ন্যাভাল শিপ রিপেয়ার ওয়ার্ড ‘ট্রেডসম্যান পদে লোক নিয়োগ
ভারতীয় নৌবাহিনীর পোর্ট ব্লেয়ার ন্যাভাল শিপ রিপেয়ার ওয়ার্ড ‘ট্রেডসম্যান (স্কিড)’ পদে ৩০২ জন লোক নিচ্ছে। ইংরিজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে। কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকতে হবে তা দেওয়া হল : কম্পিউটার ফিটার, ইলেক্ট্রনিক ফিটার, র্যাডার ফিটার,রেডিও ফিটার, মেশিনারি কন্ট্রোল ফিটার, ওয়েপন ফিটার, গাইরো ফিটার, ইলেক্ট্রিক্যাল ফিটার, ইন্সট্রুমেন্ট ফিটার, ইঞ্জিন ফিটার, আই.সি.ই ফিটার, এম.টি ফিটার, আই.সি.ই ফিটার ক্রেন, মেশিনিস্ট পাইপ ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি ফিটার, পেইন্টার, প্লেটার, ল্যাগার, রিগার, টেলর, ওয়েল্ডার, মিলরাইট, শিপরাইট, সোনার ফিটার, সিভিল ওয়ার্ক।
বয়স হতে হবে ১-১১-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। ভালো স্বাস্থ্য থাকতে হবে। ছেলেদের বেলায় এন্ডিওরেন্স টেস্ট হবে। শারীরিক প্রতিবন্ধী ও মেয়েদের বেলায় এন্ডিওরেন্স টেস্ট হবে না।
মূল মাইনে : ১৯,৯০০–৬৩,২০০ টাকা।
শূন্যপদ : ৩০২ টি।
এর মধ্যে মেশিনিস্ট ১৬ টি (জেনাঃ ৭, ও.বি.সি ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)। পাইপ ফিটার ৮ টি (জেনাঃ ৫, ও.বি.সি ২, তঃজাঃ ১)। পেইন্টার ৭ টি (জেনাঃ ৪, ও.বি.সি ২, তঃজাঃ ১)। টেলর ৬ টি (জেনাঃ ৫, ও.বি.সি ১)। ওয়েল্ডার ২০ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ২)। মিলরাইট ৭ টি (জেনাঃ ৫, ও.বি.সি ১, তঃজাঃ ১)। শিপ ফিটার ৩ টি (জেনাঃ)। শীট মেটাল ১ টি (জেনাঃ)। কম্পিউটার ফিটার ৫ টি (জেনাঃ ৪, ও.বি.সি ১)। ইইলেক্ট্রনিক্স ফিটার ১২ টি (জেনাঃ ৬, ও.বি.সি ৪, তঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)। র্যাডার ফিটার ৯ টি (জেনাঃ ৫, ও.বি.সি ৩, তঃজাঃ ১)। রেডিও ফিটার ৭ টি (জেনাঃ ৪, ও.বি.সি ২, তঃজাঃ ১)। মেশিনারি কন্ট্রোল ফিটার ৮ টি (জেনাঃ ৪, ও.বি.সি ৩, তঃজাঃ ১)। গাইরো ফিটার ৭ টি (জেনাঃ ৫, ও.বি.সি ১, তঃজাঃ ১)। ইলেক্ট্রিক্যাল ফিটার ২৯ টি (জেনাঃ ১৩, ও.বি.সি ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ই.ডব্লু.এস ২)। ইন্সট্রুমেন্ট ফিটার ৮ টি (জেনাঃ ৫, ও.বি.সি ২, তঃজাঃ ১)। ইঞ্জিন ফিটার ৩২ টি (জেনাঃ ১৩, ও.বি.সি ৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ই.ডব্লু.এস ৩)। ওয়েপন ফিটার ৫ টি (জেনাঃ ৪, ও.বি.সি ১)। আই.সি.ই ফিটার ১৭ টি (জেনাঃ ৭, ও.বি.সি ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ১)। এম.টি ফিটার ১২ টি (জেনাঃ ৪, ও.বি.সি ৫, তঃজাঃ ২, ই.ডব্লু.এস ১)। আই.সি.ই ফিটার ক্রেন ১৩ টি (জেনাঃ ৭, ও.বি.সি ২, তঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)। প্লেটার ১৮ টি (জেনাঃ ১০, ও.বি.সি ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)। ল্যাগার ৮ টি (জেনাঃ ৪, ও.বি.সি ৩, তঃজাঃ ১)। রিগার ১১ টি (জেনাঃ ৫, ও.বি.সি ৩, তঃজাঃ ২, ই.ডব্লু.এস ১)। শিপরাইট ১৪ টি (জেনাঃ ৭, ও.বি.সি ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ১)। সিভিল ওয়ার্ক ৭ টি (জেনাঃ ৫, ও.বি.সি ১, তঃজাঃ ১)। সোনার ফিটার ১ টি (জেনাঃ)।
দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের বাছাই প্রার্থীদের মোট শূন্যপদের ২৫ গুণ প্রার্থীকে প্রথমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে মাধ্যমিক মানের। মোট ১০০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : জেনারেল ইন্টেলিজেন্স / অ্যাওয়ারনেস ও রিজনিং জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউট, সংশ্লিষ্ট ট্রেডের ওপর অ্যাওয়ারনেস। প্রশ্নপত্র তৈরি হবে ইংরিজি ও হিন্দিতে। সফল হলে ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা। পরীক্ষা হবে পোর্ট ব্লেয়ার বা বিশাখপত্তনমে। লিখিত পরীক্ষার কল লেটার ই-মেল আই.ডি তে পাঠানো হবে।
দরখাস্ত করবেন নিদিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাইনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে : www.and.nic.in, www.ncs.gov.in পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন : বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত নকল, এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো (দরখাস্তের ব্যাকগ্ৰাউন্ড নীল হতে হবে)। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন ‘Application for the post of ‘Tradesman (Skilled)’ for………(Name of the Trade in which applying), and Category……. (i.e. SC/ST/OBC/UR/EX-Serviceman/PwBD/EWS).
দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে, ১ নভেম্বরের মধ্যে। এই ঠিকানায় : The Commodore Superintendent (For Ol/C Recruitment Cell), Naval Ship Repair Yard (PBR), Post Box No. 705, HADDO, Port Blair- 744102, South Andaman.
- Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
- Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা ।Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।