DMCA.com Protection Status

Join Whatsapp Group

ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে ৩৩৯ জন লোক নিয়োগ

Spread the love
Recruitment in Indian Army
Recruitment in Indian Army

ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে ৩৩৯ জন লোক নিয়োগ

ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ৯ মাস থেকে ২ বছর ১১ মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে ৩৩৯ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব বিভাগে : ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, ন‍্যাভাল অ্যাকাডেমি ও এয়ারফোর্স অ্যাকাডেমিতে। কারা কোন বিভাগের জন্য যোগ্য : 

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি : যে কোনো শাখার গ্ৰ‍্যাজুয়েট ছেলেরা লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি হলে আবেদন করতে পারেন। 

জন্ম- তারিখ হতে হবে ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০৩ এর মধ্যে। 

মোট ১৮ মাসের ট্রেনিং হবে ‘জেন্টলম‍্যান ক‍্যাডেট’এ। 

ট্রেনিংয়ে সফল হলে লেফটেন‍্যান্ট পদে চাকরি। এরপর ধাপে ধাপে ‘কম‍্যান্ডার’ পদ পর্যন্ত পদোন্নতি হবে। ১৫৩ তম কোর্সে ট্রেনিং শুরু ২০২২ সালের জুলাইয়ে।

শূন‍্যপদ : ১০০ টি।

এর মধ্যে এন.সি.সি.র সার্টিফিকেট প্রাপ্তদের জন্য ১৩ টি।

অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (মেন ও এস.এস.সি উইমেন নন-টেকনিক্যাল) : যে কোনো শাখার ডিগ্ৰি কোর্স পাশ ছেলেরা ‘অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ফর মেন)’ এ আবেদন পারেন। 

যে কোনো শাখার ডিগ্ৰি কোর্স পাশ অবিবাহিত তরুণীরা ‘অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (এস.এস.সি উইমেন নন-টেকনিক্যাল)’এ আবেদন করতে পারেন। জন্ম-তারিখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭.৫ সেমি।

ট্রেনিং হবে মাদ্রাজের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। মোট ৯ মাসের ট্রেনিং হবে ‘জেন্টেলম‍্যান ক‍্যাডেট’এ। সফল হলে লেফটেন্যান্ট পদে ৬ মাস প্রবেশনে থাকতে হবে। ৫ বছরের জন্য শর্ট সার্ভিস কমিশন চাকরি করতে হবে। এরপর পার্মানেন্ট কমিশনে চাকরির সুযোগ পেলে ধাপে ধাপে পদোন্নতি হবে। মূল মাইনে ওপরের মতোই।

শূন‍্যপদ : অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে (মেন) ১৬৯ টি। ১১৬ তম কোর্সে শুরু ২০২২ সালের অক্টোবরে। ৩০ তম এস.এস.সি উইমেন কোর্সে ট্রেনিং শুরু ২০২২ সালের অক্টোবরে।

শূন‍্যপদ : ১৬ টি।

ন‍্যাভাল অ্যাকাডেমি : ইঞ্জিনিয়ারিংয়ের গ্ৰ‍্যাজুয়েটরা আবেদন করার যোগ্য।

বয়স হতে হবে ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০৩ এর মধ্যে। শুরুতে ৫ মাসের ট্রেনিং হবে গোয়ার ন‍্যাভাল অ্যাকাডেমিতে, এক্সিকিউটিভ শাখার ক‍্যাডেট হিসাবে। এরপর ‘ক‍্যাডেট’ হিসাবে আবার আড়াই বছরের ট্রেনিং। সফল হলে নৌবাহিনীর জাহাজে ৬ মাস চাকরি। সফল হলে সাব-লেফটেন্যান্ট পদে চাকরি। মাইনে ওপরের মতোই । ট্রেনিং শুরু ২০২২ সালের জুলাইয়ে।

