সাপ্লাই চেন ম্যানেজমেন্টে কয়েক হাজার নিয়োগ
‘ফ্লিপকার্ট’, ‘অ্যামাজন’, নাম গুলো সবাই জানে। আজকের দিনে এদের মাধ্যমে মোবাইলের একটা টাচের পছন্দ মতো জিনিস পৌঁছে যায় একদম নিজের বাড়িতে। ‘কোভিড’ মহামারী কম-বেশি সব Sector এর কর্মসংস্থানেই প্রভাব ফেলেছে। কিন্তু ব্যাতিক্রম হল Online retailer তথা ওপরে বলা কোম্পানিগুলির ব্যবসার ক্ষেত্রে। একমাত্র Sector যেখানে কোভিডের পর প্রতি মাসে কয়েকশো ছেলে মেয়ে নিয়োগ হচ্ছে। কিন্তু কীভাবে ? এই ব্যাপারে সম্যক ধারণা পেতেই আমরা গেছিলাম রাজ্যের ম্যানেজমেন্ট কলেজের মধ্যে পথিকৃৎ হলদিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজের মধ্যে পথিকৃৎ হলদিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে। প্রতিষ্ঠানের অন্যতম প্রাণপুরুষ ডঃ সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানালেন ‘সাপ্লাই চেন ম্যানেজমেন্ট’ ছাড়া আজকের দুনিয়া অচল। একটা ছোটো উদাহরণদিলেই সবাই ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে আমরা সকালে প্রত্যেকে চা খাচ্ছি – এতে যে দুধ লাগে তা কীভাবে আসছে ? প্রথমে দুগ্ধ উৎপাদনকারী সংস্থা দুধ তৈরি করে, প্রত্যেক শহরে থাকা তার মূখ্য ডিস্ট্রিবিউটরকে পাঠাচ্ছে। সে আবার দিচ্ছে তার হাতে থাকা ডিরেক্ট রিটেলারদের। আবার তারা দিচ্ছে, তার আওতায় থাকা সব ইনডাইরেক্ট রিটেলারদের। তারা দিচ্ছেন আমাদের লোকালয়ের দোকানদেরকে। আর সেই দোকান থেকে কিনছি আমরা। এখন দুগ্ধ উৎপাদনকারী সংস্থা থেকে এন্ড কাস্টমার পর্যন্ত যে সুষ্ঠ ও ফ্লেক্সিবল চেনের মাধ্যমে পুরো কাজটি সম্পন্ন হচ্ছে তাই হল সাপ্লাই চেন ম্যানেজমেন্টের মূখ্য বিষয়। এই উদাহরণের মাধ্যমেই বুঝতে পারবেন এই কোর্সের গুরুত্ব। অর্থাৎ এই কোর্স পড়লে বেকার ছেলে মেয়েদের placement হবেই। কিন্তু পড়ার সময় মাথায় রাখতে হবে ― যেখানে থেকেই পড়ি না কেন। সেটি যেন কোন বিশ্ববিদ্যালয় অথবা AICTE অনুমোদিত হয়। সেই দিক থেকে দেখলে, প্রথমেই বলা যায় হলদিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের নাম। কারণ এখানে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের ওপর বি.বি.এ কোর্স পড়ানো হয় ― যা শুধুমাত্র মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় স্বীকৃত ই নয় এই কোর্সটির কারিকুলাম ও অনবদ্য। ম্যানেজমেন্টের ভাষায় একদম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। অর্থাৎ এই কোর্সে পড়ে এখান থেকে পাশ করলে ইন্ডাস্ট্রিতে তার জায়গা অপরিহার্য। কিন্তু কেন ? উত্তরে সৌমেন্দ্রুবাবু জানালেন ― ‘দেখুন এখানে যে Study material দেওয়া হয় যা যারা এখানে এই কোর্সের সঙ্গে যুক্ত আছেন ― তারা সবাই এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছেন। তাই তাঁরা জানেন এই ইন্ডাস্ট্রির চাহিদা। এই কোর্স পড়ে চাকরি হয় মূলত ওয়ারহাউসে, শিপিং ইন্ডাস্ট্রিতে, অপারেশন্স, এক্সপোর্ট ইম্পোট কোম্পানিতে, লজিস্ট্রিক কোম্পানিতে।
সাপ্লাই চেন ম্যানেজমেন্ট পড়ে কী হবে ? চাকরির বাজারে এই কোর্সের কী গুরুত্ব ? এই পেশায় গেলে মাইনে কত হবে ? এই সব বিষয়ে সহজে উত্তর পেতে যোগাযোগ করুন এই নম্বরে : 7797917797.
- Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।Health Department Job Course 2023 : স্বাস্থ্য দপ্তরের কোর্স করিয়ে চাকরি । যোগ্যতা মাধ্যমিক পাশ ।
- Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা ।Patna High Court Assistant Vacancy 2023 : হাইকোর্টে ৫৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ । বেতন ৪৪৯০০ টাকা । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।