
প্রচেষ্টা প্রকল্পে অনলাইনে আবেদন শুরু হল ! জানুন কিভাবে আবেদন করবেন ?
Prachesta Prokolpo Online Application Will be Started Soon CM Mamata Banerjee Said : প্রচেষ্টা প্রকল্পের আবেদন শুরু হতে চলেছে অনলাইনে এই সুখবরটি দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । আজ সকাল থেকেই বিভিন খবরে প্রকাশিত হয় প্রচেষ্টা প্রকল্প নাকি স্তগিত করা হয়েছে ।
অনেক খবরে এমনও প্রকাশ হয় যে প্রচেষ্টা প্রকল্পে আবেদন করার জন্য ভিড় জমাতে থাকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তথা মহুকুমা অফিসগুলিতে । সামাজিক দুরত্বের নিয়ম বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যার ফলে অশনি সংকেত দেখে বন্ধ করে দেওয়া হয় প্রচেষ্টা প্রকল্পের ফর্ম জমা নেওয়া ।
তবে আজ সাংবাদিক সম্মেলনে এই সকল গুজব উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । তিনি স্পষ্টই জানান ওটা ঠিক করা হচ্ছে । প্রচেষ্টা প্রকল্প বন্ধ হয়নি ।
তিনি জানান প্রচেষ্টা প্রকল্প হল শিল্পাঞ্চলের অসংগঠিত শ্রমিকদের জন্য । এই সময় অনেকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বলেও তিনি জানান । সরকারের একটি লিমিট রয়েছে । এবং টেকনিক্যাল কিছু সমস্যা থাকার জন্য অনলাইন এ এই আবেদন প্রক্রিয়া রেডি করা হচ্ছে ।
তিনি সচেতন করে দেন অনলাইনে যদি কোন পার্টি অফিস মনে করে প্রিন্ট করে যা খুশি পাঠিয়ে দেবে সেটা সম্ভব নয় । দেখতে হবে বাস্তবেই কার প্রয়োজন । তিনি এবিষয়ে স্নেহের পরশ প্রকল্পের কথাও বলেন । সেখানেও অনেক মানুষ উপকৃত হচ্ছেন । তিনি জানান একটা সরকার আর কত করবে । সবাইকে লাইনে দাড় করিয়ে দিলে হবে না ।
★ প্রচেষ্টা প্রকল্প এখন অনলাইনে●●●●
★★★★কে/বা কারা আবেদন করতে পারবেন????????
১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।
৩) *পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পান না শুধুমাত্র তেমন ব্যাক্তি ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।*
৪) *পরিবারের মধ্যে শুধুমাত্র একজন ই* দরখাস্ত করতে পারবেন । ( পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ )।
৫) কৃষি কাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৬) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন – দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদি ।
৭) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন – দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।
৮) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ।
৯) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।
★ দরখাস্ত কিভাবে করবেনঃ
১) আবেদনকারীকে *শুধুমাত্র অনলাইনে* *প্রচেষ্টা* (Prachesta app) অ্যাপ দ্বারা আবেদন করতে হবে। *অফলাইনে কোনো আবেদন পত্র গৃহীত হবে না।*
*প্রচেষ্টা অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে আগামী সোমবার (04/05/2020) পরে ডাউনলোড করা যাবে।।*
২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে ।
৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের বই কপি আপলোড করতে হবে।
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে “কর্মসাথী প্রকল্প” নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে নিচের বোতামে ক্লিক করুন –
স্নেহের পরশ প্রকল্পে কীভাবে আবেদন করবন ? স্নেহের পরশ প্রকল্প সম্বন্ধিত সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন – CLICK HERE
প্রচেষ্টা প্রকল্পে কীভাবে আবেদন করবন ? প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন – CLICK HERE
মুখ্যমন্ত্রী প্রচেষ্টা প্রকল্পের বিষয়ে কি বললেন দেখুন
শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন ।
সব খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন ।
To Update in English News – CLICK HERE
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সংক্রান্ত তথ্য পেতে এখানে ক্লিক করুন ।
Prachesta Prokolpo Online Application Will be Started Soon CM Mamata Banerjee Said
- মাতৃবন্দনা প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর ! পাওয়া যাবে ২৫ হাজার কোটি টাকার লোণ ।matri bandana prakalpa announced mamata banerjee : এবার রাজ্য বাজেটে চমকের পর চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
- “তরুণের স্বপ্ন” রাজ্যে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীরtaruner swopno scheme announced mamata banerjee : রাজ্যের প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য বাজেট পেশ করেছেন ।
- Primary TET 2021 Exam Answer Key Pdf File DownloadPrimary TET 2021 Exam Answer Key : অবশেষে আপনাদের অনুরোধে প্রাইমারী টেট ২০২১ পরীক্ষার সম্পূর্ণ উত্তর পত্র আপনাদের সামনে নিয়ে আসা হল ।
- Primary TET Exam 2021 Math SolutionPrimary TET Exam 2021 Math Solution : কর্মসাথী এর পক্ষ থেকে গতকালই ফেসবুক থেকে সংগ্রহ করে প্রাইমারী টেট এর প্রশ্নপত্রটি শেয়ার করা হয়েছিল ।
- wb primary tet Exam 2017 question paper with answerSpread the lovewb primary tet Exam 2017 question paper with answer wb primary tet Exam 2017 question paper : বহু টালবাহানার পর ২০১৭ সালের WB Primary TET 2017 লিখিত পরীক্ষা 31 জানুয়ারি ২০২১ সালে অনুষ্ঠিত হল ।পরীক্ষার প্রশ্নপত্রটি আপনাদের সাথে শেয়ার করা হল । খুব শীঘ্রই এই প্রশ্নের উত্তরপত্রটিও আপনাদের শেয়ার করা হবে । এই …
- WB Primary TET 2014 Panel ListWB Primary TET 2014 Panel List খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ।আপনারা অবগত আছেন দীর্ঘ টালবাহানা কেস , আন্দোলনের পর সরকার সিদ্ধান্ত নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ করার ।
- WB Primary TET Admit Card 2021 DownloadWB Primary TET Admit Card 2021 Download : ৩১ শে জানুয়ারি পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে হলে নিচের লিংকে ক্লিক করুন ।
- Amazon Great Republic Day Sale to begin on Jan 20 know Great offersAmazon Great Republic Day Sale : Amazon Republic Day Sale to begin 20 January 2021 and the offers will closed 23 January 2021.
- কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে কর্মী নিয়োগ || আবেদন চলছেgtre recruitment : প্রতিরক্ষা মন্ত্রকের অধীন গ্যাস টারবাইন রিসার্চ এস্ট্যাবলিশমেন্ট ‘গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’, ‘ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস’ ও
- প্রবেশনারি অফিসার পদে লোক নেওয়া হচ্ছে || যোগ্যতা – গ্র্যাজুয়েটecgc recruitment 2021 : কেন্দ্রীয় সরকারি সংস্থার ই.সি.জি.সি লিমিটেড ‘প্রবেশনারি অফিসার’ পদে ৫৯ জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
- কলকাতা হাইকোর্টে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগdata entry operator recruitment in west bengal : কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ১৫৩ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
- প্রকাশিত হল স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার ( CGL ) বিস্তারিত তথ্যcombined graduate level examination : কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মাড ফোর্সেস হেডকোয়ার্টার্স,
- প্রাইমারী টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলwb primary tet admit card download : দীর্ঘ বছর ঝুলে থাকা প্রাইমারী টেট পরীক্ষা নিয়ে নতুন করে সরকার ভাবনা চিন্তা শুরু করেছে ।
- কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক লিমিটেডে কর্মী নিয়োগcentral government jobs 2021 : কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক লিমিটেড ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪১০ জন লোক নিচ্ছে।
- স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ || বেতন ৪৫ হাজার টাকাsbi careers : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম)’, ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট)’, ও ‘ডিপুটি
- আপার প্রাইমারী নিয়োগ সংক্রান্ত নতুন ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের !wbssc issued new notification regarding upper primary recruitment : উচ্চ প্রাথমিকের নতুন করে শিক্ষক নিয়োগের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করল
- কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে ১৬৫০০ প্রাথমিক শিক্ষক ?wb primary teachers recruitment process : রাজ্যের প্রাথমিক স্কুলে প্রাইমারি টিচার পদে ১৬,৫০০ টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে।
- ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে স্টাইপেন্ড ট্রেনি নিয়োগbarc stipendiary trainee recruitment : কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ‘স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি-।)’ ও ‘স্টাইপেন্ডি
- ১ লক্ষ যুবকের কর্ম সংস্থান এর ঘোষণা মুখ্যমন্ত্রীরThe Cm Mamata Banerjee announced the 1 lakh youth employment : বীরভূমে ডেউচা পাঁচামি কয়লাখনি ব্লকের কাজ নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে জটিলতা ।
- উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন প্রক্রিয়া || কি কি নথি লাগবে জানুন ?upper primary latest news : আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া । এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন।
2 comments
Link ta bolun please
Author
যখন সরকারিভাবে দেওয়া হবে । এখানে লিঙ্ক শেয়ার করা হবে । Play Store থেকে কর্মসাথী প্রকল্প নামে APP টিকে ইনস্টল করে রাখুন ।ওখানে এবিসয়ক তথ্য পেয়ে যাবেন ।