DMCA.com Protection Status

Join Whatsapp Group

আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ

Spread the love
Recruitment in IIT KANPUR

আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট‍্যান্ট পদে লোক নিয়োগ

আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট‍্যান্ট পদে ৩১ জন   লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ‍্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

মূল মাইনে : ২১,৭০০-৬৯,১০০ টাকা।

শূন‍্যপদ : ৩১ টি (জেনাঃ ১০, ই.ডব্লু.এস ৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ও.বি.সি ১০, প্রতিবন্ধী ২)।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : ইংলিশ ল‍্যাঙ্গোয়েজ (বেসিক নলেজ), জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, বেসিক অ্যারিথমেটিক ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট। এরপর হবে কম্পিউটার টাইপিং টেস্ট।

দরখাস্ত করবেন অনলাইনে, ১৬ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.iitk.ac.in/infocell/recruitment এজন্য বৈধ একটি ই -মেল আই.ডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তারপর পরীক্ষা ফী বাবদ ২৫০ টাকা অনলাইনে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এবার ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে। তখন সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত‍্যয়িত নকল। দরখাস্ত পাঠাবে স্পিড ডাকে বা রেজিস্ট্রি ডাকে। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন Advt.No……. Application for the post………..(post code & Category)’ দরখাস্ত পৌঁছনো চাই ১৬ নভেম্বরের মধ্যে। এই ঠিকানায় : The Recruitment Section, Room No. 224, 2nd Floor (Faculty Building), IIT Kanpur – 208016 (UP).