DMCA.com Protection Status

Join Whatsapp Group

ব্যাঙ্কে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ

Spread the love
Recruitment in bank A few thousand clerks
Recruitment in bank A few thousand clerks

ব‍্যাঙ্কে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ

সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্ক ‘ক্লারিক‍্যাল ক‍্যাডারে’ কয়েক হাজার ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে ‘ইনস্টিটিউট অফ ব‍্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আই.বি.পি.এস)’ এর ‘কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন (CRP Clerks–Xl)’ পরীক্ষার মাধ্যমে।

প্রথমে ইনস্টিটিউট অফ ব‍্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে ‘অনলাইন পরীক্ষা’ নেবে। পরীক্ষা হবে দুটি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা ‘মেন’ পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। ‘মেন’ পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কে। 

যে কোনো শাখার ডিগ্ৰি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেশন / ল‍্যাঙ্গোয়েজের সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্ৰি কোর্স পাশ হতে হবে। স্কুল/কলেজ/ইনস্টিটিউট কম্পিউটার/ইনফর্মেশন টেকনোলজি একটি অন‍্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে কম্পিউটারের ডিগ্ৰি / ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স পাশ না হলেও হবে। যে রাজ‍্যের শূন‍্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ‍্যের সরকারি (অফিসিয়াল) ভাষা পড়তে /লিখতে ও বলতে পারা দরকার।

প্রাক্তন সমরকর্মীরা ওপরের ওই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যোগ্য। তবে তাঁদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি বা বা এয়ারফোর্সের করেসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ও অন্তত ১৫ বছর চাকরি করে থাকতে হবে।

বয়স হতে হবে ১-৯-২০২১ এর হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে ৯ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শূন‍্যপদের সংখ্যা ওয়েবসাইটে পাবেন।

প্রার্থী বাছাই হবে অনলাইন (প্রিলিমিনারি ও মেন) পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে ‘ইনস্টিটিউট অফ ব‍্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন’। পরীক্ষা হবে অনলাইনে ২৮ ও ২৯ আগস্ট আর ৪ ও ৫ সেপ্টেম্বর। পরীক্ষা হবে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে।

অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ১০০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে :  (১) ইংলিশ ল‍্যাঙ্গোয়েজ – ৩০ নম্বর। সময় ২০ মিনিট।

(২) নিউমেরিক‍্যাল এবিলিটি-৩৫ নম্বর। সময় ২০ মিনিট। 

(৩) রিজনিং এবিলিটি – ৩৫ নম্বর। সময় ২০ মিনিট।

প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। ওই তিনটি বিষয়য়ের প্রতিটিতে কাট-অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট-অফ নম্বর কত থাকবে তা আই.বি.পি.এস ঠিক করবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। কল লেটার ডাইনলোড করতে পারবেন নভেম্বরে।

এরপর অনলাইন মেন পরীক্ষা হবে ৩১ অক্টোবর মাল্টিপল চয়েজ টাইপের ২০০ নম্বরের ১৯০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস- ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন। সময় থাকবে ৩৫ মিনিট।

(২) জেনারেল ইংলিশ – ৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন। সময় থাকবে ৩৫ মিনিট। 

(৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট – ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন। সময় থাকবে ৪৫ মিনিট।

(৪) রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউট – ৬০ নম্বরের ৫০ টি প্রশ্ন। সময় থাকবে ৪৫ মিনিট। প্রশ্ন হবে ইংরিজিতে।

প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবেই মেন পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর প্রভিশনালি অ্যালটমেন্ট পাবেন। দরখাস্ত নেওয়া হবে তা পাবেন ওই ওয়েবসাইটে। সব কিছু ঠিক থাকলে এই সপ্তাহ থেকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে। প্রার্থীদের আগাম তৈরির জন্য এই খবর দেওয়া হল।

  • Cold Drink Business Plan : স্বল্প পুঁজিতে শুরু করুন, রমরমিয়ে চলবে ব্যবসা
    Spread the loveCold Drink Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Kalakshetra Foundation Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে কলাক্ষেত্র ফাউন্ডেশনে নিয়োগ
    Spread the loveKalakshetra Foundation Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • AIASL Job Vacancy 2024 : বিমান সংস্থায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveAIASL Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • LDC Job 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveLDC Job 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Ward Boy Job Vacancy 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveWard Boy Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading