DMCA.com Protection Status

Join Whatsapp Group

ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ/বেতন ১১০০০

Spread the love

ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ/বেতন ১১০০০

ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে  ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ/বেতন ১১০০০

 

ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করতে চলেছে । নিয়োগ হবে একবছরের জন্য ।  এবিষয়ে একটি সংক্ষিপ্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে । খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে ( নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল ) বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করা হবে । এখনও পর্যন্ত এই নিয়োগ সম্বন্ধে যেটুকু জানা গেছে তা নিচে উল্লেখ করা হল  ।

 

পদের নাম-

ডাটা এন্ট্রি অপারেটর

শূন্যপদ –

২০ টি

বয়স  –

০১/০১/২০১৮ অনুসারে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা –

গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার আপ্লিকেশনের সার্টিফিকেট থাকা চাই ।

বেতন-

১১০০০ টাকা

 

অফিসিয়াল বিজ্ঞাপনটি ডাউনলোড করুন –

অফিসিয়াল ওয়েবসাইটে যান –

1 comments

    • Surojit ghosh on September 24, 2018 at 4:13 pm

    When data entry computer application last day? Plse sir ans me

Comments have been disabled.