ম্যাজাগন ডক লিমিটেডে ৪২৫ জন লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারি সংস্থা ম্যাজাগন ডক লিমিটেড’অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪২৫ জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য :
জেনারেল সায়েন্স ও অঙ্ক বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা ৫০% (তপশিলী হলে সাধারণভাবে) নম্বর পেয়ে থাকলে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ফিটার স্ট্রাকচারাল, পাই প ফিটার, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডের জন্য যোগ্য।
বয়স – বয়স হতে হবে ১-৮-২০২১ এর হিসাবে ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। ২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড – স্টাইপেন্ড প্রথম বছর মাসে ৩,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৬,৬০০ টাকা।
শূন্যপদ – ফিটারে ৬২ টি (জেনাঃ ২৬, ও.বি.সি ১৮, ই.ডব্লু.এস ৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪)। ইলেক্ট্রিশিয়ান ৩৪ টি (জেনাঃ ১৫, ও.বি.সি ১০, ই.ডব্লু.এস ৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২)। স্ট্রাকচারাল ফিটার ৬৩ টি (জেনাঃ ২৭, ও.বি.সি ১৮, ই.ডব্লু.এস ৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪)। পাইপ ফিটার ৭২ টি (জেনাঃ ৩১, ও.বি.সি ২১, ই.ডব্লু.এস ৭, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪)। ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ২০ টি (জেনাঃ ৯, ও.বি.সি ৬, ই.ডব্লু.এস ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)।
আই.টি.আই থেকে স্ট্রাকচারাল ফিটার, ইলেক্ট্রিশিয়ান, পাইপ ফিটার, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্ৰামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৫০% (তপশিলী হলে সাধারণভাবে পাশ) নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য।
বয়স – বয়স হতে হবে ১-৮-২০২১ এর হিসাবে ১৬ ২১ বছরের মধ্যে। ১ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড প্রথম বছর মাসে ৭,৭০০/৮,০৫০ টাকা।
শূন্যপদ : স্ট্রাকচারাল ফিটার ২০ টি (জেনাঃ ৯, ও.বি.সি ৬, ই.ডব্লু.এস ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)। ইলেক্ট্রিশিয়ান ১৫ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৪, ই.ডব্লু.এস ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। ওয়েল্ডার ১৫ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৪, ই.ডব্লু.এস ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্ৰামিং অ্যাসিস্ট্যান্ট ১৫ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৪, ই.ডব্লু.এস ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)।
মোট অন্তত ৫০% (তপশিলী হলে সাধারণভাবে পাশ) নম্বর পেয়ে ক্লাস এইট পাশরা রিগার ও ওয়েল্ডার (জি অ্যান্ড ই)’ ট্রেডের জন্য যোগ্য।
বয়স – বয়স হতে হবে ১-৮-২০২১ এর হিসাবে ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। রিগার ট্রেডে ২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড প্রথম বছর মাসে ৭,৫৭৭ টাকা ও পরের বছর ৮,৬৫৯ টাকা।
শূন্যপদ : রিগার ৬০ টি (জেনাঃ ১৯, ও.বি.সি ১৮, এস.ই.বি.সি ৭, ই.ডব্লু.এস ৫, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪)।
ওপরের সব পদের বেলায় তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে অনলাইনে পরীক্ষার মাধ্যমে। ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : মাধ্যমিক পাশদের বেলায় এইসব বিষয়ে : ইংরিজি ও জি.কে, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক। পরীক্ষা হবে আগস্টের চতুর্থ সপ্তাহে, মুম্বাই, নাগপুর, পুণে ও ঔরঙ্গবাদে। সফল হলে ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা।
দরখাস্ত করবেন অনলাইনে, ১০ আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে : www.mazgondock.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন। তপশিলীদের ফী লাগবে না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
- IISER Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে কর্মী নিয়োগSpread the loveIISER Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now IISER Recruitment 2023 সমস্ত … Read more
- Facebook News update : ফেসবুক আর ফ্রি নয়! এবার গুনতে হবে গ্যাঁটের টাকা!Spread the loveFacebook News update : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ফেসবুক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Facebook News … Read more
- Model School Vacancy : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি মডেল স্কুলে কর্মী নিয়োগSpread the loveModel School Vacancy : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Model School Vacancy এই … Read more
- Executive Trainee : দামোদর ভ্যালি কর্পোরেশনে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগSpread the loveExecutive Trainee : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Executive Trainee সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- Community Resource Person Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুযোগSpread the loveCommunity Resource Person Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Community Resource Person … Read more