আবারো নিয়োগ বেশকিছু একাউন্টেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ – ডি পোস্টে /এক্ষুনি আবেদন করুন
আবারো নিয়োগ বেশকিছু একাউন্টেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ – ডি পোস্টে /এক্ষুনি আবেদন করুন
পশ্চিম মেদিনীপুরের DRDC এর অধীনে বেশ কিছু চুক্তিভিত্তিক পদে নিয়োগ হতে চলেছে।।আপনাদের সুবিধার্থে নীচে এই পদগুলোর বিস্তারিত তথ্য দেওয়া হলো

পদের নাম – Accountant
শূন্য পদ -1টি
শিক্ষাগত যোগ্যতা – কমার্সের ডিগ্রী কোর্স পাশ হতে হবে এবং কম্পিউটার এর 6 মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।।
বয়স -01.01.2018 এর হিসাবে 18-37 বছরের মধ্যে হতে হবে।।
বেতন -21,448টাকা।।
এইক্ষেত্রে 50 নম্বর লেখা পরীক্ষা,,30 নম্বর কম্পিউটার টেস্ট আর 20 নম্বর পার্সোনাল ইন্টারভিউ হবে।।
পদের নাম – LDA cum Typist
শূন্য পদ -2টি
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার এর 6 মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর টাইপিং এর ক্ষেত্রে ইংরাজিতে মিনিটে 30 টি আর বাংলাতে মিনিটে 20 টি শব্দ তোলার গতি থাকতে হবে।।
বয়স – 01.01.2018 এর হিসাবে 18-37 বছরের মধ্যে হতে হবে।।
বেতন -17,257 টাকা
এইক্ষেত্রে 50 নম্বর লেখা পরীক্ষা,,30 নম্বর কম্পিউটার টেস্ট আর 20 নম্বর পার্সোনাল ইন্টারভিউ হবে।।
পদের নাম – Data Entry Operator
শূন্য পদ -1 টি
শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার এর 6 মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়াও ডাটা এন্ট্রি র ক্ষেত্রে ঘণ্টাই 6000 শব্দ তোলার গতি থাকতে হবে।।
বয়স -01.01.2018 এর হিসাবে 18-37 বছরের মধ্যে হতে হবে।।
বেতন -17,257 টাকা
এইক্ষেত্রে 40 নম্বর এর লেখা পরীক্ষা,,40 নম্বর এর কম্পিউটার টেস্ট আর 20 নম্বর এর পার্সোনাল ইন্টারভিউ হবে।।
পদের নাম -Gr.D
শূন্য পদ -2টি
শিক্ষাগত যোগ্যতা – এইট পাশ হতে হবে এবং কম্পিউটার অপারেটিং এর বেসিক জ্ঞান থাকতে হবে।।
বয়স – 01.01.2018 এর হিসাবে 18-35 বছরের মধ্যে হতে হবে।।
বেতন -13,760টাকা
এই ক্ষেত্রে 30 নম্বর এর লেখা পরীক্ষা এবং 20 নম্বর এর পার্সোনাল ইন্টারভিউ হবে।।
আবেদন শুরুর তারিখ –
24th September.
আবেদনের শেষ তারিখ –
12th October.
আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে

আরো বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। নিচে অফিসিয়াল ওয়েবসাইট , অফিসিয়াল বিজ্ঞাপন , এবং অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া হল –