DMCA.com Protection Status

Join Whatsapp Group

দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ

Spread the love
Recruitment in Railway
Recruitment in Railway

দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ

দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। 

কারা কোন ট্রেডের জন্য যোগ্য।

কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত  ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি অনুমোদিত আই.টি.আই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। 

ওপরের ওইসব ট্রেডে আই.টি.আই কোর্স পাশ না হলে আবেদন করবেন না।

বয়স : বয়স হতে হবে ৪-১০-২০২১ এর হিসাবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সব ট্রেডই ১ বছরের। কোন ডিভিশনে কটি

শূন‍্যপদ : ৪,১০৩ টি। এর মধ্যে এ.সি মেকানিক ২৫০ টি (জেনাঃ ১০১, তঃজাঃ ৩৮, তঃউঃজাঃ ১৭, ও.বি.সি ৭, ই.ডব্লু.এস ২৭)। কার্পেন্টার ১৮ টি (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ও.বি.সি ৬, ই.ডব্লু.এস ১)। ডিজেল মেকানিক ৫৩১ টি (জেনাঃ ২১৪, তঃজাঃ ৮১, তঃউঃজাঃ ৪০, ও.বি.সি ১৪২, ই.ডব্লু.এস ৫৪)। ইলেক্ট্রিশিয়ান ১০১৯ টি (জেনাঃ ৪১২, তঃজাঃ ১৫২, তঃউঃজাঃ ৭৮, ও.বি.সি ২৭৬, ই.ডব্লু.এস ১০১)। ইলেক্ট্রনিক মেকানিক ৯২ টি (জেনাঃ ৩৩, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৮, ও.বি.সি ২৬, ই.ডব্লু.এস ১০)। ফিটার ১৪৬০ টি (জেনাঃ ৫৮৫, তঃজাঃ ২২০, তঃউঃজাঃ ১১২, ও.বি.সি ৩৯৫, ই.ডব্লু.এস ১৪৮)। মেশিনিস্ট ৭১ টি (জেনাঃ ২৫, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ও.বি.সি ৩০, ই.ডব্লু.এস ৮)। এম.এম.টি.এম ৫ টি (জেনাঃ ২, তঃজাঃ ১, ও.বি.সি ১, ই.ডব্লু.এস  ১)। এম.এম.ডব্লু ২৪ টি (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ও.বি.সি ৭, ই.ডব্লু.এস ২)। পেইন্টার ৮০ টি (জেনাঃ ৩৪, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৫, ও.বি.সি ২১, ই.ডব্লু.এস ৮)। ওয়েল্ডার ৫৫৩ টি (জেনাঃ ২২১, তঃজাঃ ৮৫, তঃউঃজাঃ ৪১, ও.বি.সি ১৫২, ই.ডব্লু.এস ৫৫)। 

১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন ও ১৯৬২ সালের অ্যাপ্রেন্টিস নিয়মানুযায়ী ট্রেনিং। তখন স্টাইপেন্ড পাবেন। হস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভবনা থাকলেও কোনো বাধ‍্যবাধকতা নেই।

মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আই.টি.আই কোর্স পাশের সার্টিফিকেট ও অন‍্যান‍্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন‍্যপদের ১.২৫ গুণ প্রার্থীকে ডাকা হবে।

দরখাস্ত করবেন অনলাইনে, ৩ নভেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.scr.indianrailways.gov.in এজন্য বৈধ একটি ই -মেল আই.ডি থাকতে হবে। এজন্য পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্ম‍্যাটে স্ক‍্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফী বাবদ ১০০ (তপশিলী, মহিলা ও প্রতিবন্ধীদের ফী লাগবে না) টাকা নেট ব‍্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউ.পি.আই তে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।