ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড ‘ট্রেনি ইঞ্জিনিয়ার -।’ ও ‘প্রোজেক্ট ইঞ্জিনিয়ার -।’ পদে ৮৮ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
ট্রেনি ইঞ্জিনিয়ার -। : ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ডিগ্ৰি (বি.ই, বি.টেক) কোর্স পাশরা প্রথম শ্রেণীর নম্বর (তপশিলী, প্রতিবন্ধী হলে সাধারণভাবে পাশ) পেয়ে থাকলে যোগ্য।
বয়স : বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মাইনে : প্রথম বছর মাসে ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছর ২৮,০০০ টাকা ও তৃতীয় বছর মাসে ৩১,০০০ টাকা।
শূন্যপদ : ৫৫ টি (ইলেক্ট্রনিক্স ৩৩, মেকানিক্যাল ২২)। এর মধ্যে জেনাঃ ২২, ও.বি.সি ১৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪)।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার -। : ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ডিগ্ৰি (বি.ই, বি.টেক) কোর্স পাশরা প্রথম শ্রেণীর নম্বর (তপশিলী, প্রতিবন্ধী হলে সাধারণভাবে পাশ) পেয়ে থাকলে যোগ্য।
বয়স : বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শুরুতে ১ বছরের জন্য নেওয়া হবে।তবে তার মেয়াদ ২ বছরের জন্য বাড়ানো হতে পারে।
মাইনে : প্রথম বছর মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৪০,০০০ টাকা, তৃতীয় বছর মাসে ৪৫,০০০ টাকা ও চতুর্থ বছর ৫০,০০০ টাকা।
শূন্যপদ : ৩৩ টি (ইলেক্ট্রনিক্স ১৬, মেকানিক্যাল ১৭)। এর মধ্যে জেনাঃ ১৫, ও.বি.সি ৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২)।
সব পদের বেলায় বয়স হতে হবে ১-১০-২০২১ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। চাকরি হবে পঞ্চকুলায়। প্রার্থী বাছাই হবে শিক্ষগত যোগ্যতায় পাওয়া নম্বর, পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা আর ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে। দরখাস্ত করবেন অনলাইনে, ২৭ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে : https://register.cbtexams.in/BEL/Panchkula
এজন্য বৈধ ই -মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার ও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। তারপর পরীক্ষা ফী বাবদ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় ৫০০ টাকার আর ট্রেনি ইঞ্জিনিয়ার-। পদের বেলায় ২০০ টাকা এস.বি.আই কালেক্টে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
- CPPRI Recruitment 2023 : কেন্দ্রীয় কাগজ অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগSpread the loveCPPRI Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now CPPRI Recruitment 2023 সমস্ত … Read more
- Asha Karmi Apply Opportunity : আশাকর্মী নিয়োগে পুনরায় আবেদন শুরু! কারা পাচ্ছেন সুযোগ?Spread the loveAsha Karmi Apply Opportunity : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের … Read more
- AIIMS Kalyani Recruitment : কল্যাণী এইমসে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveAIIMS Kalyani Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now AIIMS Kalyani Recruitment সমস্ত … Read more
- Multi Tasking Staff : ন্যাশানাল ইনস্টিটিউট অফ প্ল্যান্ট জিনোম রিসার্চে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveMulti Tasking Staff : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Multi Tasking Staff সমস্ত … Read more
- Gorkha Training Centre Recruitment : গোর্খা ট্রেনিং সেন্টারে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveGorkha Training Centre Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Gorkha Training Centre … Read more