শূন‍্যপদ : ২২ টি।

এর মধ্যে এন.সি.সি.র ‘সি’ সার্টিফিকেট প্রাপ্তদের জন্য ৩ টি।

এয়ারফোর্স অ্যাকাডেমি : উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক অন‍্যতম বিষয় হিসাবে নিয়ে পাশের পর যে কোনো শাখার গ্ৰ‍্যাজুয়েট ছেলেরা ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০২ এর মধ্যে জন্ম তারিখ থাকলে ‘এয়ারফোর্স অ্যাকাডেমি’ তে ট্রেনিং নেওয়ার জন্য আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ের গ্ৰ‍্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে জন্ম তারিখ হতে হবে ২-৭-১৯৯৬ থেকে ১-৭-২০০২ এর মধ্যে। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৬২.৫ সেমি, পায়ের মাপ লম্বায় অন্তত ৯৯-১২০ সেমি, থাই লম্বায় ৬৪-৮১.৫ সেমি ও বসার উচ্চতা ৮১.৫ সেমি থেকে ৯৬ সেমি। শুরুতে ফ্লাইং ব্রাঞ্চের পাইলট হিসাবে ৭৪ সপ্তাহের ট্রেনিং হবে এয়ারফোর্স অ্যাকাডেমিতে। এছাড়া ফ্লাইং ভাতা পাবেন। ট্রেনিং হবে এয়ারফোর্স অ্যাকাডেমিতে। এছাড়াও ফ্লাইং ভাতা পাবেন। ট্রেনিং শুরু ২০২২ সালের জুলাইয়ে। 

শূন‍্যপদ : ৩২ টি। 

এর মধ্যে এন.সি.সি.র ‘সি’ সার্টিফিকেট প্রাপ্তদের জন্য ৩ টি।

এই ৫ বিভাগের ট্রেনিং নিতে হলে দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় ৬/৬ কাছের বেলায় প্রতি চোখে ‘N-S’. ওপরের সব পদের বেলায় এবছরের ডিগ্ৰি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদন করার যোগ্য। ট্রেনিংয়ের সময় মাসে ২১,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট র‍্যাঙ্কে চাকরি পাবেন। 

তখন মূল মাইনে : ৫৬,১০০–১,৭৭,৫০০ টাকা।

প্রার্থী বাছাই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ‘কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন (।।)-২০২১ পরীক্ষার মাধ্যমে। প্রথমে হবে লিখিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর। পূর্ব-ভারতে এইসব কেন্দ্রে : কলকাতা, কটক, দিসপুর (গুয়াহাটি), পটনা, শিলঙ, রাঁচী, সম্বলপুর, পোট ব্লেয়ার, গ‍্যাংটক ও আগরতলা।

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ন‍্যাভাল অ্যাকাডেমি ও এয়ারফোর্স অ্যাকাডেমির লিখিত পরীক্ষায় থাকবে এই তিনটি পেপার : (১) ইংরিজি, (২) জেনারেল নলেজ, (৩) এলিমেন্টারি ম‍্যাথমেটিক্স। প্রতিটি পেপারে থাকবে ১০০ নম্বর ও সময় ২ ঘন্টা করে। সফল হলে ৩০০ নম্বরের ইন্টারভিউ।

অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ট্রেনিং নিতে হলে লিখিত পরীক্ষায় থাকবে এই দুটি পেপার : (১) ইংরিজি, (২) জেনারেল নলেজ। 

প্রতিটি পেপারে ১০০ নম্বর ও সময় ২ ঘন্টা করে। সব ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং আছে। সফল হলে ৩০০ নম্বরের ইন্টারভিউ (অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির বেলায় ২০০ নম্বর)। সব পেপারেই প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের। ইংরিজিতে থাকবে ইংরিজি গ্ৰামারের প্রশ্ন। এলিমেন্টারি ম‍্যাথমেটিক্সে পাটিগণিত, বীজগণিত, জ‍্যামিতি, পরিমিতি ও রাশিবিজ্ঞানের উচ্চমাধ্যমিক মানের প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৩৩ নম্বর কাটা হবে। ই-অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাইনলোড করে নেবেন।

দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে : http://www.upsconline.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও ফটো ও সিগনেচার জে.পি.জি ফর্ম‍্যাটে স্ক‍্যান করে নেবেন। অনলাইনে দরখাস্ত করলে পরীক্ষা ফী বাবদ ২০০ টাকা স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো শাখার নগদে দিতে পারেন কিংবা এস.বি.আই নেট ব‍্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দিতে পারবেন। একাধিক দরখাস্ত করবেন না। মহিলা ও তপশিলী সম্প্রদায়ের প্রার্থীদের ফী লাগবে না। অনলাইনে দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন আই.ডি – সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।

  • Sainik School Job Vacancy 2024 : সৈনিক স্কুলে কর্মী নিয়োগ
    Spread the loveSainik School Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Dist Judge Court Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে জেলা আদালতে এইট পাশে কর্মী নিয়োগ
    Spread the loveDist Judge Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • NPCIL Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে পারমাণবিক শক্তি বিভাগে কর্মী নিয়োগ
    Spread the loveNPCIL Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • BGSYS Recruitment 2024 : গ্রাম স্বরাজ যোজনা সোসাইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveBGSYS Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Handyman Vacancy 2024 : এয়ারপোর্টে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ
    Spread the loveHandyman Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading