
নেতাজী সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১২৫ জন লোক নিয়োগ
নেতাজী সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র স্টেনোগ্ৰাফার, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মেকানিক, হেড ক্লার্ক, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট স্টোরকীপার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১২৫ জন লোক নিচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য :
লোয়ার ডিভিশন ক্লার্ক : উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্ততত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য।
বয়স – বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে – ১৯,৯০০–৬৩,২০০ টাকা।
শূন্যপদ – ৩৫ টি (জেনাঃ ১৫, ই.ডব্লু.এস ৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ও.বি.সি ৯)।
জুনিয়র স্টেনোগ্ৰাফার : উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি শর্টহ্যান্ড মিনিটে অন্তত ৮০ টি শব্দ তোলার গতি থাকলে আর কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য।
বয়স – বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে – ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
শূন্যপদ – ১০ টি ( জেনাঃ ৪, ই.ডব্লু.এস ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৩)।
আপার ডিভিশন ক্লার্ক : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য।
বয়স – বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে – ২৫,৫০০–৮১,১০০ টাকা।
শূন্যপদ – ৮ টি (জেনাঃ ৫, তঃজাঃ ১, ও.বি.সি ২)।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে যোগ্য। লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কোর্স পাশরা লাইব্রেরি ম্যানেজমেন্টের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে আর কম্পিউটার কাজ চালানোর মতো জ্ঞান থাকলে যোগ্য।
বয়স – বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে – ২৫,৫০০–৮১,১০০ টাকা।
শূন্যপদ – ২ টি (ও.বি.সি)।
জুনিয়র মেকানিক : আই.টি.আই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স পাশরাও যোগ্য।
বয়স – বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে – ১৯,৯০০–৬৩,২০০ টাকা।
শূন্যপদ – ২১ টি।
এর মধ্যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/আই.টি ১১ টি (জেনাঃ ৫, ই.ডব্লু.এস ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৩)। ই.সি.ই ৪টি (জেনাঃ ১, ই.ডব্লু.এস ১, তঃজাঃ ১, ও.বি.সি ১)। মেকানিক্যাল ২ টি (ও.বি.সি ১, তঃউঃজাঃ ১)। বি.এস.ই ১ টি (ও.বি.সি), আই.সি.ই ১ টি (ও.বি.সি), সিভিল ১ টি (জেনাঃ), ডিজাইন ১ টি (ও.বি.সি)।
হেড ক্লার্ক : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে – ৪৪,৯০০–১,৪২,৪০০ টাকা।
শূন্যপদ – ৭ টি (জেনাঃ ৫, তঃজাঃ ১, ও.বি.সি ১)।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট : সিভিল ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফর্মেশন টেকনোলজির ডিগ্ৰি কোর্স পাশরা যোগ্য। ডিপ্লোমা কোর্স পাশরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য।
বয়স – বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে – ৩৫,৪০০–১,১২,৪০০ টাকা।
শূন্যপদ – ৩ টি। সি.এস.ই / আই.টি ২ টি (ও.বি.সি), সিভিল ১ টি (তঃজাঃ)।
জুনিয়র প্রোগ্ৰামার : এম.সি.এ কোর্স পাশরা যোগ্য। কম্পিউটার সায়েন্স, আই.টি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এম.টেক কোর্স পাশরাও যোগ্য।
বয়স – বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মূল মাইনে – ৩৫,৪০০–১,১২,৪০০ টাকা।
শূন্যপদ – ১৩ টি (জেনাঃ ৬, ই.ডব্লু.এস ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৩)।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট : সিভিল, কম্পিউটার সায়েন্স/ আই.টি, ই.সি.ই, মেকানিক্যাল, বি.এস.ই, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা যোগ্য। সংশ্লিষ্ট শাখার ডিপ্লোমা কোর্স পাশরা কোন শিল্পে বা ল্যাবরেটরিতে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলেও যোগ্য। ফিজিক্স, কেমিস্ট্রি, ডিজাইন মাস্টার ডিগ্ৰি কোর্স পাশরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। ফিজিক্স, কেমিস্ট্রি ও ডিজাইন ডিগ্ৰি কোর্স পাশরা ২ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য।
বয়স – বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
মূল মাইনে – ২৯,২০০–৯২,৩০০ টাকা।
শূন্যপদ – ২৬ টি। এর মধ্যে সি.এস.ই / আই.টি ১৩ টি (জেনাঃ ৭, ই.ডব্লু.এস ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ও.বি.সি ২)। ই.সি.ই ১ টি (ই.ডব্লু.এস), মেকানিক্যাল ৩ টি (ই.ডব্লু.এস ১, তঃজাঃ ১, ও.বি.সি ১)। বি.এস.ই ১ টি (তঃজাঃ)। ইলেক্ট্রিক্যাল ১ টি (ও.বি.সি) । কেমিস্ট্রি ১ টি (ও.বি.সি)। ফিজিক্স ১ টি (ও.বি.সি)। সিভিল ৪ টি (জেনাঃ ৩, ও.বি.সি ১), ডিজাইন ১ টি (জেনাঃ)।
ওপরের সব ক্ষেত্রে বয়স গুণনে হবে ১-৬-২০২১ এর হিসাবে। তপশিলী, ও.বি.সি রা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার টেস্ট, স্কিল টেস্ট, ল্যাব টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা হবে দিল্লিতে। প্রয়োজনে দিল্লির বাইরেও হতে পারে।
দরখাস্ত করবেন অনলাইনে ৩১ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে : www.nsut.ac.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও অন্যান্য প্রমানপত্র স্ক্যান করে নেবেন। তারপর পরীক্ষা ফী বাবদ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও হেড ক্লার্ক পদের বেলায় ১,২০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ৮০০) টাকা আর অন্যান্য পদের বেলায় ১,২০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ৮০০) টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …