পাণিহাটি পুরসভায় লোক নিয়োগ
পাণিহাটি পুরসভা ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে ১৭০ জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশ বিবাহিত, বিধবা বা আইনত বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। সংশ্লিষ্ট পুরসভা এলাকার বাসিন্দা হতে হবে।
বয়স : বয়স হতে হবে ১-১-২০২১ এর হিসাবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলী আর ও.বি.সি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
১ বছরের চুক্তিতে নেওয়া হবে। তবে কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বারানো হবে।
পারিশ্রমিক : মাসে ৪,৫০০ টাকা।
শূন্যপদ : ১৭০ টি।
প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মেধা তালিকা তৈরি হবে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে।
দরখাস্ত করবেন নিদিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম ডাইনলোড করতে পারবেন ওয়েবসাইটে : www.panihatimunicipality.in তখন সঙ্গে দেবেন :
(১)বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্ব – প্রত্যয়িত নকল,
(২) বাসিন্দা সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের স্ব-প্রত্যয়িত নকল,
(৩) বিবাহিত মহিলাদের বেলায় ম্যারেজ সার্টিফিকেট, বিধবা মহিলাদের বেলায় স্বামীর ডেথ সার্টিফিকেট, ডিভোর্সী দের বেলায় কোর্টের দেওয়া ডিভোর্স সার্টিফিকেট এর স্ব-প্রত্যয়িত নকল,
(৪) এখনকার তোলা পাশপোর্ট মাপের রঙিন ফটো (দরখাস্তের নিদিষ্ট জায়াগায় সেঁটে)।
দরখাস্ত হতে হাতে জমা দেবেন ২৬ অক্টোবরের মধ্যে। এই ঠিকানায় : The Chairman / Chairperson Board of Administrators / Administrator / Executive Officer, Panihati Municipality, Panihati, North 24 Parganas.
পশ্চিমবঙ্গের অন্যান্য সব পুরসভায় এই পদে লোক নেওয়া হচ্ছে। এছাড়াও প্রার্থীরা নিজের এলাকায় পুরসভায় যোগাযোগ করতে পারেন।
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।
- Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।
- Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।