োগ
  Spread the loveপাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ১,১১০ জন লোক নিয়োগ কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা, পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডর পূর্বাঞ্চল -।, পূর্বাঞ্চল-।।, পূর্বাঞ্চল-।।।, উত্তরাঞ্চল – ।, উত্তরাঞ্চল -।।, উত্তরাঞ্চল -।।।, উত্তর-পূর্বাঞ্চল, ওড়িশা প্রোজেক্ট, পশ্চিমাঞ্চল -।, পশ্চিমাঞ্চল -।।, দক্ষিণাঞ্চল -।, দক্ষিণাঞ্চল – ।। ও  গুরগ্ৰাম কর্পোরেট সেন্টার ‘গ্ৰ‍্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’, ‘ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস’, ও ‘ট্রেড …

  Continue reading

 • নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১০ টি কর্মমুখী কোর্সে ভরতি নিচ্ছে
  Spread the loveনেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১০ টি কর্মমুখী কোর্সে ভরতি নিচ্ছে ভারত সেবাশ্রম সঙেঘর প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম‍্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি নতুন সেশনে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্বীকৃত ১০ টি কর্মমুখী কোর্স ভরতি নিচ্ছে। এইসব কোর্স হল : (১) টেলারিং অ্যান্ড ড্রেন্স ডিজাইনিং, (২) প্রি-প্রাইমারি টিচার্স ট্রেনিং মস্তেস্বরী, (৩) ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম‍্যানেজমেন্ট, (৫) …

  Continue reading

 • সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যেগে সরকারি চাকরির ফ্রী ট্রেনিং
  Spread the loveসংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ‍্যেগে সরকারি চাকরির ফ্রী ট্রেনিং পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম রাজ‍্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের বিনা খরচে কম্বাইন, পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য ট্রেনিং দিচ্ছে। মাধ্যমিক পাশ সংখ্যালঘু সম্প্রদায়ের যে সব ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য দরখাস্ত করেছেন, শুধুমাত্র তারাই এই …

  Continue reading

Leave a Reply

Your email address will not be published.