ভারতীয় ডাক বিভাগে ‘ডিরেক্ট এজেন্ট’ হিসাবে কিছু লোক নিচ্ছে
ভারতীয় ডাক বিভাগের পূর্ব কলকাতা ডিভিশন, বারাসাত ডিভিশন ও নদিয়া দক্ষিণ ডিভিশন পোস্টাল লাইফ ইনসিওরেন্স প্রোডাক্ট বিক্রির জন্য ‘ডিরেক্ট এজেন্ট’ হিসাবে কিছু লোক নিচ্ছে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ১-৭-২০২১ এর হিসাবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। জীবনবিমার ডাক বিভাগের সঙ্গে যুক্ত সামগ্ৰীর পলিসি বিক্রি করাই হল মূল কাজ। এজন্য যথারীতি খমিশন পাবেন। প্রাক্তন সমরকর্মী, জীবনবিমার প্রাক্তন অ্যাডভাইজর, মহিলা মন্ডল কর্মী, বেকার ছেলেমেয়ে, স্বনির্ভর প্রার্থীরা ওপরের ওই যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য। বিমা সংক্রান্ত কোনো সামগ্ৰী ও কম্পিউটার চালনায় জ্ঞান থাকলে অগ্ৰাধিকার পাবেন। মনোনিত প্রার্থীদের সিকিউরিটি বাবদ ৫,০০০ টাকা জমা রাখতে হবে।
প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। নদিয়া দক্ষিণ ডিভিশনের বেলায় ইন্টারভিউ হবে ২৪ থেকে ২৬ আগস্ট, বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত।
এই ঠিকানায় – Nadia South Division, B-16, Postal Quarter, Kalyani, Nadia, PIN- 741 235
বারাসত ডিভিশনের বেলায় ইন্টারভিউ হবে ২৩ থেকে ২৭ আগস্ট, বেলা ১২টায় এই ঠিকানায় – Barasat Division, Barasat, Kolkata- 700 124.
পূর্ব কলকাতা ডিভিশনের বেলায় ইন্টারভিউ হবে ১৭ আগস্ট বেলা ১২টায় এই ঠিকানায় – East Kolkata Division, Kolkata – 709 163.
তখন সঙ্গে নিয়ে যাবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ডের মূল ও প্রত্যয়িত নকল আর পাশপোর্ট মাপের ফটো ও পুরো বায়োডাটা।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …