DMCA.com Protection Status

Join Whatsapp Group

PSC এর মাধ্যমে মোটর ভেহিক্যাল ইনস্পেকটর ( নন টেকনিক্যাল ) পদে নিয়োগ / যোগ্যতা গ্র্যাজুয়েট

Spread the love

PSC এর মাধ্যমে মোটর ভেহিক্যাল ইনস্পেকটর ( নন টেকনিক্যাল ) পদে নিয়োগ / যোগ্যতা গ্র্যাজুয়েট

 

PSC এর মাধ্যমে মোটর ভেহিক্যাল ইনস্পেকটর ( নন টেকনিক্যাল ) পদে নিয়োগ / যোগ্যতা গ্র্যাজুয়েট

 

West Bengal Public Service Commission (PSCWB)  নিয়োগ করতে চলেছে  প্রচুর মোটর ভেহিক্যাল ইনস্পেকটর ( নন টেকনিক্যাল ) । পদটি প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরবর্তীকালে স্থায়ী হতে পারে । আগ্রহী প্রার্থীগন West Bengal Public Service Commission (PSCWB) এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারেন । নিচে আপনাদের সুবিধার্থে এই পদের জন্য বয়স , শিক্ষাগত যোগ্যতা  এবং অন্যান্য বিষয়গুলি বিস্তারিতভাবে দেওয়া হল  –

 

পদ-

 মোটর ভেহিক্যাল ইনস্পেকটর ( নন টেকনিক্যাল )

শূন্যপদ :-

66 (SIXTY SIX) [6 for O.B.C.-A, 4 for O.B.C.-B, 14 for S.C.,
4 for S.T., 1 for Meritorious Sportsperson & 1 each reserved for Persons with Disabilities (Blindness
or Low Vision) & (Hearing Impairment)]

শিক্ষাগত যোগ্যতা –

১.   যেকোন শাখায় গ্র্যাজুয়েট ।

২.  আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে , বলতে ও পড়তে জানতে হবে ( যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় ।

৩. নিচের ছক অনুসারে শারীরিক সক্ষমতা থাকতে হবে –

ক্রমিক নংক্যাটেগরি

উচ্চতা

বুকের ছাতি

ওজন
 

(i)

সকল ক্যাটেগরির প্রার্থীদের জন্য ( গোর্খা , গারওালি , রাজবংশি  এবং পাহাড়ি এলাকার উপজাতি বাদে)\১৭০ সেমিবুকের ছাতি স্বাভাবিকে ৮৬ সেমি । ৫ সেমি ফোলাতে হবে ।উচ্চতা অনুসারে ওজন থাকা চাই ।
(ii) গোর্খা , গারওালি , রাজবংশি  এবং পাহাড়ি এলাকার উপজাতি দের জন্য১৬০ সেমিবুকের ছাতি স্বাভাবিকে ৮১ সেমি । ৫ সেমি ফোলাতে হবে ।উচ্চতা অনুসারে ওজন থাকা চাই ।

 

 

বয়সসীমা –

০১.০১.২০১৮ অনুসারে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন ।

বেতনক্রম –

৭১০০ থেকে ৩৭৬০০ । গ্রেড পে – ৩৯০০ টাকা ।

আবেদন ফি –

১৬০ টাকা   । পশ্চিমবঙ্গের SC/ST/PH প্রার্থীদের কোন ফি লাগবে না । অন্য রাজ্যের  SC/ST/PH  সকল প্রার্থীকে ফি দিতে হবে ।  OBC দের কোন ছাড় নেই । পেমন্ট করা যাবে অনলাইন ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড , নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে । অফলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে সেক্ষেত্রে   WBPSC এর  অফিশিয়াল ওয়েবসাইট থেকে চালান প্রিন্ট করে নেবেন ।

প্রার্থী নির্বাচন পদ্ধতি –

প্রার্থী নির্বাচন করা হবে পার্ট -১ এবং পার্ট -২ পরীক্ষার মাধ্যমে ।

পার্ট – ১ ঃ লিখিত পরীক্ষা

পার্ট – ২ ঃ পারসোনালিটি টেস্ট

পার্ট -১ এবং পার্ট – ২ এর মিলিত নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে ।

 

পরীক্ষার সময় , তারিখ এবং স্থান  পরবর্তীকালে  West Bengal Public Service Commission (PSCWB)  এর অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।

https://www.pscwbonline.gov.in/

 http:// www.pscwbapplication.in

 

আবেদন পদ্ধতি –

West Bengal Public Service Commission (PSCWB) অফিশিয়াল ওয়েবসাইট থেকে  ( http:// www.pscwbapplication.in )  ১৭.০৭.১৮ তারিখ থেকে  ০৬.০৮.২০১৮ তারিখের মধ্যে আবেদন করবেন । 

সফলভাবে আবেদন করার পর আপনি একটি রেজিস্ট্রেশন / একনলেজমেন্ট স্লিপ পাবেন । সেটি প্রিন্ট করে নেবেন ।  কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি দেখুন  ।

 

আবেদনের তারিখ  –

আবেদন শুরু হবে – ১৭.০৭.১৮

আবেদনের শেষ তারিখ – ০৬.০৮.২০১৮

অনলাইন ফি পেমেন্টের শেষ তারিখ – ০৬/০৮/১৮

অফলাইন ফি পেমেন্টের শেষ তারিখ – ০৭/০৮/১৮ । যদিও চালান প্রিন্ট করার শেষ তারিখ ০৬/০৮/১৮ .

West Bengal Public Service Commission (PSCWB)  এর অফিসিয়াল ওয়েবসাইট — http:// www.pscwbapplication.in

অফিশিয়াল নোটিশটি দেখুন  — 

অনলাইনে আবেদন করার জন্য লিঙ্কে ক্লিক করুন  — VISIT THE URL

 

KARMASATHE ANDROID  APP টি ডাউনলোড করুন  –