চাকরি প্রাথীদের জন্য সুবর্ণ সুযোগ । পরীক্ষা ছাড়াই 2200 পদে নিয়োগ করছে ভারতীয় রেল ।
Recruitment in Indian Railway : চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ । পরীক্ষা ছাড়াই 2200 পদে নিয়োগ করছে ভারতীয় রেল । মাধ্যমিক পাশেই এই পদে আবেদন করতে পারেন ।
অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল । কোন পরীক্ষা ছাড়াই শুধু আবেদনের ভিত্তিতে হবে নিয়োগ করছে ভারতীয় রেল । মোট শূন্যপদের সংখ্যা 2206 টি । আবেদনের পর তৈরি হবে মেরিট লিস্ট । আবেদন করার জন্য মাধ্যমিকে 50 শতাংশ নম্বর পেতে হবে । দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বর ও আইটিআই এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট । থাকতে হবে আইটিআই শংসাপত্র । আবেদনকারীর বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে । তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বিশেষ ছাড় আছে ।
পূর্ব রেলের RRC এক বিজ্ঞপ্তি জারি করে দানাপুর ডিভিশন, ধানবাদ ডিভিশন , পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন , সমস্তিপুর ডিভিশন , সোনপুর ডিভিশন সহ বিভিন্ন ওয়ার্কশপে এ্যাপ্রেন্টিস নিয়োগ এর কথা জানিয়েছে । এর জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে । আবেদন করতে হবে rrcecr.gov.in এই ওয়েবসাইটে গিয়ে । আবেদনের শেষ তারিখ 5 ই নভেম্বর।
- Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
- Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা ।Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।